লিরিক ভিডিও মেকার
এখনই অনলাইনে লিরিক সহ আপনার নিজের মিউজিক ভিডিও তৈরি করুন, কোন একাউন্ট এর প্রয়োজন নেই।








অনলাইনে লিরিক ভিডিও তৈরি করুন
কোন কষ্ট বা চিন্তা ছাড়াই লিরিক ভিডিও তৈরি করতে চান? আর কোথাও দেখতে হবে না। আমাদের বহুমুখী ভিডিও মেকার আপনার ভিডিও এডিটিং এর পারফেক্ট সঙ্গী। আপনি লিরিক ভিডিও সহ যে ধরণের ভিডিওই তৈরি করতে চান না কেন, VEED আছে আপনার পাশেই! আপনি সাউন্ড ওয়েভ, আর্টওয়ার্ক ও ইমেজ যুক্ত করতে পারেন, এমনকি বিরক্তিকর ব্যাকগ্রাউন্ড মিউজিকও মুছে ফেলতে পারেন। সবচেয়ে ভাল ব্যাপার হচ্ছে, আপনি এমনকি সরাসরি ইউটিউব থেকেও ভিডিও আমদানি করতে পারেন, শুধু URL টি কপি করে পেস্ট করে দিন। অন্যভাবে বললে, আমাদের টুলের বিশাল সমাহার আপনার লিরিক ভিডিওগুলোকে ক্লিন, প্রফেশনাল ও দুর্দান্ত দেখাতে কাজে লাগবে। তাই এখনই আপনার দর্শকদের কাছ থেকে হাততালি পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান!
কোন কিছু ডাউনলোড করার দরকার নেই - VEED একটি সম্পূর্ণ অনলাইন ভিডিও এডিটর এবং সরাসরি আপনার ব্রাউজারেই কাজ করে। সাফারি, মাইক্রোসফট এজ, ক্রোম, মজিলা ফায়ারফক্স ইত্যাদি যে কোন ব্রাউজারে VEED ওপেন করুন। আপনার ডিভাইস ঝামেলাপূর্ণ অ্যাপ দিয়ে পূর্ণ করা বা জটিল সফটওয়্যার বুঝতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করার দরকার নেই। যে কোন ফরম্যাটে আপনার ফাইলগুলো আপলোড করুন এবং সরাসরি আপনার ব্রাউজার থেকেই তৈরি হওয়া ভিডিও ডাউনলোড করুন। আপনার হাই-কোয়ালিটির মিউজিক ভিডিও তৈরি করার যাত্রাটিকে সহজ করে দেওয়ার জন্যই আছে VEED।
কীভাবে অনলাইনে লিরিক ভিডিও তৈরি করবেন

আপলোড করুন
VEED এ আপনার ভিডিও ও মিউজিক আপলোড করুন। শুধু টেনে এনে ছেড়ে দিন, সব ফাইল টাইপই গ্রহণযোগ্য।

মিউজিক যুক্ত করুন
সবকিছু আপলোড হয়ে গিয়েছে? চমৎকার, তাহলে এখনই কমলা রঙের ভিডিও ট্র্যাকটির উপর আপনার মিউজিক ট্র্যাকগুলোকে টেনে এনে ছেড়ে দিন। অডিও ট্র্যাক এ ক্লিক করে এর পজিশন পরিবর্তন করুন, বা অডিওটি কাট, ট্রিম ও স্প্লিট করুন। এরপর টেক্সট ,ছবি ও স্পেশাল ইফেক্ট যুক্ত করে আপনার ভিডিওতে একটি ফিনিশিং টাচ দিন। যতক্ষণ না আপনার ভিডিও মনের মত দেখায়, ততক্ষণ আমাদের বিভিন্ন টুল ও ফিচার ব্যবহার করে দেখুন।

ডাউনলোড করুন, শেয়ার করুন এবং প্রমোট করুন
আপনার মিউজিক ভিডিও নিয়ে খুশি? পারফেক্ট, এখন আপনি ডাউনলোড ও শেয়ার করার জন্য প্রস্তুত! এডিটরের উপরে ডান কোণায় থাকা 'রপ্তানি করুন' এ ক্লিক করুন এবং আপনার ভিডিওটি কয়েক সেকেন্ডেই রেন্ডার হয়ে যাবে। শেয়ার করা শুরু করে দিন!
'কীভাবে লিরিক ভিডিও তৈরি করবেন' তার টিউটোরিয়াল
অটোমেটিক সাবটাইটেল জেনারেটর
মনে আছে, যখন আমরা বলেছিলাম VEED আপনাকে একেবারে কম কষ্টেই লিরিক ভিডিও তৈরি করতে সাহায্য করবে? এখনই সময় আমাদের কথা রাখার! দেখুন, VEED এর অনলাইন ভিডিও এডিটরে একটি অটোমেটিক ক্যাপশন জেনারেটর আছে, যাতে একটি শক্তিশালী "অডিও ট্রান্সক্রাইবার" রয়েছে। ডলবি দ্বারা চালিত আমাদের অডিও ট্রান্সক্রাইবারটি আপনার গানকে লিরিক্স এ ট্রান্সক্রাইব করে দিবে, মাত্র কয়েক মিনিটে এবং স্বয়ংক্রিয়ভাবে! এছাড়াও, আমাদের ট্রান্সক্রিপশনের নির্ভুলতার পরিমাণ ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি। আপনাকে এখানে সেখানে টুকটাক কারেকশন করার চেয়ে বেশি কিছু করতে হবে না। সবচেয়ে ভাল বিষয়টি হচ্ছে, এতে করে আপনি আপনার লিরিক্স ম্যানুয়ালি লেখা থেকে বেঁচে যাবেন। আর হ্যাঁ, ট্রান্সক্রাইবারটি আপনার লিরিক্স অন্যান্য ভাষাতেও অনুবাদ করতে পারে। শুরু থেকে শেষ পর্যন্ত একেবারেই সহজ!

