ব্যবসায়িক ভিডিও মেকার
অনলাইনে আপনার কোম্পানির জন্য শক্তিশালী ব্যবসায়িক ভিডিও তৈরি করুন।








অনলাইনে আপনার কোম্পানির জন্য বিনামূল্যে ব্যবসায়িক ভিডিও তৈরি করুন
VEED এর ফ্রী ভিডিও এডিটর আপনাকে আপনার কোম্পানির জন্য শক্তিশালী ব্যবসায়িক ভিডিও তৈরি করতে সাহায্য করে। একটি ছোট ব্যবসা বা কাজ, যে কারণেই আপনার ভিডিও তৈরি করার প্রয়োজন হোক না কেন, আপনি VEED ব্যবহার করে সহজেই শক্তিশালী ব্যবসায়িক ভিডিও তৈরি করতে পারেন। আপনার কোন ভিডিও এডিটিং এর অভিজ্ঞতা দরকার নেই। প্রফেশনাল ভিডিও এডিটর ভাড়া করতে অনেক টাকা খরচ হয়, তাই তার চেয়ে এটি অনেক বেশি ভাল। আপনি প্রমোশনাল ভিডিও, ভিডিও বিজ্ঞাপন ও আরও অনেক কিছু তৈরি করতে পারেন। VEED এর কারণে ভিডিও এডিটিং অনেক বেশি সহজ হয়ে গিয়েছে এবং এটি ফ্রী! আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যারটি ব্রাউজারভিত্তিক, তাই আপনাকে কোন অ্যাপ ডাউনলোড করতে হবে না। অনলাইনে আপনার ভিডিও প্রজেক্টগুলো ব্যবহার করুন - যে কোন সময়, যে কোন জায়গায়! একটি একাউন্ট তৈরি করা ঐচ্ছিক, কিন্তু তৈরি করলে আপনি একই জায়গায় আপনার প্রজেক্টগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন।
কীভাবে একটি ব্যবসায়িক ভিডিও তৈরি করবেনঃ

আপলোড করুন
VEED এ আপনার ভিডিও আপলোড করুন। এটি একেবারেই সহজ। অথবা, আপনি আপনার ফাইলগুলোকে এডিটরে টেনে এনে ছেড়ে দিলেও পারেন।

এডিট করুন
আপনার ব্যবসায়িক ভিডিও এডিট করা শুরু করুন। আপনি টেক্সট, ইমেজ, লোগো ইত্যাদি যুক্ত করতে পারেন। আপনার ভিডিও কাট, ট্রিম ও স্প্লিট করুন। মিউজিক যুক্ত করুন ও আরও অনেক কিছু।

রপ্তানি করুন
আপনি আপনার ব্যবসায়িক ভিডিও নিয়ে সন্তুষ্ট হলে শুধু 'রপ্তানি করুন' এ ক্লিক করুন। আপনার পছন্দসই ফরম্যাটে আপনার ভিডিওটি ডাউনলোড করুন।
‘ব্যবসায়িক ভিডিও মেকার' এর টিউটোরিয়াল
কয়েক মিনিটেই প্রফেশনাল দেখতে ভিডিও তৈরি করুন
ব্যবসায়িক ভিডিও প্রফেশনালভাবে এডিট করা উচিৎ এবং VEED আপনাকে মাত্র কয়েক মিনিটেই প্রফেশনাল দেখতে ভিডিও তৈরিতে সাহায্য করতে পারে। আপনাকে ভিডিও এডিটর ভাড়া করতে হবে না; আপনি এই সবকিছুই নিজে নিজে অনলাইনে করতে পারেন, মাত্র কয়েকটি ক্লিকেই। আপনার ভিডিওগুলোতে ভিডিও ফিল্টার ও ক্যামেরা ইফেক্ট যুক্ত করুন। সেই সাথে আপনি এগুলোকে হাই কোয়ালিটিতে ডাউনলোডও করতে পারেন। এটি কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদেরকে চমকে দেওয়া বা আপনার কোম্পানির সোশ্যাল মিডিয়া পেজে ভিডিও পোস্ট করার একটি চমৎকার উপায়। আপনার ভিডিওটিকে দুর্দান্ত দেখানোর জন্য শুধু আমাদের ফ্রী অনলাইন ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করুন।

