







একটি ভিডিওর ওরিয়েন্টেশন পরিবর্তন করুন
আপনি যদি আপনার ভিডিওর ওরিয়েন্টেশন ঠিক করতে একটি দ্রুত, সহজ ও ফ্রী টুল খুঁজে থাকেন, তাহলে VEED ব্যবহার করুন। VEED ভিডিও এডিটিং সফটওয়্যার, যা অনলাইনেই আপনার ভিডিওগুলোকে ফ্লিপ করতে সাহায্য করে। শুধু আপনার ভিডিও আপলোড করুন, ভিডিওর ইমেজে ক্লিক করুন এবং রোটেট করতে টানুন। ফ্রী ভিডিও এডিটরটি আপনাকে মাত্র কয়েকটি ক্লিকেই ভিডিও রোটেট করতে, ইনভার্ট করতে এবং একটি আনুভূমিক ভিডিওকে উল্লম্ব ভিডিওতে পরিবর্তন করতে সাহায্য করে, শুধু কয়েকটি ক্লিকেই। কনভার্টারটি gif, mov এবং avi সহ বিভিন্ন ফাইল ফরম্যাটের সাথে কাজ করে এবং ভিডিওগুলোর অ্যাসপেক্ট রেশিও সংরক্ষণ করতে পারে। আপনি এরপর আপনার রোটেট করা মিডিয়া ফাইলগুলো সংরক্ষণ করতে পারেন এবং নিশ্চিত হতে পারেন যেন ইউটিউব, ফেসবুক ও ইন্সটাগ্রামে আপনার পোস্ট করা ক্লিপগুলো ঠিক আপনার মন মতোই হয়।
কিভাবে একটি ভিডিও ফ্লিপ করবেনঃ

একটি ভিডিও সিলেক্ট করুন
আপনি আপনার কম্পিউটার বা ফোন থেকে একটি ফাইল সিলেক্ট করতে পারেন বা আপনি যে ভিডিওটি রোটেট করতে চান, তার URL পেস্ট করুন। ভিডিওটি আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন (এতে এক মিনিট সময় লাগতে পারে, ফাইল সাইজের উপর নির্ভর করে)।

ভিডিওটি রোটেট করুন
ভিডিও আপলোড হওয়া শেষ হলে, আপনি ইমেজটিতে ক্লিক করলে উপরে একটি রোটেটিং বাটন চলে আসবে। এই বাটন ব্যবহার করে আপনার ভিডিওটি টেনে পছন্দমত ওরিয়েন্টেশনে নিয়ে যান। অথবা আপনি 'অ্যাডজাস্ট করুন' ট্যাব এ গিয়ে স্লাইডার ব্যবহার করতে পারেন বা রোটেশন এর জন্য একটি নির্দিষ্ট কোণ উল্লেখ করতে পারেন।

রোটেট করা ভিডিওটি সংরক্ষণ করুন
আপনি পরিবর্তনগুলো নিয়ে সন্তুষ্ট হলে, 'রপ্তানি করুন' এ ক্লিক করুন এবং এতে করে আপনার রোটেট করা ভিডিওটি আপনার কম্পিউটার বা ফোনে সংরক্ষিত হয়ে যাবে।
'একটি ভিডিও রোটেট করা'র টিউটোরিয়াল
পোরট্রেট থেকে ল্যান্ডস্কেপ মোডে ফ্লিপ করুন বা একটি বাঁকিয়ে থাকা ভিডিওকে সোজা করুন
আপনি একটি ভিডিওকে ৯০, -৯০ বা ১৮০ ডিগ্রিতে রোটেট করে সোজা করতে পারেন। আপনি আমাদের অনলাইন টুল ব্যবহার করে একটি বাঁকিয়ে ফিল্ম করা ভিডিওকে সোজা করতে পারেন - অথবা উল্টো, একটি সোজা ভিডিওকে বাঁকিয়ে দেখান। এটিকে কয়েক ডিগ্রি রোটেট করে ভিজুয়াল ইফেক্ট ও অ্যাকশন শট তৈরি করুন।

উল্টো ভিডিও (১৮০ ডিগ্রিতে ফ্লিপ করুন), উল্লম্ব থেকে আনুভূমিক, ওরিয়েন্টেশন লক করা ভিডিও এবং আরও অনেক কিছু
আপনি যদি আইওএস বা এন্ড্রয়েড এ লক করা ওরিয়েন্টেশনে আপনার ভিডিও শুট করে থাকেন, তাহলে VEED ব্যবহার করে এটিকে ফ্লিপ করুন। আইফোন রোটেটিং সহজ হয়ে গেল। উল্লম্ব ভিডিও দরকার? আপনার ভিডিওগুলোকে আইজিটিভির জন্য আনুভূমিক থেকে উল্লম্বভাবে রোটেট করুন। প্রক্রিয়াটি সহজ ও দুর্দান্ত। কোন ভিডিও এডিটিং এর অভিজ্ঞতা দরকার নেই।

সম্পূর্ণ অনলাইনে ভিডিও এডিট করুন
আপনার কম্পিউটারে কোন মিডিয়া এডিটিং সফটওয়্যার ডাউনলোড ও ইন্সটল করতে হবে না; আপনি সম্পূর্ণ অনলাইনে আপনার ভিডিও প্রজেক্টগুলো লেভেল আপ করতে পারেন। VEED এর মাধ্যমে আপনি অনলাইনেই ভিডিও এডিটিং টুল এর একটি সম্পূর্ণ স্যুট পেয়ে যাচ্ছেন। এর অর্থ দাঁড়ায়, আপনি ভিন্ন ভিন্ন ডিভাইস থেকে একই প্রজেক্টে এডিটের কাজ করতে পারেন। আপনার ল্যাপটপ (উইন্ডোজ বা ম্যাক) এবং ফোন (আইফোন, এন্ড্রয়েড ইত্যাদি) ব্যবহার করে একই প্রজেক্টে কাজ করুন।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু ভিডিও রোটেট করা ছাড়াও আরও অনেক কিছু করুন
অনেক ভাল কোয়ালিটির ভিডিও তৈরি করে আপনার ব্র্যান্ড গড়ার জন্য এবং অসাধারণ সব গল্প বলার জন্য আপনাকে অ্যাডোবি প্রিমিয়ার বা ফাইনাল কাট প্রো এর মত ব্যয়বহুল সফটওয়্যার কিনে টাকা খরচ করতে হবে না। আপনি VEED এর সহজ ও দুর্দান্ত টুলের মাধ্যমে আপনার সৃজনশীলতাকে বেঁধে না রেখে ছেড়ে দিন। এটি সম্পূর্ণ অনলাইন এবং এতে আপনার ভিডিও প্রজেক্টগুলোকে লেভেল আপ করার জন্য অনেক অসাধারণ ফিচার রয়েছে।
