ভিডিও লুপ করুন
আপনার ভিডিওগুলোকে বারবার লুপ করুন। অনলাইন, ব্যবহার করা সহজ, কোন একাউন্ট দরকার নেই








অনলাইনে ভিডিও রিপিট করুন, বিনামূল্যে
আপনি কি আপনার ভিডিওগুলোকে বারবার লুপ করতে চান? আপনি VEED এর অনলাইন ভিডিও লুপার ব্যবহার করতে পারেন। আপনার ভিডিও এডিটিং এর কোন অভিজ্ঞতার দরকার নেই। শুধু একটি ভিডিও আপলোড করুন বা একটি ইউটিউব ভিডিওর URL পেস্ট করুন, প্রক্রিয়াটি রিপিট করুন এবং আপনার ভিডিও শুরু থেকে লুপ হবে। অথবা, আপনি একটি ছোট ক্লিপ সিলেক্ট করে বাকিটুকু কেটে ফেলুন এবং আপনি যতক্ষণ চান, ততক্ষণ পর্যন্ত সেই ক্লিপটিকে রিপিট করান। আপনি আপনার ভিডিওটি একটি বারবার শেষ না হওয়া লুপিং GIF এ কনভার্টও করতে পারেন। আপনার ভিডিওটিকে একটি অ্যানিমেটেড GIF ফরম্যাটে রপ্তানি করুন। আমাদের ভিডিও লুপিং টুল ব্যবহার করা একেবারেই সহজ। আপনার ভিডিও যতবার ইচ্ছা, ততবার লুপ করুন - মাত্র কয়েকটি ক্লিকেই। আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন অথবা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন।
কিভাবে একটি ভিডিও লুপ করবেনঃ

আপনার ভিডিও সিলেক্ট করুন
'ভিডিও সিলেক্ট করুন' এ ক্লিক করে আপনার ফাইল সিলেক্ট করুন। আপনি ইউটিউব থেকে একটি ভিডিও আপলোড করার জন্য একটি ইউটিউব লিংকও পেস্ট করতে পারেন। অথবা, আপনি আপনার ফাইলটিকে এডিটরে টেনে এনে ছেড়ে দিলেও পারেন।

একই ভিডিও যুক্ত করুন
নিচে ডানদিকে থাকা প্লাস (+) আইকনে ক্লিক করে আপনার ফোল্ডার থেকে একই ভিডিও সিলেক্ট করুন। আপনি যতবার ইচ্ছা, ততবার এটি করতে পারেন। অথবা আপনি 'GIF হিসেবে রপ্তানি করুন' সিলেক্ট করে একটি সীমাহীন লুপিং GIF ইমেজও তৈরি করতে পারেন।

রপ্তানি করুন
'রপ্তানি করুন' এ ক্লিক করুন। এই ক্লিপগুলো MP4 ফরম্যাটে বা আপনি যদি GIF হিসেবে রপ্তানি করে থাকেন, তাহলে GIF ফরম্যাটে একটি লুপিং ভিডিও হিসেবে সংরক্ষিত হবে।
'ভিডিও লুপ করা'র টিউটোরিয়াল
দ্রুত ও সহজ ভিডিও লুপিং টুল
VEED এর মাধ্যমে আপনার ভিডিওগুলোকে লুপ করার জন্য আপনার ভিডিও এডিটিং এর কোন অভিজ্ঞতার দরকার নেই। এতে মাত্র কয়েকটি ক্লিক লাগে। শুধু আপনার ভিডিও আপলোড করুন, নিচে ডানদিকে থাকা প্লাস (+) বাটনে ক্লিক করুন এবং একই ভিডিও সিলেক্ট করুন। আপনি যতবার ইচ্ছা, ততবার এটি করতে পারেন। আপনি যদি ভিডিওর একটি অংশ রিপিট করতে চান, তাহলে সেই ক্লিপটি সিলেক্ট করুন, বাকিটুকু কেটে ফেলুন এবং এরপর প্রক্রিয়াটি রিপিট করে এটিকে লুপ করুন। ভিডিওর অংশবিশেষ কেটে ফেলতে হলে, শুধু টাইমলাইনে স্লাইডার বা প্লে-হেডটিকে সরান এবং যে জায়গায় কাটতে চান, সেখানে রেখে আপনার কীবোর্ড এ 'S' চাপুন।

