ইন্সটাগ্রাম ভিডিও মেকার
অনলাইনে ইন্সটাগ্রামের জন্য উপযুক্ত সুন্দর সুন্দর সব ভিডিও তৈরি করুন








অনলাইন ইন্সটাগ্রাম ভিডিও এডিটর
ইন্সটাগ্রামে ভুল ডাইমেনশন ও দৈর্ঘ্যের জন্য আপনার ভিডিওগুলো বাতিল হতে দেখে ক্লান্ত? আপনি কি ইন্সটাগ্রামে ভিডিও আপলোড করার পর দেখেছেন যে, এগুলোকে ফ্রেমে বাজে দেখাচ্ছে? আপনি VEED ব্যবহার করলে আর কখনও এগুলো নিয়ে চিন্তা করতে হবে না!
ইন্সটাগ্রামের উদ্দেশ্যে উপযুক্ত ভিডিও তৈরি করার জন্য আপনাকে কোন প্রফেশনাল ভিডিও এডিটর ভাড়া করতে হবে না। VEED এর অনলাইন ইন্সটাগ্রাম মুভি মেকার আপনাকে সহজেই আপনার ভিডিওগুলো এডিট করতে দেয়; কোন অভিজ্ঞতার দরকার নেই। আপনি যখন আপনার ভিডিও আপলোড করেন, তখন প্রিসেটগুলো থেকে একটি সিলেক্ট করুন। ইন্সটাগ্রাম সিলেক্ট করলে VEED স্বয়ংক্রিয়ভাবে আপনার ভিডিওটিকে রিসাইজ করে দিবে, যাতে এটি ইন্সটাগ্রামের ডাইমেনশনে ফিট হয়।
আপনার ভিডিওর দৈর্ঘ্যের ব্যাপারে বলতে গেলে, আপনি সাথে সাথেই টাইমলাইনে আপনার ভিডিওটি কত লম্বা তা দেখতে পারবেন। সহজেই স্লাইডারটিকে টেনে এনে আপনার ভিডিওগুলো কাট, স্প্লিট ও ট্রিম করুন এবং ‘স্প্লিট’ টুলে ক্লিক করুন। এতে পারফেক্ট ইন্সটাগ্রাম ভিডিও তৈরি করতে মাত্র কয়েক মিনিট সময় লাগে!
কীভাবে একটি ইন্সটাগ্রাম ভিডিও তৈরি করবেনঃ

আপনার ভিডিও আপলোড করুন
VEED এ আপনার ভিডিও আপলোড করুন। আপনি আপনার ভিডিও ফাইলটিকে এডিটরে টেনে এনে ছেড়ে দিলেও পারেন।

আপনার ভিডিওটিকে এডিট করুন এবং ইন্সটাগ্রামের প্রিসেট সিলেক্ট করুন
সাইডবারের উপরে ডানদিকে 'সেটিংস' এ ক্লিক করুন এবং সাইজ এর অধীনে ড্রপডাউন মেনু থেকে ইন্সটাগ্রাম সিলেক্ট করুন। আপনার ভিডিওটি এডিট করে এটিকে আরও দুর্দান্ত করে তুলুন।

রপ্তানি করুন
আপনি আপনার ইন্সটাগ্রাম ভিডিও নিয়ে সন্তুষ্ট হলে শুধু 'রপ্তানি করুন' এ ক্লিক করুন। আপনার পছন্দসই ফরম্যাটে আপনার ভিডিওটি ডাউনলোড করুন।
'ইন্সটাগ্রাম ভিডিও'র টিউটোরিয়াল
বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের জন্য আপনার ভিডিও রিসাইজ করুন
আপনি শুধু ইন্সটাগ্রামের ডাইমেনশনেই আপনার ভিডিওগুলো রিসাইজ করতে পারেন না, বরং আপনি এগুলোকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মেও ফিট করতে পারেন। ইউটিউব, টিকটক, টুইটার ইত্যাদির জন্য পারফেক্ট ভিডিও তৈরি করুন। এটি করা একেবারেই সহজ। আপনাকে ম্যানুয়ালি আপনার ভিডিওর সাইজ পরিবর্তন করা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। শুধু আপনার ভিডিও সিলেক্ট করুন, সেটিংস এ ক্লিক করুন এবং সাইজ এর অধীনে ড্রপডাউন মেনু থেকে একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম সিলেক্ট করুন। VEED স্বয়ংক্রিয়ভাবে সেই নির্দিষ্ট অ্যাপ বা ওয়েবসাইটে ফিট করার জন্য আপনার ভিডিওটিকে রিসাইজ করে ফেলবে।

