







অনলাইন মুভি মেকার ও এডিটর
আপনি কি আপনার দর্শকদের জন্য মনোমুগ্ধকর মুভি তৈরি করতে চান? তাহলে VEED এর অনলাইন ও ফ্রী মুভি মেকারের বাইরে কোথাও খুঁজতে হবে না। VEED একটি সম্পূর্ণ ব্রাউজারভিত্তিক ভিডিও এডিটিং টুল, যা ব্যবহার করে মাউসের কয়েকটি ক্লিকেই হাই-কোয়ালিটির মুভি তৈরি করা যায়। VEED এ ফিল্টার, স্পেশাল ইফেক্ট, স্টিকার, এমনকি ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভারের মত সবচেয়ে ভাল মুভি মেকার টুল রয়েছে! এরই সাথে কোন অযাচিত দৃশ্য মুছে ফেলতে চাইলে আপনি ভিডিও এডিট, কাট, স্প্লিট ও মার্জ করতে পারেন। VEED এর অনলাইন ভিডিও এডিটর অসাধারণ সব মুভি তৈরির করার জন্য প্রয়োজনীয় সবগুলো টুলই আপনার নখদর্পণে এনে দেয়। আমাদের আধুনিক, সহজ ও বুদ্ধিমান ইন্টারফেসের কারণে এটি ব্যবহার করা একেবারেই সহজ। আইফোন বা এন্ড্রয়েড ফোন, ম্যাকবুক, উইন্ডোজ পিসি, লিনাক্স পিসি যাই বলুন না কেন, যে কোন ডিভাইসে VEED এর অনলাইন ভিডিও এডিটর ওপেন করুন।
কোন কিছু ডাউনলোড করার দরকার নেই - VEED একটি সম্পূর্ণ অনলাইন ভিডিও এডিটর এবং সরাসরি আপনার ব্রাউজারেই কাজ করে। সাফারি, মাইক্রোসফট এজ, ক্রোম, মজিলা ফায়ারফক্স ইত্যাদি যে কোন ব্রাউজারে VEED ওপেন করুন। বিরক্তিকর সফটওয়্যার ও ঝামেলাপূর্ণ ভিডিও এডিটিং অ্যাপগুলোকে গুডবায় বলে দিন। রেকর্ডিং ফুটেজ থেকে শুরু করে হাই-কোয়ালিটি মুভি তৈরির যাত্রাকে সহজ করে দেওয়ার জন্যই আছে VEED।
কীভাবে অনলাইনে একটি ভিডিও তৈরি করবেন

আপনার ভিডিও আপলোড করুন
VEED এ আপনার ভিডিও ফাইলগুলো আপলোড করুন। আপনি একটি সিঙ্গেল ফাইল বা অনেকগুলো ফাইল আপলোড করতে পারেন।

আপনার ভিডিও কাস্টমাইজ করুন
ভিডিও ফাইলগুলো আপলোড হয়ে গিয়েছে? চমৎকার, তাহলে এখন আপনার ভিডিও এডিট করার জন্য আমাদের টুলগুলো ব্যবহার করে দেখুন। নিচের ভিডিও ট্র্যাকটি ব্যবহার করে আপনার ফাইলগুলোকে কাট, স্প্লিট বা মার্জ করুন। আমাদের ফিল্টার, স্টিকার, অ্যাড-অন, সাবটাইটেল জেনারেটর ইত্যাদি ব্যবহার করে দেখুন।

ডাউনলোড করুন, শেয়ার করুন এবং প্রমোট করুন
আপনার ভিডিওটি কি দেখতে সুন্দর এবং মুভির যোগ্য? পারফেক্ট, তাহলে এখন আপনি ডাউনলোড ও শেয়ার করার জন্য প্রস্তুত! এডিটরের উপরে ডান কোণায় থাকা 'রপ্তানি করুন' এ ক্লিক করুন এবং আপনার ভিডিওটি কয়েক সেকেন্ডেই রেন্ডার হয়ে যাবে। শেয়ার করা শুরু করে দিন!
'কীভাবে অনলাইনে মুভি তৈরি করবেন' তার টিউটোরিয়াল
সহজেই ব্যবহারযোগ্য
VEED কে আপনার প্রয়োজনের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। আমাদের টুল থাকলে অ্যাডোবির মত ঝামেলাপূর্ণ সফটওয়্যার ডাউনলোড করার দরকার নেই এবং অতিরিক্ত টুল কীভাবে ব্যবহার করতে হবে তা শিখতে গিয়ে সময় ও শক্তিও খরচ করতে হবে না। আমাদের আধুনিক ও সহজ ইউজার ইন্টারফেসটি সহজেই বোধগম্য এবং এটি সহজেই নেভিগেট করা যায়। এতে আমাদের মোবাইল সাইটও আছে, যা আপনাকে দ্রুত চমৎকার সব ভিডিও তৈরিতে সাহায্য করে! আপনি ভিডিও এডিটিং এ নতুন হন বা প্রফেশনাল হন, VEED আপনার জন্য পারফেক্ট টুল। স্টিকার, ফিল্টার, স্পেশাল ইফেক্ট, সাবটাইটেল এর মত আমাদের সবগুলো ফিচার মাউসের কয়েকটি ক্লিকেই ব্যবহার করা যায়। VEED এর ভিডিও এডিটর অনেক রকম ফাইল টাইপের সাথে কাজ করে - MP4, MOV, AVI, WMV, FLV ইত্যাদি।