সোশ্যাল মিডিয়ার জন্য আপনার ব্যবসায়িক ভিডিও অপটিমাইজ করুন
যে কোন সোশ্যাল মিডিয়া পেজের জন্য আপনার ব্যবসায়িক ভিডিওগুলোকে অপটিমাইজ করতে পারেন। আপনাকে আপনার ভিডিওগুলো ম্যানুয়ালি ক্রপ ও ট্রিম করতে হবে না; VEED মাত্র একটি ক্লিকেই এই সবকিছু করতে পারে। শুধু সেটিংস থেকে একটি সাইজ বা প্লাটফর্ম সিলেক্ট করুন এবং VEED স্বয়ংক্রিয়ভাবে আপনার ভিডিওটি রিসাইজ করে দিবে। ফেসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউব ও অন্যান্য ভিডিও-শেয়ারিং প্লাটফর্মে পোস্ট করার জন্য ভিডিও তৈরি করুন। এটি ব্র্যান্ড অ্যাওয়েরনেস ক্যাম্পেইন ও মার্কেটিং ক্যাম্পেইন তৈরির সবচেয়ে ভাল উপায়, যা ভিউ, লাইক ও এংগেজমেন্ট জেনারেট করে!

টেক্সট, সাবটাইটেল ও আরও অনেক কিছু যুক্ত করুন
টেক্সট ও সাবটাইটেল ব্যবসায়িক ভিডিওর মূল এলিমেন্ট। এতে করে আপনার দর্শকদের পক্ষে দেখার সাথে সাথে পড়তেও অনেক সুবিধা হয়। কেউ কেউ পড়লে আরও সহজে শিখতে পারেন, তাই আপনার ব্যবসায়িক ভিডিওগুলোতে এই এলিমেন্টগুলো ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। VEED স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য সাবটাইটেল তৈরি করতে পারে। শুধু উপরে বামদিকে থাকা 'সাবটাইটেল' ট্যাবে ক্লিক করে এরপর 'অটো সাবটাইটেল' এ ক্লিক করুন। তারপর স্ক্রিনে আপনার কথাগুলো জাদুর মত প্রদর্শিত হতে দেখুন। আপনাকে হয়তো কয়েকটি লাইন এডিট করতে হতে পারে কিন্তু ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করে ম্যানুয়ালি এগুলো টাইপ করার তুলনায় এভাবে মাত্র কয়েক মিনিট সময় লাগে।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি ব্যবসায়িক ভিডিও মেকার ছাড়াও আরও অনেক কিছু
আপনি প্রেজেন্টেশন, মার্কেটিং, বিজ্ঞাপন বা প্রোডাক্ট রিলিজ, যে উদ্দেশ্যেই ভিডিও তৈরি করুন না কেন, এগুলো এডিট করার জন্য VEED সবচেয়ে উপযুক্ত সফটওয়্যার। মাত্র কয়েকটি ক্লিকেই শক্তিশালী ও প্রফেশনাল দেখতে কর্পোরেট ভিডিও তৈরি করে ফেলুন। সেই সাথে, আপনি আপনার প্রয়োজনমত যে কোন ফরম্যাটে আপনার ভিডিওগুলোকে কনভার্ট করতে পারেন। এটিকে MP4, AVI, MOV ও অন্যান্য জনপ্রিয় ভিডিও ফাইল টাইপ হিসেবে ডাউনলোড করুন। আপনি আপনার ভিডিওগুলোকে কম্প্রেসও করতে পারেন, যাতে এগুলো শেয়ার করা সহজ হয়ে যায়!
