ভিডিওতে সাবটাইটেল যুক্ত করুন
ম্যানুয়ালি সাবটাইটেল যুক্ত করুন, অটো ট্রান্সক্রাইব করুন বা একটি ফাইল আপলোড করুন







আপনার ভিডিওতে সাবটাইটেল (ক্যাপশন) যুক্ত করুন, অনলাইনে
আপনি এখন ৩ ভাবে আপনার ভিডিওতে সাবটাইটেল যুক্ত করতে পারেনঃ ১। আপনি ম্যানুয়ালি এগুলো টাইপ করতে পারেন ২। আপনি স্বয়ংক্রিয়ভাবে সাবটাইটেল তৈরি করতে পারেন (আমাদের স্পিচ রিকগনিশন সফটওয়্যার ব্যবহার করে) ৩। আপনি একটি ফাইল (SRT, VTT, ASS, SSA, TXT ইত্যাদি) আপলোড করে এটি আপনার ভিডিওতে যুক্ত করতে পারেন আপনি যে অপশনই পছন্দ করুন, আপনার সাবটাইটেল এডিট করার কাজ সহজ হয়ে যাবে। আপনি সাবটাইটেল এর টাইমিং পরিবর্তন করুন, সাবটাইটেল এর কালার, ফন্ট ও সাইজ পরিবর্তন করুন, সাবটাইটেল এর টেক্সট এডিট করুন। আমরা জানি অ্যাডোবি আফটার ইফেক্টস ও প্রিমিয়ার প্রো এর মত জটিল প্রোগ্রাম ব্যবহার করে সাবটাইটেল যুক্ত করা কত কঠিন কাজ। আর তাই আমরা আপনাকে এই সমস্যা থেকে মুক্ত করতে এসেছি। VEED এর মাধ্যমে আপনি একটি বাটনে ক্লিক করলেই আপনার সাবটাইটেল জাদুর মত চলে আসবে। এরপর আপনি একেবারে সহজেই এডিট করতে পারবেন। শুধু একটি টেক্সট এ ক্লিক করুন এবং এডিট করা শুরু করে দিন। আপনার পরিবর্তনগুলো সাথে সাথেই দেখতে পাবেন।
কিভাবে একটি ভিডিওতে সাবটাইটেল যুক্ত করবেন

একটি ভিডিও ফাইল সিলেক্ট করুন
আপনি যে ভিডিও ফাইল এ সাবটাইটেল যুক্ত করতে চান, তা সিলেক্ট করুন। ফাইলটি সিলেক্ট করুন বা টেনে এনে ছেড়ে দিন।

ম্যানুয়ালি টাইপ করুন, অটো ট্রান্সক্রাইব করুন বা সাবটাইটেল ফাইল আপলোড করুন
সাইডবার মেনু থেকে 'সাবটাইটেল' এ ক্লিক করুন এবং আপনি আপনার সাবটাইটেল তৈরি করা শুরু করতে পারেন, 'অটো ট্রান্সক্রাইব করুন’ বা একটি সাবটাইটেল ফাইল আপলোড করুন (যেমন SRT)।

এডিট ও ডাউনলোড করুন
ইচ্ছামত টেক্সট, ফন্ট, কালার, সাইজ ও টাইমিং এডিট করুন। এরপর শুধু 'রপ্তানি করুন' এ ক্লিক করুন।
'ভিডিওতে সাবটাইটেল যুক্ত করা'র টিউটোরিয়াল
অনেক বেশি দর্শকের কাছে পৌঁছান
আপনার ভিডিওগুলোতে সাবটাইটেল যুক্ত করার অর্থ হচ্ছে আপনার কন্টেন্ট আরও বেশি মানুষের কাছে সহজে ব্যবহারযোগ্য হয়ে উঠবে। ফেসবুক ভিডিওর ৮৫% ই মিউট করে দেখা হয়। আর স্ন্যাপচ্যাট এ প্রতি ৩ টি ভিডিওর ১ টি সাউন্ড অফ করে দেখা হয়। দিন দিন আরও বেশি মানুষ সাউন্ড ছাড়া ভিডিও দেখতে পছন্দ করছেন। সমাধান? সাবটাইটেল! আপনার ভিডিওগুলোতে সাবটাইটেল যুক্ত করে আপনি আপনার কন্টেন্টকে হাজার হাজার মানুষের কাছে ব্যবহারযোগ্য করে তুলতে পারেন, এমনকি যারা কানে কম শুনেন, তাদের কাছেও।

