ভিডিও স্প্লিটার
আপনার ভিডিও কয়েকটি ক্লিপে স্প্লিট করুন এবং আপনার অপ্রয়োজনীয় অংশগুলো কেটে ফেলুন। একটি ভিডিও ফাইল হিসেবে আপনার ক্লিপটি সংরক্ষণ করুন।








অনলাইনে ভিডিওটিকে কয়েকটি অংশে স্প্লিট করুন, বিনামূল্যে
VEED একটি অনলাইন ভিডিও এডিটিং সফটওয়্যার, যা আপনাকে আপনার ভিডিওগুলো কয়েকটি অংশে স্প্লিট করতে সাহায্য করে। যদি আপনার ভিডিওর একটি অংশ আপনি কেটে ফেলে দিতে চান, কিন্তু বাকিটুকু রাখতে চান, তাহলে শুধু সেই অংশটি ডিলিট করতে আমাদের স্প্লিটার টুল ব্যবহার করুন। অথবা আপনি একটি ভিডিওকে দুইটি ক্লিপে আলাদা করে আলাদা ফাইল হিসেবে সংরক্ষণ করতে পারেন। আমাদের স্প্লিটার টুল অনেক ভাল কাজ করে। আপনি যতগুলো ইচ্ছা, ততগুলো অংশেই আপনার ভিডিও স্প্লিট করতে পারেন। এটি ব্যবহার করা একেবারেই সহজ। শুধু আপনার ভিডিও আপলোড করুন, টাইমলাইনের ঠিক উপরে থাকা 'স্প্লিট করুন' বাটনে ক্লিক করুন এবং আপনার অপ্রয়োজনীয় অংশগুলো ডিলিট করুন। আপনি এরপর একটি ফাইল হিসেবে আপনার ভিডিও রপ্তানি করতে পারেন। আমাদের অনলাইন ভিডিও কাটার সব জনপ্রিয় ভিডিও ফরম্যাট সমর্থন করেঃ MP4, MOV, MPEG, MKV, AVI ও অন্যান্য ফরম্যাট। আপনার ফাইনাল ভিডিওটি একটি MP4 ফাইল হিসেবে রপ্তানি হয়ে যাবে।
কিভাবে একটি ভিডিও স্প্লিট করবেনঃ

আপনার ভিডিও যুক্ত করুন
আপনার ভিডিও সিলেক্ট করে VEED এ আপলোড করুন। 'ভিডিও সিলেক্ট করুন' এ ক্লিক করার পর আপনি আপনার ভিডিও ফাইলটিকে আপনার ফোল্ডার থেকে এডিটরে টেনে নিয়ে ছেড়ে দিন।

আপনার ভিডিও স্প্লিট করুন
আপনি যেখানে আপনার ভিডিওটিকে স্প্লিট করতে চান, সেখানে ক্লিক করুন, বা টাইমলাইনে স্লাইডারটিকে সরিয়ে আনুন। আপনার কীবোর্ডে 'S' চাপুন বা 'স্প্লিট করুন' বাটনে ক্লিক করুন। আপনার অপ্রয়োজনীয় ক্লিপগুলো ডিলিট করুন।

রপ্তানি করুন
'রপ্তানি করুন' এ ক্লিক করুন। আপনার নতুন ভিডিওটি একটি MP4 ফাইল হিসেবে রপ্তানি হয়ে যাবে।
'ভিডিও স্প্লিটার' টিউটোরিয়াল
আপনার ভিডিও ক্লিপগুলোকে স্প্লিট করুন, কাটুন, ট্রিম করুন এবং পুনরায় সাজান
VEED এর অনলাইন ভিডিও এডিটর আপনাকে আপনার ভিডিওটি কয়েকটি ক্লিপে স্প্লিট ও কাট করতে সাহায্য করে। আপনার ভিডিওটিকে যতগুলো ইচ্ছা ততগুলো ক্লিপে স্প্লিট করুন। এরপর আপনি চাইলে প্রত্যেকটি ভিডিও ক্লিপকে ট্রিম করতে পারেন। ট্রিম করার জন্য শুধু একটি ক্লিপের প্রান্ত ধরে টানুন, তাহলেই এটি ছোট হয়ে যাবে। টাইমলাইনে আপনার ইচ্ছা অনুযায়ী ক্লিপগুলোকে পুনরায় সাজান; এগুলোকে সামনে পিছনে সরিয়ে নিন, অথবা এগুলোকে যে কোন লোকেশনে এনে রাখুন। আপনি যখন আপনার এডিটগুলো নিয়ে সন্তুষ্ট হবেন, তখন আপনি একটি ভিডিও ফাইল হিসেবেই ক্লিপগুলোকে রপ্তানি করতে পারবেন। এটি ব্যবহার করা একেবারেই সহজ। এই সবই করুন মাত্র কয়েকটি ক্লিকে।

