







মুহূর্তেই পর্তুগিজ সাবটাইটেল পেয়ে যান
আপনার জনপ্রিয় ইউটিউব চ্যানেল থাকুক বা আপনি নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইমের জন্য কন্টেন্ট তৈরি করেন, যেটিই করুন না কেন, এমন সময় আসবে যখন আপনার সাবটাইটেল এর প্রয়োজন হবে। VEED এর স্বয়ংক্রিয় সাবটাইটেল জেনারেটর ভিডিও, ফিল্ম, টিভি শো বা আপনার প্রয়োজনীয় যে কোন ফাইলে ক্যাপশন যুক্ত করতে পারে। আপনাকে শুধু ভিডিও এডিটরে আপনার কন্টেন্ট আপলোড করতে হবে এবং ‘অটো সাবটাইটেল’ সিলেক্ট করতে হবে, তাহলেই VEED এর কৃত্রিম বুদ্ধিমত্তাটিকে জাদুকরী কাজটি করতে দেখবেন।
কিভাবে পর্তুগিজ সাবটাইটেল তৈরি করবেনঃ
1ভিডিও আপলোড করুন
আপনার পর্তুগিজ ভাষার ভিডিওটি VEED এর ভিডিও এডিটরে আপলোড করুন (এটিকে একটি ফোল্ডার থেকে আমদানি করুন অথবা এডিটরে টেনে এনে ছেড়ে দিন)।
2‘অটো সাবটাইটেল’ সিলেক্ট করুন
মেনু থেকে ‘অটো সাবটাইটেল’ সিলেক্ট করুন, পর্তুগিজ ভাষা সেট করুন এবং ‘শুরু করুন’ এ ক্লিক করে দেখুন অটো ট্রান্সক্রাইবার কাজ করা শুরু করে দিবে।
3এখন রপ্তানি করুন!
স্টাইল সেট করা ও ভুল সংশোধনের পর পর্তুগিজ ভাষা বার্ন করে আপনার প্রজেক্টটি রেন্ডার করার জন্য ‘রপ্তানি করুন’ এ ক্লিক করুন।

‘কিভাবে স্বয়ংক্রিয়ভাবে পর্তুগিজ সাবটাইটেল তৈরি করবেন’ তার টিউটোরিয়াল
অটোপাইলটে সব কিছু
ম্যানুয়াল ট্রান্সক্রিপশন প্রচুর সময় নেয় (প্রচুর!)। তাই VEED এর অটো ট্রান্সক্রাইবার আপনার সব ট্রান্সক্রিপশনের ঝামেলা নিজের কাঁধে নিয়ে নেয় এবং অডিওকে টেক্সট এ পরিবর্তন করে সেটিকে পুরোপুরি সঠিক সাবটাইটেল রুপে আপনার ভিডিওতে যুক্ত করে দেয়।
SRT, TXT, VTT ফাইলও সমর্থন করে
আপনি বিনামূল্যে আপনার ভিডিওতে পর্তুগিজ সাবটাইটেল যুক্ত করতে পারেন — অথবা আপনি যদি একটি নির্দিষ্ট ফাইল চান (ধরুন, ইউটিউব এ সাবটাইটেল হিসেবে যুক্ত করার জন্য SRT ফাইল), তাহলে আপনি একটি প্রিমিয়াম VEED একাউন্টে আপগ্রেড করে নিন, যাতে আপনি আপনার প্রয়োজনীয় ফরম্যাট ডাউনলোড করতে পারেন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
- আরবি সাবটাইটেল
- ইউক্রেনিয়ান সাবটাইটেল
- ইতালিয়ান সাবটাইটেল
- ইন্দোনেশিয়ান সাবটাইটেল
- ইংরেজি সাবটাইটেল
- উর্দু সাবটাইটেল
- কোরিয়ান সাবটাইটেল
- গ্রিক সাবটাইটেল
- চাইনিজ সাবটাইটেল
- চেক সাবটাইটেল
- জাপানিজ সাবটাইটেল
- জার্মান সাবটাইটেল
- ডাচ সাবটাইটেল
- তামিল সাবটাইটেল
- তুর্কি সাবটাইটেল
- তেলেগু সাবটাইটেল
- থাই সাবটাইটেল
- পোলিশ সাবটাইটেল
- ফরাসি সাবটাইটেল
- ভিডিও ক্যাপশন জেনারেটর
- ভিয়েতনামী সাবটাইটেল
- মারাঠি সাবটাইটেল
- মালয়ালাম সাবটাইটেল
- রাশিয়ান সাবটাইটেল
- রোমানিয়ান সাবটাইটেল
- স্প্যানিশ সাবটাইটেল
- হাঙ্গেরিয়ান সাবটাইটেল
- হিন্দি সাবটাইটেল
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু পর্তুগিজ সাবটাইটেল ছাড়াও আরও অনেক কিছু
আপনার সমস্ত ভিডিও এডিটিং প্রয়োজনের জন্য কেন VEED ব্যবহার করবেন না? কাট করা থেকে ক্রপিং পর্যন্ত, স্পেশাল ইফেক্ট যুক্ত করার জন্য ঘোরানোঃ আমাদের প্ল্যাটফর্মটি এ সবই করতে পারে। এমনকি আপনার কোন সফটওয়্যার ডাউনলোড করারও দরকার নেই, এর অর্থ আপনি আপনার ব্রাউজার থেকে কয়েক মিনিটের মধ্যেই অনলাইনে আপনার ভিডিওগুলি পেতে পারেন।
