







কয়েক সেকেন্ডেই বিনামূল্যে কোরিয়ান সাবটাইটেল পান
আপনি যদি কোরিয়ান ভাষার ভিডিও, টিভি শো বা মুভিগুলিতে কাজ করেন এবং আপনার সাবটাইটেল প্রয়োজন হয়, তবে VEED এর ফ্রি অডিও ট্রান্সক্রিপশন টুলটি সেগু্লো পাওয়ার দ্রুততম উপায়। কোরিয়ান সাবটাইটেল নিজে থেকে ট্রান্সক্রাইব করতে গিয়ে আপনার শ্রবণ দক্ষতার পরীক্ষা দিতে ভুলে যান। কেবল আপনার ফাইলটি ভিডিও এডিটরের মধ্যে টেনে এনে ছেড়ে দিন, তারপর অটো-ট্রান্সক্রাইবারকে কাজ করতে দিন। এখন আপনার ভিডিও চলার সময় প্রতিটি মিডিয়া প্লেয়ার কোরিয়ান সাবটাইটেল প্রদর্শন করবে।
কিভাবে কোরিয়ান সাবটাইটেল তৈরি করবেনঃ
1ভিডিও আপলোড করুন
আপনার কম্পিউটারের একটি ফোল্ডার থেকে একটি ভিডিও VEED এ আমদানি করুন বা সরাসরি এডিটরে টেনে এনে ছেড়ে দিন।
2‘অটো সাবটাইটেল’ এ ক্লিক করুন
মেনু থেকে ‘অটো সাবটাইটেল’ সিলেক্ট করুন এবং কোরিয়ান কে ভাষা হিসেবে সেট করুন। ‘শুরু করুন’ এ ক্লিক করে কোরিয়ান সাবটাইটেল তৈরি করুন।
3‘রপ্তানি’ করুন
ফন্ট, স্টাইল ও স্ক্রিন পজিশন নিয়ে ঘাটাঘাটি করে দেখুন, এরপর আপনি সন্তুষ্ট হয়ে গেলে ‘রপ্তানি করুন’ এ ক্লিক করুন। VEED কোরিয়ান সাবটাইটেলসহ আপনার ফাইলটি রেন্ডার করে ফেলবে।

‘কিভাবে কোরিয়ান সাবটাইটেল অটো তৈরি করবেন’ তার টিউটোরিয়াল
স্মার্ট সাবটাইটেল জেনারেটর
VEED একটি স্বয়ংক্রিয় সাবটাইটেল জেনারেটর, ট্রান্সক্রিপ্ট জেনারেটর ও স্পিচ রিকগনিশন সফটওয়্যারের একটি প্যাকেজ ব্যবহারের সুযোগ দেয়। অর্থাৎ আপনি একটি বাটন ক্লিক করলেই কয়েক সেকেন্ডের মধ্যে বেশ সঠিক কোরিয়ান সাবটাইটেল পেয়ে যাবেন।
সহজ ও ফ্রী
জীবনের সবচেয়ে ভাল জিনিসগুলো সবই ফ্রী, যতক্ষণ সেগুলো ব্যবহার করা সহজ। VEED বিদ্যমান স্বয়ংক্রিয় সাবটাইটেল জেনারেটরগুলোর মধ্যে সবচেয়ে সাধারণ, যা অনেক শক্তিশালী, কিন্তু বহুমুখী একটি টুল — আর সবচেয়ে মজার বিষয় হল সাবটাইটেল যুক্ত করা সম্পূর্ণ ফ্রী!
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
- আরবি সাবটাইটেল
- ইউক্রেনিয়ান সাবটাইটেল
- ইতালিয়ান সাবটাইটেল
- ইন্দোনেশিয়ান সাবটাইটেল
- ইংরেজি সাবটাইটেল
- উর্দু সাবটাইটেল
- গ্রিক সাবটাইটেল
- চাইনিজ সাবটাইটেল
- চেক সাবটাইটেল
- জাপানিজ সাবটাইটেল
- জার্মান সাবটাইটেল
- ডাচ সাবটাইটেল
- তামিল সাবটাইটেল
- তুর্কি সাবটাইটেল
- তেলেগু সাবটাইটেল
- থাই সাবটাইটেল
- পর্তুগিজ সাবটাইটেল
- পোলিশ সাবটাইটেল
- ফরাসি সাবটাইটেল
- ভিডিও ক্যাপশন জেনারেটর
- ভিয়েতনামী সাবটাইটেল
- মারাঠি সাবটাইটেল
- মালয়ালাম সাবটাইটেল
- রাশিয়ান সাবটাইটেল
- রোমানিয়ান সাবটাইটেল
- স্প্যানিশ সাবটাইটেল
- হাঙ্গেরিয়ান সাবটাইটেল
- হিন্দি সাবটাইটেল
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু কোরিয়ান সাবটাইটেল থেকেও আরও অনেক বেশি কিছু
আপনি কি জানতে চান যে, আপনি VEED দিয়ে আর কী কী করতে পারেন? আপনার ভিডিও কাটুন, ক্রপ করুন ও টেক্সট যুক্ত করুন — এমনকি একটি মিউজিক ভিজুয়ালাইজারও জুড়ে দিন (যদি তা মানানসই হয়!)। VEED একটি পরিপূর্ণ ভিডিও এডিটিং অ্যাপ, যার অর্থ নির্মাতা, মার্কেটার ও ইনফ্লুয়েন্সাররা এটি সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোর জন্য মারাত্মক কন্টেন্ট তৈরির কাজে ব্যবহার করেন।
