







আপনার ভিডিওগুলোর জন্য ফ্রী মকআপ টেমপ্লেট
VEED এর মাধ্যমে অনলাইনে মাত্র কয়েকটি ক্লিকেই আপনার ভিডিওগুলোর জন্য চমৎকার সব মকআপ তৈরি করুন। আমাদের ফ্রী মকআপ জেনারেটর আপনার ভিডিওগুলোকে সহজেই বিভিন্ন ইমেজে যুক্ত করতে দেয়, যেগুলো আপনার ভিডিওর ফ্রেম হিসেবে কাজ করে - যেমন আইফোন, ম্যাক, বইয়ের কভার ইত্যাদি। VEED এর স্মার্ট মকআপ টুল আপনার জন্য নিমেষেই এই কাজটি করে দেয়। শুধু আমাদের ডিজাইন টেমপ্লেটগুলো থেকে একটি সিলেক্ট করুন এবং আপনার মকআপ কাস্টমাইজ করুন। এটি প্রোডাক্ট ভিডিও, প্রোমোশনাল ভিডিও, ইভেন্ট ইত্যাদির জন্য পারফেক্ট।
এটি সম্পূর্ণ অনলাইন; কোন সফটওয়্যার ডাউনলোড করতে হবে না। সেই সাথে, আপনি ভিডিও এডিটিং টুলের একটি সম্পূর্ণ স্যুট ব্যবহার করার সুযোগ পাবেন! আমাদের ভিডিও এডিটর আপনাকে সরাসরি আপনার ব্রাউজার থেকেই প্রফেশনাল দেখতে ভিডিও তৈরি করতে সাহায্য করে। এটি ব্যবহার করা একেবারেই সহজ - তা আপনি আপনার ব্যবসা বা ব্যক্তিগত কন্টেন্ট তৈরির কাজেই ব্যবহার করুন না কেন। কাজ শুরু করতে আমাদের অনেক রকমের টেমপ্লেট এর সমাহার থেকে একটি সিলেক্ট করুন।
কিভাবে একটি মকআপ তৈরি করবেনঃ

আপলোড বা রেকর্ড করুন
শুধু VEED এ আপনার ভিডিও আপলোড করুন বা আমাদের ফ্রী ওয়েবক্যাম রেকর্ডার ব্যবহার করে রেকর্ড করা শুরু করুন। আপনি আপনার ভিডিওগুলো এডিটরে টেনে এনে ছেড়ে দিলেও পারেন।

একটি মকআপ টেমপ্লেট সিলেক্ট করুন
একটি মকআপ টেমপ্লেট সিলেক্ট করুন এবং আপনার ভিডিওটিকে ফ্রেমটির ভিতরে সেট করুন। আরও অপশন দেখতে এলিমেন্ট এ গিয়ে স্ক্রল ডাউন করে মকআপ সেকশনে চলে যান। এরপর আপনি আমাদের টুলের পুরো স্যুট ব্যবহার করে আপনার ভিডিওটিকে আরও পারসোনালাইজ করতে পারবেন।

ডাউনলোড করুন
আপনি আপনার এডিট নিয়ে সন্তুষ্ট হলে 'রপ্তানি করুন' এ ক্লিক করুন। আপনার ভিডিও ডাউনলোড করে শেয়ার করুন!
'মকআপ জেনারেটর' এর টিউটোরিয়াল
আইফোন মকআপ, ওয়েবসাইট মকআপ ও আরও কত কিছু!
পছন্দ করার জন্য প্রচুর পরিমাণ মকআপ টেমপ্লেট রয়েছে! আপনি আপনার ভিডিওটিকে আইফোন, কম্পিউটার বা অন্য কিছুর ভিতরে সেট করতে চাইলে, এই কাজটি করতে মাত্র কয়েকটি ক্লিক লাগে। আপনি আপনার ভিডিওটিকে টেমপ্লেটের ভিতরে টেনে এনে ছেড়ে দিলেও পারেন, তাহলে এটি সেট হয়ে যাবে। সহজ না! আপনাকে নিজে থেকে গ্রাফিক ডিজাইন করা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। আপনার জন্য আমাদের কাছে এই সবকিছুই আছে - আপনাকে শুধু আপনার ভিডিও আপলোড করে সেটিকে মকআপ অবজেক্ট এর ভিতর ফিট করতে হবে। এটি এতটাই সহজ।

অনলাইন ভিডিও এডিটিং এখন আরও সহজ
আপনাকে আপনার ভিডিওগুলো আরও বেশি এডিট করার জন্য আর কোথাও খুঁজতে হবে না। আপনি VEED এই এগুলোকে প্রফেশনালভাবে এডিট করা লুক দিতে পারেন। কোন অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন নেই! এ সবই করুন সরাসরি আপনার ব্রাউজার থেকেই। আপনি আপনার ভিডিওর সেটিংস ঠিক করে এটিকে আরও পরিষ্কার দেখাতে পারেন - ব্রাইটনেস, স্যাচুরেশন, শার্পনেস ইত্যাদি অ্যাডজাস্ট করুন। যদি আপনার ভিডিও এডিটিং এর কোন অভিজ্ঞতা না থেকে থাকে, তাহলে আমাদের ভিডিও এডিটিং টুলগুলোর সম্পূর্ণ স্যুট ব্যবহার করে চমৎকার সব ভিডিও তৈরি করুন। ফিল্টার ও কালার গ্রেডিং ব্যবহার করুন, ব্যাকগ্রাউন্ড সরান এবং আরও অনেক কিছু!

স্টক অডিও ও ভিডিওর বিশাল সম্ভার
আপনার কাছে যদি নিজস্ব রেকর্ডিং না থাকে, তাহলে আপনি আমাদের রয়্যালটি-মুক্ত স্টক অডিও ও ভিডিও ক্লিপের সিলেকশন থেকে একটি সিলেক্ট করতে পারেন। বিড়ালের ভিডিও ও ইভেন্টের ভিডিও থেকে শুরু করে কর্পোরেট ভিডিও পর্যন্ত, সব কিছুই পাবেন আমাদের লাইব্রেরিতে। মিউজিক, ব্যাকগ্রাউন্ড ট্র্যাক ও সাউন্ড ইফেক্ট যুক্ত করুন। আমাদের প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা আমাদের স্টক মিডিয়ার পুরোটাই ব্যবহার করতে পারেন। আপনি আরও তথ্যের জন্য আমাদের মূল্যের পৃষ্ঠাটি দেখে নিতে পারেন।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি মকআপ জেনারেটর ছাড়াও আরও অনেক কিছু
VEED আপনাকে শুধু আপনার ভিডিওগুলোর জন্য মকআপ তৈরি করা ছাড়াও আরও অনেক কিছুতে সাহায্য করে। এটি একটি শক্তিশালী অল-ইন-ওয়ান ভিডিও এডিটিং সফটওয়্যার, যা আপনাকে আপনার স্ক্রিন ও ওয়েবক্যাম রেকর্ড করতে সাহায্য করে এবং কয়েকটি প্লাটফর্মে লাইভে যাওয়ার সুযোগ দেয়। VEED খুবই কম সংখ্যক অনলাইন ভিডিও এডিটরগুলোর একটি, যা অটো-সাবটাইটেলিং এর কাজও করে। আপনার ভিডিওগুলোকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিন। আজই VEED ব্যবহার করে দেখুন এবং প্রফেশনাল কোয়ালিটির ভিডিও কন্টেন্ট তৈরি করা শুরু করে দিন!
