মিউজিক ভিজুয়ালাইজার
আপনার ভিডিওগুলোতে দুর্দান্ত মিউজিক ভিজুয়ালাইজেশন যুক্ত করুন। অডিওগ্রাম ও ওয়েভফর্ম তৈরি করুন। অনলাইন, বিনামূল্যে







অনলাইনে মিউজিক ভিজুয়ালাইজার ও অডিও স্পেকট্রাম তৈরি করুন
VEED এর সাউন্ডওয়েভ জেনারেটর ব্যবহার করে আপনার ভিডিওগুলোতে কাস্টমাইজ করার মত সাউন্ড-রেস্পন্সিভ ভিজুয়াল যুক্ত করুন। VEED ভিডিওটির আসল অডিও বা আপনার আপলোড করা অডিও সনাক্ত করবে এবং সাউন্ড ফ্রিকুয়েন্সির উপর ভিত্তি করে সাউন্ড ওয়েভ অ্যানিমেট করবে। বিভিন্ন অ্যানিমেটেড অডিওগ্রাম টেমপ্লেট থেকে একটি পছন্দ করুন। পছন্দ করার জন্য প্রচুর দুর্দান্ত, কালারফুল ও মজার মজার অ্যানিমেশন আছে! আপনি যদি আসল অডিও ব্যবহার না করতে চান, তাহলে আপনি একটি অডিও ফাইল আপলোড করতে পারেন। VEED MP3, WAV ইত্যাদির মত সব জনপ্রিয় অডিও ফরম্যাট সমর্থন করে। শুধু স্ক্রিনের নিচে ডানদিকে থাকা প্লাস (+) আইকনে ক্লিক করুন বা বামদিকের মেনু থেকে 'আপলোড করুন' এ ক্লিক করুন এবং আপনার অডিও ফাইল সিলেক্ট করুন। এলিমেন্ট সেকশনে চলে যান এবং সেখান থেকে 'সাউন্ড ওয়েভ যুক্ত করুন' এর অধীনে থাকা ওয়েভফর্মগুলো থেকে একটি সিলেক্ট করতে পারেন। এটি একেবারেই দ্রুত ও সহজ!
কিভাবে একটি মিউজিক ভিজুয়ালাইজার যুক্ত করবেনঃ

একটি ভিডিও আপলোড করুন
লাইব্রেরি থেকে একটি ভিডিও সিলেক্ট করে VEED এ আপলোড করুন। শুরুতে শুধু 'ভিডিও সিলেক্ট করুন' এ ক্লিক করুন।

একটি সাউন্ড ওয়েভ যুক্ত করুন
বামদিকের মেনু থেকে 'এলিমেন্ট' এ ক্লিক করুন। 'সাউন্ড ওয়েভ যুক্ত করুন' এর অধীনে থাকা মিউজিক ভিজুয়ালাইজার টেমপ্লেটগুলো থেকে একটি সিলেক্ট করুন। আপনি চাইলে অ্যানিমেশন কাস্টমাইজ করতে পারেন।

আপনার ভিডিও রপ্তানি করুন
আপনি আপনার কাজে সন্তুষ্ট হলে 'রপ্তানি করুন' এ ক্লিক করুন। আপনার ভিডিওটি আপনার ডিভাইসে সংরক্ষিত হয়ে যাবে।
'অনলাইন মিউজিক ভিজুয়ালাইজার' টিউটোরিয়াল
আপনার ভিডিওগুলোর জন্য অডিও ভিজুয়ালাইজার তৈরি করুন।
VEED এর অনলাইন মিউজিক ভিজুয়ালাইজেশন টুল আপনাকে আপনার ভিডিওগুলোত অডিও ভিজুয়ালাইজার এবং ফ্রিকুয়েন্সি স্পেকট্রাম যুক্ত করার সুযোগ দেয়। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য দুর্দান্ত সব ভিডিও তৈরি করতে প্রয়োজনীয় সবকিছুই আছে এই টুলে। আপনার অডিও প্লে করার সময় রিয়েল-টাইমে সাউন্ডওয়েভটিকে অ্যানিমেট হতে দেখুন। এটি ব্যবহার করা একেবারেই সহজ! আপনার অ্যানিমেশন বা ভিডিও এডিটিং এর কোন অভিজ্ঞতার দরকার নেই। শুধু টেমপ্লেটগুলো থেকে একটি ভিজুয়াল ইফেক্ট সিলেক্ট করে ভিডিও ফ্রেম এর যে কোন জায়গায় রাখুন। VEED অডিওর ফ্রিকুয়েন্সির উপর ভিত্তি করে ভিজুয়ালাইজার অ্যানিমেট করবে।

