ভিডিও রেজিউমে মেকার
অসাধারণ সব ভিডিও রেজিউমে তৈরি করুন, অনলাইনে। ব্যবহার করা সহজ, কোন একাউন্ট দরকার নেই








অনলাইনে আপনার ভিডিও রেজিউমে বা ভিডিও CV তৈরি করুন
আপনি কি আপনার চাকরির আবেদন ও ইন্টারভিউর জন্য একটি প্রফেশনাল দেখতে ভিডিও রেজিউমে তৈরি করতে চান? আপনি কেন একটি নির্দিষ্ট রোলের জন্য পারফেক্ট, সে সম্পর্কিত প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে কি একটি CV তৈরি করতে বলা হয়েছে? তাহলে, VEED এর মাধ্যমে আপনি টেক্সট, ইমেজ, সাবটাইটেল ইত্যাদি সহ প্রফেশনাল ভিডিও রেজিউমে ও CV তৈরি করতে পারেন।
কীভাবে একটি ভিডিও রেজিউমে তৈরি করবেনঃ
1আপলোড করুন
আপনার ভিডিও আপলোড করুন, শুধু টেনে এনে ছেড়ে দিন। এমনকি আপনি রেফার করার জন্য আপনার ভিডিওতে আপনার টাইপ করা রেজিউমের ইমেজও যুক্ত করতে পারেন।
2এডিট করুন
আপনি VEED এর অনলাইন এডিটিং টুল এর স্যুট ব্যবহার করে নিশ্চিত করতে পারেন যেন আপনার রেজিউমে অন্যদের রেজিউমের তুলনায় বেশি আকর্ষণীয় হয়।
3চমকে দিন
সব শেষ? তাহলে 'ডাউনলোড করুন' এ ক্লিক করুন এবং আপনার ভিডিও রেজিউমে কয়েক সেকেন্ডেই রেন্ডার হয়ে যাবে। আপনি আপনার নতুন ভিডিও রেজিউমের মাধ্যমে ভবিষ্যৎ চাকুরিদাতাদেরকে চমকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন।

‘রেজিউমে ভিডিও মেকার’ এর টিউটোরিয়াল
একটি প্রফেশনাল ভিডিও CV তৈরি করুন
VEED এর মাধ্যমে আপনি নিমেষেই আপনার ভিডিও রেজিউমে তৈরি করা শুরু করে দিতে পারেন। কোন সফটওয়্যার লাগবে না এবং কোন একাউন্টেরও প্রয়োজন নেই। আপনি চান যেন আপনার ভিডিও রেজিউমে আপনার সবচেয়ে প্রফেশনাল সাইডটিকেই তুলে ধরে। VEED এর মাধ্যমে আপনি সহজেই ফিল্টার যুক্ত করতে পারেন, ক্রপ, ট্রিম ও রিসাইজ করতে পারেন, যাতে আপনার ভিডিও আপনার মতোই প্রফেশনাল দেখায়।
টেক্সট, স্টিকার ও আরও অনেক কিছু যুক্ত করুন
আমাদের সহজ টেক্সট টুল দিয়ে আপনি আপনার আগের সব কাজের ইতিহাস সম্পর্কে তথ্য যুক্ত করতে পারেন, এতে করে আপনার ভিডিওতে প্রশ্নের উত্তরগুলো দিতে সুবিধা হবে। এমনকি আপনি আমাদের সহজেই ব্যবহারযোগ্য স্টিকার টুল ব্যবহার করে আপনি আগে যে কোম্পানিগুলোতে কাজ করেছেন, সেগুলোর লোগোও যুক্ত করতে পারেন।
আমাদের সহজেই ব্যবহারযোগ্য ভিডিও এডিটর ব্যবহার করে শো-অফ করুন
শুধু আপনার প্রফেশনাল দক্ষতাই দেখাবেন কেন, বরং আপনার ভিডিওতে সাবটাইটেল যুক্ত করে আপনার ভিডিও দক্ষতাও তুলে ধরুন। VEED এতটাই বুদ্ধিমান ও সহায়ক যে আমরা এমনকি স্বয়ংক্রিয়ভাবেও তা করে দিতে পারি। VEED এর অনলাইন সৃজনশীল টুলবক্স ব্যবহার করা এতটাই সহজ যে যে কেউ এটি ব্যবহার করতে পারে। আপনার ভিডিও আপলোড করে আমাদের ব্যবহার-বান্ধব এডিটরটি ব্যবহার করে দেখুন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি ভিডিও রেজিউমে মেকার ছাড়াও আরও অনেক কিছু
আপনি VEED দিয়ে শুধু একটি ভিডিও CV বা রেজিউমে তৈরি করা ছাড়াও আরও অনেক কিছু করতে পারেন। VEED ভিডিও এডিটিং এর একটি অনলাইন সুপারস্টোর। আপনি ইন্সটাগ্রাম ভিডিও, ইউটিউব ট্রেইলার, টুইটার ভিডিও তৈরি করতে পারেন। আপনার যা কিছু প্রয়োজন, সবই! একটি নতুন প্রোডাক্টের জন্য বিজ্ঞাপন, ট্রেইলার বা প্রোমো ভিডিও। VEED দিয়ে আপনি এই সবকিছুই করতে পারেন। আমাদেরকে ব্যবহার করে দেখুন, অনলাইনে।
