







শিক্ষাদানের জন্য ভিডিও তৈরি করুন। অনলাইন, বিনামূল্যে
আপনি কি আপনার শিক্ষার্থীদেরকে এংগেজ করতে এবং শেখার কাজটি ভালবাসতে শেখাতে চান? শিক্ষার্থীদেরকে শেখানো ও এংগেজ করার সবচেয়ে ভাল মেটারিয়ালগুলোর একটি হচ্ছে শিক্ষামূলক ভিডিও। VEED এর ফ্রী ভিডিও এডিটর ব্যবহার করে আপনি কয়েক মিনিটেই শিক্ষামুলক ও তথ্যবহুল ভিডিও তৈরি করতে পারেন। সরাসরি আপনার ব্রাউজার থেকেই চমৎকার শিক্ষণীয় ভিডিও তৈরি করুন। এমনকি আপনাকে কোন অ্যাপও ইন্সটল করতে হবে না।
আপনি হোয়াইটবোর্ড বা ব্ল্যাকবোর্ড এর সামনে নিজেকে রেকর্ড করতে পারেন বা একটি ডেস্কটপে নির্দেশনামূলক ভিডিও তৈরির জন্য আপনার স্ক্রিন ও ওয়েবক্যাম রেকর্ড করতে পারেন। VEED এর স্ক্রিন ও ওয়েবক্যাম রেকর্ডার আপনার স্ক্রিনের উপর আঁকতে সাহায্য করে, এতে করে আপনার শিক্ষামূলক মিডিয়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নির্দেশ করার কাজটি সহজ হয়ে যায়।
কীভাবে একটি শিক্ষামূলক ভিডিও তৈরি করবেনঃ

আপনার ভিডিও আপলোড বা রেকর্ড করুন
VEED এ আপনার রেকর্ড করা ভিডিওটি আপলোড করুন। অথবা আমাদের রেকর্ডার টুল ব্যবহার করে আপনার ওয়েবক্যাম রেকর্ড করতে পারেন।

এডিট করুন
আপনি এখন আপনার ভিডিওটিকে শিক্ষাদানের জন্য উপযুক্ত করতে পারেন। টেক্সট, ইমেজ, আকৃতি, ড্রয়িং ও আরও অনেক কিছু যুক্ত করুন।

ডাউনলোড করুন
আপনার পছন্দমত ফরম্যাটে আপনার ভিডিওটি ডাউনলোড করুন। আপনি এটিকে MP4, AVI, MOV ইত্যাদি হিসেবে রপ্তানি করতে পারেন।
‘শিক্ষামূলক ভিডিও মেকার' এর টিউটোরিয়াল
VEED এর স্টক ভিডিওগুলো ব্যবহার করে পারসোনালাইজ করুন
আপনি যদি একটি ভিডিও রেকর্ড করতে না পারেন, তাহলে আপনি আমাদের স্টক ভিডিওর কালেকশন থেকে একটি সিলেক্ট করতে পারেন, এরপর এগুলোকে পারসোনালাইজ করে শিক্ষামূলক ভিডিওতে পরিণত করতে পারেন। আমাদের স্টক ভিডিওগুলো ব্যবহার করলে আপনাকে ফিল্ম করা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। আপনাকে শুধু টেক্সট ও ইমেজ যুক্ত করে আপনার শিক্ষার্থীদের কাছে তথ্যগুলো প্রেজেন্ট করতে হবে। ইনফোগ্রাফিক্স, গ্রাফিক্স, চার্ট ও আরও অনেক কিছু যুক্ত করুন। আমাদের আকৃতি টুল ব্যবহার করুন এবং টেক্সট যুক্ত করে আপনার ভিডিওটিকে আপনার শিক্ষার্থীদের জন্য আরও আনন্দদায়ক করে তুলুন। আপনি এমনকি আমাদের ব্রাশ টুল ব্যবহার করে ড্রয়িংও যুক্ত করতে পারেন!

অডিও, সাউন্ড ইফেক্ট ইত্যাদি যুক্ত করুন
আপনার শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে তাদেরকে আপনার তৈরি করা লেসন শেখানোর আরেকটি উপায় হচ্ছে আপনার শিক্ষামূলক ভিডিওগুলোতে মিউজিক যুক্ত করা। আপনার যদি নিজের অডিও মেটারিয়াল না থাকে, তাহলে আপনি অনলাইনের অনেক লাইব্রেরি থেকে রয়াল্টি-মুক্ত মিউজিক যুক্ত করতে পারেন। এতে আপনার শিক্ষার্থীদের দেখার অভিজ্ঞতা আরও ভাল হবে। VEED এর ফ্রী ভিডিও এডিটিং সফটওয়্যারে মিউজিক যুক্ত করা একেবারেই সহজ। শুধু 'আপলোড করুন' বাটনে ক্লিক করুন বা এডিটরের নিচে ডানদিকে থাকা প্লাস (+) আইকনে ক্লিক করুন এবং আপনার অডিও ফাইলগুলো সিলেক্ট করুন। সাউন্ড ইফেক্ট যুক্ত করার জন্যও এটি সত্য।

সহজেই ডাউনলোড ও শেয়ার করুন
আপনার এডিট করা শেষ হলে VEED আপনাকে সহজেই আপনার শিক্ষামূলক ভিডিও ডাউনলোড ও শেয়ার করার সুযোগ দেয়। অনেক রকম ডাউনলোড অপশন থেকে একটি সিলেক্ট করে নিশ্চিত করুন যেন আপনার ভিডিওটি আপনার স্কুল বা শিক্ষার্থীদের মিডিয়া প্লেয়ারে প্লে করার মত হয়। আপনি আপনার ভিডিওটিকে MP4, AVI, MOV, MKV ও অন্যান্য জনপ্রিয় ভিডিও ফাইল টাইপ হিসেবে ডাউনলোড করতে পারেন। আপনি যদি ফেসবুক ও ইন্সটাগ্রামের মত বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে ফিট করতে চান, তাহলে আপনার ভিডিওটি রোটেট, ক্রপ ও রিসাইজ করুন। আপনি এমনকি কম্প্রেস করে ফাইল সাইজ কমিয়ে যে কোন জায়গায় এগুলোকে সহজেই শেয়ারও করতে পারেন!

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি শিক্ষামূলক ভিডিও মেকার ছাড়াও আরও অনেক কিছু
VEED শুধু শিক্ষামূলক ভিডিও তৈরি ছাড়াও আরও অনেক কিছু ফীচার করে। আপনার যদি কোন ভিডিও এডিটিং এর অভিজ্ঞতা নাও থাকে, তাহলেও আপনি অনেক রকম প্রিমিয়াম টুল পেয়ে যাবেন, যেগুলো ব্যবহার করে আপনি প্রফেশনাল দেখতে ভিডিও তৈরি করতে পারবেন। আমাদের ইউজার ইন্টারফেসটি অনেক বেশি নতুনবান্ধব। এতে মাত্র কয়েকটি ক্লিক লাগে। আপনি বিশেষ অনুষ্ঠান, শুভেচ্ছা ভিডিও, গ্র্যাজুয়েশন ভিডিও ও আরও অনেক উপলক্ষে ভিডিও তৈরি করতে পারেন। আপনাকে কোন সফটওয়্যার ডাউনলোড করতে হবে না; এটি সরাসরি আপনার ব্রাউজার থেকেই কাজ করে।