আপনার সাউন্ড ওয়েভ কাস্টমাইজ করুন
আপনি মাত্র কয়েকটি ক্লিকেই আপনার সাউন্ড ওয়েভে অনেক রকমের চমৎকার কাস্টমাইজেশন করতে পারেন। প্রথমে, অপশন থেকে আপনার পছন্দমত মিউজিক ভিজুয়ালাইজার সিলেক্ট করুন। VEED এ অনেক রকমের অডিও স্পেকট্রাম আছে। আপনি একটি সার্কেল ভিজুয়ালাইজার, লাইনসহ, ওয়েভসহ, বীমসহ ভিজুয়ালাইজার বা অন্য কোন একটি সিলেক্ট করতে পারেন। এটিকে আরও মজাদার করতে, VEED আপনার পছন্দকৃত ভিজুয়ালাইজার এর লুকও এডিট করতে দেয়। এর কালার, ওপাসিটি ও সময়কাল পরিবর্তন করুন। আপনি সাউন্ডওয়েভটিকে ভিডিও ফ্রেম এর যে কোন অংশে রাখতে পারেন। এটিকে কোণায়, মাঝে রাখুন; আনুভূমিকভাবে বা উল্লম্বভাবে রাখুন। সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে! ভিজুয়ালাইজারটিকে সরাতে শুধু এটিকে সিলেক্ট করে ফ্রেম এর যে কোন জায়গায় টেনে নিয়ে ছেড়ে দিন। এটি এতটাই সহজ!

ফ্রী অনলাইন ভিডিও এডিটর
আপনার ভিডিওগুলোতে শুধু অডিওগ্রাম, ওয়েভফর্ম ও সাউন্ড ওয়েভ যুক্ত করা ছাড়াও VEED এর ফ্রী ভিডিও এডিটিং টুল ব্যবহার করে আপনি অনেক কিছু করতে পারেন। আপনি আপনার ভিডিওতে ইমেজ যুক্ত করে ফ্রেম এ আপনার পছন্দমত যে কোন জায়গায় রাখতে পারেন। এগুলোকে রোটেট, ক্রপ, রিসাইজ ও আরও অনেক কিছু করুন; ঠিক যেমনটা আপনি ভিডিওর ক্ষেত্রে করতেন। আপনি ইন্সটাগ্রামের উদ্দেশ্যে একটি বর্গাকৃতির ফ্রেমে ফিট করার জন্য আপনার ভিডিও ক্রপ করতে পারেন। অথবা ফেসবুক স্টোরিজ, ইন্সটাগ্রাম স্টোরিজ, টিকটক, টুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে ফিট করার জন্য এটির সাইজ পরিবর্তন করতে পারেন। আপনি আরও মনোমুগ্ধকর করে তোলার জন্য আপনার ভিডিওগুলোতে টেক্সট ও ক্যাপশন যুক্ত করতে পারেন। সেই সাথে, ইমোজি, ড্রয়িং, আকৃতি ও আরও অনেক ধরণের এলিমেন্ট রয়েছে!

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি মিউজিক ভিজুয়ালাইজার টুল ছাড়াও আরও অনেক কিছু
VEED একটি শক্তিশালী অনলাইন ভিডিও এডিটিং সফটওয়্যার, যা অসম্ভব রকমের ইউজার-বান্ধব করে তৈরি করা হয়েছে। VEED এর মাধ্যমে আপনি একজন প্রফেশনালের মত আপনার ভিডিওগুলো এডিট করতে পারেন, এমনকি ভিডিও এডিটিং এর কোন অভিজ্ঞতা ছাড়াই। সহজেই মিউজিক ভিজুয়ালাইজার যুক্ত করে অসাধারণ, মনোমুগ্ধকর ভিডিও তৈরি করুন। আপনার ভিডিওগুলো আরও আকর্ষণীয় করে তুলতে এগুলোতে ফটো, টেক্সট ও ক্যাপশন যুক্ত করুন। এ সব কিছুই করুন, সরাসরি আপনার ব্রাউজার থেকে।