রাতারাতি এংগেজমেন্ট বাড়তে দেখুন
ভিডিওতে সাবটাইটেল যুক্ত করলে ভিডিও দেখার স্বাচ্ছন্দ্য বহু গুণে বেড়ে যায়ঃ ইমেজ, সাউন্ড ও এখন টেক্সট। সাবটাইটেল দর্শকদের মনোযোগ আকর্ষণের সবচেয়ে ভাল উপায়, কিছু শব্দ বা বাক্যাংশ হাইলাইট করুন এবং আপনার দর্শকদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাসেজ পাঠান। মাল্টিমিডিয়া তৈরির অর্থ হচ্ছে কয়েকটি এলিমেন্ট, শুধু ইমেজ ও সাউন্ড ছাড়িয়েও আরও অনেক কিছু। VEED এর মাধ্যমে এংগেজিং কন্টেন্ট বানানো আরও সহজ হয়ে গিয়েছে।

আপনার ভিডিওগুলোকে সহজেই খুঁজে পাওয়া যায় এমন ব্যবস্থা করুন
আপনি পুরো ভিডিওর টেক্সট ট্রান্সক্রিপশন অন্তর্ভুক্ত করার মাধ্যমে আপনার ভিডিওগুলোকে আরও সার্চযোগ্য করতে পারেন। আপনাকে শুধু 'সাবটাইটেল' এ ক্লিক করতে হবে > এরপর 'অটো ট্রান্সক্রাইব করুন' এ ক্লিক করুন এবং আমাদের স্পিচ রিকগনিশন সফটওয়্যার আপনার পুরো ভিডিওর অডিওর একটি (.txt) টেক্সট ফাইল তৈরি করে দিবে। খারাপ না কিন্তু, তাইনা? আপনি শুধু আপনার ভিডিওর ডেসক্রিপশনে টেক্সট কপি করে পেস্ট করবেন, তাহলেই হবে!, আপনি আপনার ভিডিওর ট্রান্সক্রিপ্টকে খুঁজে বের করার ব্যবস্থা করতে পারেন। এতে করে আরও বেশি মানুষ আপনার ভিডিও কন্টেন্ট খুঁজে পাবে এবং এর ফলে আরও বেশি ভিউ, ক্লিক ও ফলোয়ার পেয়ে যাবেন।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু সাবটাইটেল ছাড়াও আরও অনেক কিছু
VEED এর মাধ্যমে আপনি শুধু আপনার ভিডিওগুলোতে সাবটাইটেল যুক্ত করা ছাড়াও আরও অনেক কিছু করতে পারেন। VEED একটি স্বয়ংসম্পূর্ণ অনলাইন ভিডিও এডিটিং স্টুডিও যা উইন্ডোজ, ম্যাক ও সব মোবাইল ডিভাইসে কাজ করে। আপনি আমাদের অনলাইন মুভি মেকার ব্যবহার করে দুর্দান্ত ভিডিও তৈরি করতে পারেন - টেক্সট, কালার গ্রেডিং, প্রোগ্রেস বার ইত্যাদি যুক্ত করুন। যে কোন সোশ্যাল মিডিয়াতে ফিট করার জন্য একটি সিঙ্গেল ক্লিকেই আপনার ভিডিওগুলো রিসাইজ করুন (ইউটিউব, ইন্সটাগ্রাম ইত্যাদি)। এতে করে আপনার কন্টেন্ট সব জায়গায় ব্যবহারযোগ্য হয়ে যাবে।