প্রমোট করুন
লিরিক ভিডিও তৈরি করে আপনি আপনার মিউজিক অনেক বেশি দর্শকের কাছে পৌঁছে দিতে পারেন। ভিডিও হচ্ছে দেখার বিষয় এবং শেয়ার করাও অনেক সহজ, তাই লিরিক ভিডিও অনলাইনে আপনার মিউজিক প্রমোট করার একটি দুর্দান্ত উপায়। সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের আগে থেকে সেট করে রাখা ক্যানভাস সাইজগুলো ব্যবহার করে ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ও অন্যান্য জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর সঠিক সাইজে আপনার লিরিক ভিডিওটি রপ্তানি করুন। VEED স্পেশাল ইফেক্ট, ট্রানজিশন, টেমপ্লেট, টেক্সট, স্টিকার, ইমোজি, এমনকি অটোমেটিক ক্যাপশন জেনারেটর এর মত চমৎকার সব ফীচার দিয়ে পরিপূর্ণ। VEED আপনাকে মাত্র কয়েকটি ক্লিকেই হাই-কোয়ালিটির ভিডিও তৈরি করার মাধ্যমে আপনার এংগেজমেন্ট ও লাইক বাড়াতে সাহায্য করে। নির্মাতারাই নির্মাতাদের জন্য ডিজাইন করেছেন, আপনি এর থেকে ভাল টুল আর পাবেন না!

সহজেই ব্যবহারযোগ্য
VEED কে আপনার প্রয়োজনের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। আমাদের টুল থাকলে ঝামেলাপূর্ণ সফটওয়্যার ডাউনলোড করার দরকার নেই এবং অতিরিক্ত টুল কীভাবে ব্যবহার করতে হবে, তা শিখতে গিয়ে সময় ও শক্তি খরচ করতে হবে না। আমাদের আধুনিক ও সহজ ইউজার ইন্টারফেসটি সহজেই বোধগম্য এবং এটি সহজেই নেভিগেট করা যায়। এতে আমাদের মোবাইল সাইটও আছে, যা আপনাকে দ্রুত চমৎকার সব মিউজিক ভিডিও তৈরিতে সাহায্য করে! আপনি ভিডিও তৈরির কাজে নতুন হন বা একজন প্রফেশনাল হন, VEED আপনার জন্য পারফেক্ট টুল। স্টিকার, ফিল্টার, স্পেশাল ইফেক্ট, সাবটাইটেল এর মত আমাদের সবগুলো ফিচারই মাউসের কয়েকটি ক্লিকেই ব্যবহার করা যায়। কোন ডাউনলোড বা সাইন-আপের প্রয়োজন নেই, সরাসরি শুরু করে দিন।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু লিরিক ভিডিও তৈরি করা ছাড়াও আরও অনেক কিছু করুন
VEED দিয়ে আপনি যা যা করতে পারেন, তার মধ্যে লিরিক ভিডিও, ক্যারিওকি ভিডিও ও মিউজিক ভিডিও তৈরি করা মাত্র কয়েকটি কাজ। আমাদের সহজ, কিন্তু শক্তিশালী ভিডিও মেকার বিভিন্ন রকম টুলের এমন একটি ক্রিয়েটিভ স্যুট, যা আপনাকে চমৎকার কন্টেন্ট তৈরি করার ক্ষমতা দেয় এবং আপনাকে অনলাইনে দর্শকসংখ্যা বাড়াতে ও তাদেরকে এংগেজ করতে সাহায্য করে। মিউজিক ভিডিও থেকে শুরু করে চমৎকার প্রোমো ভিডিও তৈরি করা পর্যন্ত - VEED এর অনলাইন ভিডিও এডিটর আপনাকে এই সবকিছুতেই সাহায্য করে। একটি টিকটক ভিডিও টিজার এডিট করুন, আপনার মুভির আইজিটিভি ট্রেইলারে সাবটাইটেল যুক্ত করুন এবং আরও কত কী! আজই বিনামূল্যে ভিডিও তৈরি করা শুরু করুন। কোন ক্রেডিট কার্ডেরও প্রয়োজন নেই।