সাবটাইটেল যুক্ত করুন
আপনি কি কোন কষ্ট না করেই আপনার ভিডিওতে সাবটাইটেল যুক্ত করতে চান? তাহলে, VEED এর অটোমেটিক ক্যাপশন জেনারেটর আপনার জন্য পারফেক্ট টুল। ডলবি দ্বারা চালিত আমাদের সাবটাইটেল জেনারেটর স্বয়ংক্রিয়ভাবে আপনার ভিডিওর কথোপকথন ট্রান্সক্রাইব করে মাত্র কয়েক মিনিটেই সাবটাইটেল তৈরি করে দেয়! সাবটাইটেল তৈরি করার জন্য আপনার অডিও ম্যানুয়ালি ট্রান্সক্রাইব করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করতে হবে না। VEED এর সাবটাইটেল জেনারেটর আপনার জন্য এই কাজটি করে দিবে। এছাড়াও, সাবটাইটেল কানে না শুনতে পাওয়া বা কম শুনতে পাওয়া দর্শকদের কাছে আপনার ভিডিওগুলোকে ব্যবহারযোগ্য করে তোলে। অথবা, বেশিরভাগ ক্ষেত্রেই যেটি হয়, সাবটাইটেল মানুষকে সাউন্ড ছাড়া ভিডিও দেখার সুযোগ দেয়। দিন দিন সাউন্ড ছাড়া ভিডিও দেখা ট্রেইন বা অফিসে বসে ভিডিও দেখা মানুষের কাছে কমন ব্যাপার হয়ে যাচ্ছে। সেই সাথে, সাবটাইটেল ও ক্যাপশন আপনার ভিডিওগুলোকে প্রফেশনাল টাচ দেয়, তাই আপনার হারানোর কিছুই নেই!

বিয়ে, জন্মদিন ও হলিডে
আপনার স্পেশাল স্মৃতিগুলোকে আপনার নিজস্ব ছোট মুভিতে কম্পাইল করতে চান? তাহলে VEED ই আপনার জন্য পারফেক্ট ভিডিও এডিটিং টুল। শুধু যে কোন ফরম্যাটে আপনার ভিডিওগুলো আপলোড করুন, যে কোন ডিভাইস থেকে। VEED এর ভিডিও এডিটর ব্যবহার করে আপনি আপনার ভিডিওগুলোকে সুন্দর করে কাট, স্প্লিট ও মার্জ করতে পারেন এবং অপ্রয়োজনীয় ফুটেজগুলো মুছে ফেলতে পারেন। আমাদের মুভিকে জীবন্ত করে তুলতে আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করুন! আপনি সহজেই VEED এ একটি অডিও ফাইল আপলোড করতে পারেন এবং এটিকে আপনার ভিডিওতে টেনে এনে ছেড়ে দিতে পারেন। তারপর আমাদের স্টিকার, ইমোজি, ফিল্টার, ট্রানজিশন, স্পেশাল ইফেক্ট এর সমাহার ইত্যাদি ব্যবহার করতে ভুলবেন না! আরেকটি মাধুর্যের লেয়ার যুক্ত করতে চাইলে আপনি VEED এর ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভার ব্যবহার করে যে কোন অপ্রয়োজনীয় সাউন্ড মুছে ফেলতে পারেন! VEED এর অনলাইন ভিডিও এডিটর ব্যবহার করে আপনার স্পেশাল মুহূর্তগুলোকে আপনার পরিবার নিয়ে উপভোগ করার জন্য দুর্দান্ত সব মুভিতে কম্পাইল করুন।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি অনলাইন মুভি মেকার ছাড়াও আরও অনেক কিছু
আপনার মুভি থেকে শুরু করে প্রমোশনাল ভিডিও কন্টেন্ট তৈরি পর্যন্ত - আপনি এই সবকিছুই করতে পারেন VEED এর অনলাইন ভিডিও এডিটরে। আপনার মুভি প্রমোট করার জন্য পডকাস্ট তৈরি করুন, একটি টিকটক ভিডিও টিজার এডিট করুন, আপনার মুভির আইজিটিভি ট্রেইলারে সাবটাইটেল যুক্ত করুন এবং আরও কত কী! একটি বিয়ের কম্পাইলেশন, হলিডের স্মৃতিচারণ বা জন্মদিনের অনুষ্ঠান, যাই হোক না কেন, VEED যে কোন অনুষ্ঠানের জন্য হাই কোয়ালিটির মুভি বানানোর জন্য সবচেয়ে ভাল মুভি মেকার। আজই বিনামূল্যে ভিডিও তৈরি করা শুরু করুন। কোন ক্রেডিট কার্ডেরও প্রয়োজন নেই।