সাউন্ড, ইমেজ ও আরও অনেক কিছু যুক্ত করুন
আপনার ভিডিও লুপ করা ছাড়াও, আপনি অডিও, ইমেজ ও আরও অনেক এলিমেন্ট যুক্ত করেও আপনার ভিডিওটিকে দেখতে মজাদার ও আকর্ষণীয় করে তুলতে পারেন। আপনি আপনার ভিডিওতে ব্রাশ টুল ব্যবহার করে আঁকতে পারেন, আকৃতি ও ইমোজি যুক্ত করতে পারেন। ভিডিও এনহেন্স করতে ক্যামেরা ফিল্টার ও ইফেক্ট ব্যবহার করতে পারেন। VEED এর আরেকটি দুর্দান্ত ফিচার হচ্ছে আপনি টেক্সট ও সাবটাইটেল যুক্ত করতে পারেন। আপনার ভিডিও সবার কাছে আরও সহজে ব্যবহারযোগ্য করে তুলুন। টাইটেল, হেডিং ও ক্যাপশন সহ অনেক কিছু যুক্ত করুন!

ব্রাউজার-ভিত্তিক ভিডিও এডিটিং অ্যাপ
আপনি কেন এমন একটি অ্যাপ ডাউনলোড করতে চান, যা আপনার কম্পিউটার বা মোবাইলের স্টোরেজ স্পেস দখল করে, যখন আপনি এই সব কিছুই অনলাইনে করতে পারেন, বিনামূল্যে?! VEED ব্যবহার করে আপনি যে কোন জায়গা থেকে যে কোন ডিভাইসে আপনার প্রজেক্ট ব্যবহার করতে পারেন। আপনাকে শুধু আপনার ব্রাউজার ওপেন করে এডিট করতে হবে। একটি একাউন্ট তৈরি করা ঐচ্ছিক, কিন্তু তাতে করে আপনি ক্লাউডে আপনার এডিট করা ভিডিওগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। VEED ম্যাক, উইন্ডোজ ও লিনাক্স সহ আইফোন, এন্ড্রয়েড ও সব মোবাইল ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি ক্রোম, ফায়ারফক্স ও সাফারি সহ সব জনপ্রিয় ব্রাউজারে নির্বিঘ্নে কাজ করে।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
একটি ভিডিও লুপার ছাড়াও আরও অনেক কিছু
অন্যান্য ফ্রী ভিডিও এডিটিং অ্যাপ এর বিপরীতে VEED আপনাকে প্রচুর পরিমাণ টুল ব্যবহারের সুযোগ দেয়, যাতে আপনি প্রফেশনালদের মত আপনার ভিডিও এডিট করতে পারেন। এই টুলগুলো বেশিরভাগই ফ্রী ভিডিও এডিটরে অ্যাড-অন হিসেবে থাকে। কিন্তু VEED এ এটি একেবারেই ফ্রী। সবচেয়ে ভাল বিষয় হচ্ছে আপনি এর পুরোটাই সরাসরি আপনার ব্রাউজার থেকে ব্যবহার করতে পারেন। এমন কোন অ্যাপ ইন্সটল করতে হবে না, যা আপনার ডিভাইসে প্রচুর পরিমাণ জায়গা দখল করে। সবগুলো টুল ব্যবহার করা একেবারেই সহজ; বেশিরভাগ ফিচারই ড্র্যাগ এন্ড ড্রপ অ্যাকশন। একটি ফ্রী একাউন্ট তৈরি করুন এবং আজই প্রফেশনাল দেখতে ভিডিও তৈরি করা শুরু করে দিন!
