ইউটিউব ভিডিও স্প্লিট করুন
ইউটিউব ভিডিও স্প্লিটার ও ট্রিমার। অনলাইন, বিনামূল্যে








অনলাইনে ইউটিউব ভিডিও ক্লিপ স্প্লিট করুন
আপনি কি একটি ইউটিউব ভিডিও স্প্লিট করে এর একটি অংশ সংরক্ষণ করতে চান? তাহলে, আপনি VEED এর ইউটিউব ভিডিও স্প্লিটার টুল ব্যবহার করতে পারেন। মাত্র কয়েকটি ক্লিকেই ভিডিও স্প্লিট করুন এবং সোশ্যাল মিডিয়াতে আপনার সিলেক্ট করা ভিডিও ক্লিপ শেয়ার করুন। আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করা একেবারেই সহজ। শুধু একটি ইউটিউব লিংক পেস্ট করুন, 'স্প্লিট করুন' বাটনে ক্লিক করুন এবং আপনার নতুন ভিডিও রপ্তানি করুন।
আপনি আমাদের ভিডিও এডিটিং টুলের বিশাল সমাহার ব্যবহার করে আপনার ভিডিওগুলোকে রোটেট, ক্রপ, ট্রিম, এমনকি লুপও করতে পারেন। অডিও, টেক্সট, ইমেজ ও আরও অনেক কিছু যুক্ত করুন। VEED সম্পূর্ণ অনলাইন; কোন সফটওয়্যার ইন্সটল করতে হবে না। এটি ফ্রী এবং ব্যবহার করা একদম সহজ।
কিভাবে একটি ইউটিউব ভিডিও ক্লিপ স্প্লিট করবেনঃ
1একটি ইউটিউব ভিডিও আপলোড করুন
শুধু 'আপলোড করুন' বাটনে ক্লিক করুন এবং URL ফিল্ডে ইউটিউব ভিডিওর লিংকটি পেস্ট করুন। VEED এডিটরে ভিডিওটি আপলোড করবে এবং এরপর আপনি এডিট করা শুরু করতে পারবেন।
2আপনার ইউটিউব ভিডিওটি স্প্লিট ও এডিট করুন
স্টোরিবোর্ড বা এডিটিং পেন এ ইন্ডিকেটরটিকে সরিয়ে নিন। জায়গামত রাইট-ক্লিক করে 'স্প্লিট করুন' সিলেক্ট করুন। অথবা টাইমলাইনের উপর থাকা 'স্প্লিট করুন' টুল এ ক্লিক করতে পারেন। আপনি আপনার কীবোর্ডে 'S' কীটিও চাপতে পারেন। আপনি কয়েকবার ইউটিউব ক্লিপ স্প্লিট করতে পারেন। আপনার অপ্রয়োজনীয় ক্লিপগুলো ডিলিট করুন।
3ডাউনলোড ও শেয়ার করুন
'রপ্তানি করুন' এ ক্লিক করুন এবং ভিডিওটি একটি MP4 ফাইল হিসেবে আপনার ডিভাইসে সংরক্ষিত হয়ে যাবে।

'ইউটিউব ভিডিও স্প্লিটার' টিউটোরিয়াল
ইউটিউব ভিডিও স্প্লিট, ট্রিম ও কাট করুন
VEED এর ইউটিউব ভিডিও স্প্লিটার আপনাকে মাত্র কয়েকটি ক্লিকেই ইউটিউব ক্লিপগুলোকে স্প্লিট, ট্রিম ও কাট করতে দেয়। যদি ভিডিওর একটি অংশ আপনি কাটতে চান, তাহলে আপনি ভিডিওটিকে স্প্লিট করে সেই অংশটুকু কাটতে পারেন। যতগুলো অংশ প্রয়োজন, ততগুলোই স্প্লিট করে কাট করুন। একটি আলাদা ক্লিপ ট্রিম করতে এটিকে টাইমলাইনে সিলেক্ট করুন এবং এর প্রান্ত টেনে এনে ছোট করে ফেলুন।
একটি সম্পূর্ণ ভিডিও এডিটিং সফটওয়্যার
ভিডিও স্প্লিটার ছাড়াও, এডিট করা ও প্রফেশনাল ভিডিও তৈরি করার জন্য আপনি বিপুল পরিমাণ ভিডিও এডিটিং টুলের সমাহার ব্যবহার করতে পারেন। আপনার ভিডিওগুলোতে ফিল্টার ও ক্যামেরা ইফেক্ট যুক্ত করতে পারেন। টেক্সট, সাবটাইটেল, ইমেজ, ড্রয়িং ও আরও অনেক কিছু যুক্ত করুন।
ইউটিউব ভিডিও একত্রে কম্বাইন করুন
যদি আপনার কাছে দুই বা ততোধিক ইউটিউব ভিডিও ক্লিপ থেকে থাকে, যেগুলোকে আপনি কম্বাইন করতে চান, তাহলে আপনাকে শুধু 'আপলোড করুন' বাটনে ক্লিক করে URL ফিল্ডে একটি একটি করে ইউটিউব লিংক পেস্ট করতে হবে। আপনি এরপর এটিকে একটি MP4 ফাইল হিসেবে রপ্তানি করতে পারেন।
টাইমলাইনে ভিডিও ক্লিপগুলোকে পুনরায় সাজাতে পারেন
একবার ইউটিউব ভিডিওটিকে কয়েকটি অংশে স্প্লিট করার পর, আপনি প্রত্যেকটি ক্লিপকে টাইমলাইনে পুনরায় সাজাতে পারেন। শুধু ক্লিপ সিলেক্ট করুন এবং এটিকে টাইমলাইনে ভিন্ন ভিন্ন লোকেশনে টেনে নিয়ে ছেড়ে দিন। ক্লিপগুলোকে সামনে পিছনে সরান।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি ইউটিউব ভিডিও স্প্লিটার ছাড়াও আরও অনেক কিছু
VEED আপনাকে শুধু ইউটিউব ভিডিওগুলো স্প্লিট, ট্রিম ও কাট করা ছাড়াও আরও অনেক কাজে সাহায্য করে। এটি একটি সম্পূর্ণ ভিডিও এডিটিং সফটওয়্যার, যা ব্যবহার করা একেবারেই সহজ। সবগুলো টুলই অনলাইনে ব্যবহার করা যায় - আপনাকে কোন অ্যাপ ডাউনলোড করতে হবে না। আপনার ভিডিও ঘুরান, কাটুন ও রিসাইজ করুন। আপনি ইমেজ, টেক্সট, সাবটাইটেল ইত্যাদিও যুক্ত করতে পারেন। VLC মিডিয়া প্লেয়ার এর মত জটিল অ্যাপ ব্যবহার করতে হবে না।