স্টক ভিডিওগুলো ব্যবহার করেন এবং পারসোনালাইজ করুন
VEED এমন সব স্টক ভিডিও ফিচার করে, যা আপনি নিজে থেকে রেকর্ড না করে থাকলে ব্যবহার করতে পারেন। আমাদের স্টক ভিডিওর কালেকশন থেকে একটি সিলেক্ট করে পারসোনালাইজ করুন। আপনি ইমেজ, টেক্সট ইত্যাদিও যুক্ত করতে পারেন। এই স্টক ভিডিওগুলো প্রফেশনালভাবে ফিল্ম করা, তাই আপনাকে কোয়ালিটি নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। আপনি শুধু এগুলোকে এডিট করেই নিজের করে নিতে পারেন। একটি ম্যাসেজ, ছবি ও টেক্সট বা হেডিং যুক্ত করুন। আপনি একটি চমৎকার মিউজিক ভিডিও তৈরি করার জন্য এমনকি একটি মিউজিক ভিজুয়ালাইজারও যুক্ত করতে পারেন!

ইন্সটাগ্রামের জন্য আপনার ভিডিও কনভার্ট করুন
ইন্সটাগ্রাম শুধু MP4 ও MOV এর মত কিছু নির্দিষ্ট ভিডিও ফরম্যাটই গ্রহণ করে। আপনার ভিডিওটি একটি MKV ফরম্যাটে থাকলে আপনি VEED ব্যবহার করে এটিকে MP4 এ কনভার্ট করে নিতে পারেন। এটি ব্যবহার করা একেবারেই সহজ! শুধু আপনার ভিডিও আপলোড করুন, এটিকে প্রয়োজনমত এডিট করুন এবং ডাউনলোড অপশনগুলো থেকে MP4 বা আপনার পছন্দের ফরম্যাট সিলেক্ট করুন। এতে করে আপনি সহজেই নিশ্চিত করতে পারেন যেন আপনার ভিডিওটি যে কোন ডিভাইস থেকে ইন্সটাগ্রামে আপলোড করা যায়। আপনি চাইলে এটিকে অন্যান্য ফরম্যাটেও কনভার্ট করতে পারেন। MP4, MOV, AVI ইত্যাদি থেকে এবং এগুলোতেও কনভার্ট করুন।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি ইন্সটাগ্রাম ভিডিও মেকার ছাড়াও আরও অনেক কিছু
VEED শুধু ইন্সটাগ্রামের ভিডিও মেকার ছাড়াও অনেক বেশি কিছু। এটি একটি সম্পূর্ণ ভিডিও এডিটর, এতে ভিডিওর মাধ্যমে অনুপ্রেরণামূলক গল্প বলার জন্য প্রয়োজনীয় সবগুলো টুলই আছে। VEED এর মাধ্যমে আপনি আপনার ভিডিওগুলোকে পারসোনালাইজ করে সেগুলোকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে পারেন। ইমেজ, টেক্সট ও সাবটাইটেল যুক্ত করে আপনার ভিডিওগুলোকে আরও বেশি দর্শকের জন্য সহজে ব্যবহারযোগ্য করে তুলুন। এমনকি আপনি বিনামূল্যে একটি মিউজিক ভিডিওও তৈরি করতে পারেন! ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্ট ও মিউজিক ভিজুয়ালাইজার যুক্ত করুন। সবচেয়ে ভাল বিষয়টি হচ্ছে, এটি একটি অনলাইন অ্যাপ। তাই আপনাকে আপনার ডিভাইসে কোন সফটওয়্যার ইন্সটল করতে হবে না!