ইউজার-বান্ধব ভিডিও এডিটর
আপনার ভিডিওগুলো স্প্লিট ও ট্রিম করা ছাড়াও, আপনি VEED এ ভিডিও এডিটিং টুলের বিশাল এক সমারোহ ব্যবহার করতে পারেন। ক্যামেরা ফিল্টার ও ইফেক্ট যুক্ত করে দুর্দান্ত সব ভিডিও তৈরি করুন এবং এগুলোকে প্রফেশনাল দেখান। কালার গ্রেডিং, সেপিয়া, ফিশআই, নাইট ভিশন ও অন্যান্য দুর্দান্ত সব ইফেক্ট যুক্ত করুন। আপনি ইমেজ, টেক্সট, সাবটাইটেল ইত্যাদিও যুক্ত করতে পারেন। বিভিন্ন কোণে আপনার ভিডিওটিকে রোটেট করুন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের জন্য এগুলোকে ক্রপ ও রিসাইজ করুন। আপনি আমাদের ভিডিও জয়েনার টুল ব্যবহার করে ভিডিওগুলো কম্বাইনও করতে পারেন। এই সব কিছুই আপনি বিনামূল্যে করতে পারেন, সরাসরি আপনার ব্রাউজার থেকেই। ফাইনাল কাট প্রো এর মত ব্যয়বহুল অ্যাপ বা উইন্ডোজ মুভি মেকারের মত জটিল সফটওয়্যার কিনতে গিয়ে টাকা খরচ করতে হবে না।

সব জনপ্রিয় ভিডিও ফাইল ফরম্যাটের সাথে কাজ করে
VEED আপনাকে সব জনপ্রিয় ফরম্যাটের ভিডিও স্প্লিট, ট্রিম ও এডিট করতে সাহায্য করে। এর মাঝে রয়েছে MOV, MP4, WMV, MKV, AVI, MPEG ও অন্যান্য ফরম্যাট। ভিন্ন ভিন্ন ফাইল টাইপের ভিডিও কম্বাইন করুন এবং একটি MP4 ফাইল হিসেবে এগুলোকে রপ্তানি করুন। VEED একটি ফ্রী ভিডিও এডিটরও বটে। এডিট করা শেষ হলে আপনার ভিডিও ফাইলটি স্বয়ংক্রিয়ভাবে MP4 এ কনভার্ট হয়ে যাবে। এটিকে ভিএলসির মত অন্য সব মিডিয়া প্লেয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলুন। MP4 সব ভিডিও ফাইলের মাঝে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ। এটি ভিন্ন ভিন্ন ভিডিও-শেয়ারিং ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের জন্য সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি ভিডিও স্প্লিটার ছাড়াও আরও অনেক কিছু
VEED আপনার প্রয়োজনীয় সব ধরণের ভিডিও এডিটিং ফিচার দিয়ে একেবারেই পরিপূর্ণ। আপনি আপনার ভিডিওগুলোতে অডিও, টেক্সট, ইমোজি, টীকা এবং আরও অনেক কিছু যুক্ত করতে পারেন। সবার জন্য সহজে ব্যবহারযোগ্য করে তুলতে আপনার ভিডিওগুলোতে ক্যাপশন বা সাবটাইটেল যুক্ত করুন। আপনি আপনার ভিডিওগুলোকে প্রফেশনাল দেখানোর জন্য ফিল্টার ও ক্যামেরা ইফেক্ট যুক্ত করতে পারেন। এগুলোকে ইউটিউব ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শেয়ার করুন। এমন আরও অনেক কিছু মাত্র কয়েকটি ক্লিকেই করে ফেলুন, সরাসরি আপনার ব্রাউজার থেকে!
