আউট্রো মেকার
আপনার ভিডিওগুলোর জন্য অসাধারণ আউট্রো তৈরি করুন, বিনামূল্যে। অনলাইন আউট্রো মেকার








অনলাইনে আপনার ভিডিওগুলোর জন্য আউট্রো তৈরি করুন
আউট্রো যুক্ত করে আপনার ভিডিওগুলোর জন্য পারফেক্ট এন্ডিং তৈরি করুন। আপনি ক্রেডিটস যুক্ত করে সবাইকে জানাতে পারেন কারা ভিডিও তৈরির কাজে জড়িত ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সাউন্ড ইফেক্ট যুক্ত করতে পারেন এবং আরও কত কিছু। আপনি যদি কোন আউট্রো ফিল্ম না করে থাকেন, তাহলে আপনি আমাদের কাছে থাকা স্টক ভিডিওগুলো থেকে একটি সিলেক্ট করতে পারেন। আপনি আপনার আউট্রোগুলোকে অনেক বেশি কার্যকর করে তুলতে আমাদের স্টক ভিডিওগুলো পারসোনালাইজ করতে পারেন। আপনার ভিডিও তৈরির দক্ষতা দেখিয়ে আপনার দর্শকদেরকে চমকে দিন।
কীভাবে একটি ভিডিও আউট্রো তৈরি করবেনঃ

আপনার ভিডিও যুক্ত করুন
'ভিডিও সিলেক্ট করুন' এ ক্লিক করে আপনার ফোল্ডারগুলো থেকে আপনার ভিডিও সিলেক্ট করুন। আপনি সরাসরি এডিটরে একটি ইউটিউব লিংকও পেস্ট করতে পারেন।

আপনার আউট্রো তৈরি করুন
টেক্সট, ইমেজ ও ব্যাকগ্রাউন্ড মিউজিকের মত অনেক কিছুই আপনি আপনার ভিডিওর শেষে যুক্ত করতে পারেন। শুধু বামদিকে থাকা টেক্সট বাটনে ক্লিক করুন।

রপ্তানি করুন
আপনি আপনার ভিডিও আউট্রো নিয়ে সন্তুষ্ট হলে 'রপ্তানি করুন' এ ক্লিক করুন। আপনার পছন্দসই ফরম্যাটে আপনার ভিডিওটি ডাউনলোড করুন।
'আউট্রো মেকার' এর টিউটোরিয়াল
আপনার ভিডিওগুলোর জন্য পারফেক্ট এন্ডিং তৈরি করুন
তাহলে আপনি একটি চমৎকার ভিডিও তৈরি করে ফেলেছেন এবং এখন এটি শেয়ার করতে প্রস্তুত। কিন্তু এখানেই থেমে যাবেন না! আপনি এতে একটি আউট্রো যুক্ত করে আরও দুর্দান্ত করে তুলতে পারেন, যা আপনার দর্শকদেরকে আপনার ভিডিওটি দেখার অনেক পরেও মনে রাখতে বাধ্য করবে। একটি এন্ড সিন যুক্ত করে তাদের মনে এতটাই দাগ কাটুন যেন তারা রিপ্লে বাটনে ক্লিক করে বারবার দেখতে বাধ্য হয়। আপনি এন্ড ক্রেডিট যুক্ত করতে পারেন, আপনার লোগো, ইমেজ ও সাউন্ড ইফেক্ট যুক্ত করতে পারেন। আপনার সৃষ্টিগুলোকে ইউটিউব, ইন্সটাগ্রাম, ফেসবুক, টিকটক ও অন্যান্য ভিডিও শেয়ারিং ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শেয়ার করুন। আপনি নিশ্চিতভাবেই আপনার ফ্যানদেরকে আপনার ভিডিওগুলো আরও বেশি বেশি করে দেখতে বাধ্য করবেন!

সহজেই ব্যবহারযোগ্য ভিডিও এডিটর
VEED এর ভিডিও এডিটর ব্যবহার করা একেবারেই সহজ। একটি আউট্রো তৈরি করতে হলে আপনাকে শুধু আপনার আউট্রো এলিমেন্টগুলো যুক্ত করে সেগুলোকে টাইমলাইনের শেষে টেনে নিয়ে যেতে হবে। আপনি টাইমলাইনে বিভিন্ন রকমের লেয়ার দেখবেন এবং আপনি আলাদা আলাদা করে এডিট করার জন্য প্রত্যেকটিতে ক্লিক করতে পারেন। যেমন ধরুন, টেক্সট যুক্ত করতে চাইলে শুধু মেনুতে গিয়ে টেক্সট টুলে ক্লিক করে টাইপ করা শুরু করুন। ছবি, সাউন্ড ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইত্যাদির জন্যও এটি সত্য। এমনকি আপনি আপনার এন্ড সিনেও ভিডিও ইফেক্ট যুক্ত করতে পারেন। আপনার ভিডিওটিকে স্প্লিট করে শুধু আউট্রো এডিট করুন। শুধু 'স্প্লিট' টুল এ ক্লিক করে শেষ ক্লিপে ক্লিক করুন এবং কাস্টমাইজ করুন! এতে মাত্র কয়েকটি ক্লিক লাগে।

বিভিন্ন ফরম্যাট থেকে সিলেক্ট করুন
VEED আপনাকে আপনার পছন্দের ভিডিও ফরম্যাটে আপনার ভিডিওগুলোকে ডাউনলোড করতে দেয়। এভাবে আপনার ভিডিওটি বিভিন্ন ভিডিও-শেয়ারিং প্লাটফর্ম ও সোশ্যাল মিডিয়া সাইটের সাথে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠবে। এটি ভিএলসি, কুইকটাইম ও অন্যান্য মিডিয়া প্লেয়ারেও প্লে করার মত হয়ে যাবে। আপনি MP4, AVI, MOV ও অন্যান্য জনপ্রিয় ভিডিও ফাইল টাইপ থেকে সিলেক্ট করতে পারেন। এমনকি কোন একটি ফরম্যাটে ভিডিও আপলোড করার পর আপনার ভিডিওটি ডাউনলোড করার সময় অন্য একটি ফরম্যাটও সিলেক্ট করতে পারেন। শুধু রপ্তানি করার আগে আপনার পছন্দমত ফরম্যাট সিলেক্ট করুন। এটি এতটাই সহজ!

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি আউট্রো মেকার ছাড়াও আরও অনেক কিছু
আপনার ভিডিও এডিটিং প্রয়োজনীয়তার জন্য যা কিছু দরকার, VEED এ তার সবকিছুই রয়েছে - ফ্রী, সহজেই ব্যবহার করা যায় এবং অনেক বেশি শক্তিশালী ভিডিও এডিটর! আপনার কি আপনার ভিডিওগুলোর জন্য একটি ইন্ট্রো ও আউট্রো দরকার? সহজ; VEED ব্যবহার করুন! আপনি আপনার দর্শকদের মনে একটি দীর্ঘস্থায়ী ইম্প্রেশন তৈরি করার জন্য লোগো, টেক্সট ও এমনকি সাবটাইটেলও যুক্ত করতে পারেন। এছাড়াও, আপনি আপনার পুরো ভিডিওটি পারসোনালাইজ করে এডিট করতে পারেন এবং এটিকে প্রফেশনাল দেখাতে পারেন। আপনার কোন ভিডিও এডিটিং এর অভিজ্ঞতা দরকার নেই। সেই সাথে, VEED অনলাইন সফটওয়্যার, তাই আপনাকে কোন অ্যাপ ডাউনলোড করতে হবে না। এই সব কিছুই করুন, সরাসরি আপনার ব্রাউজার থেকে!
