







আপনার ভিডিওতে জার্মান সাবটাইটেল যুক্ত করুন
জার্মানিতে কোন ইউটিউব চ্যানেলের জন্য হোক বা মার্কিন যুক্তরাষ্ট্রে নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইমের জন্যই হোক না কেন, এমন এক সময় আসতে পারে যখন আপনার শো এর জন্য জার্মান সাবটাইটেল প্রয়োজন। VEED বিনামূল্যে ভিডিও ও মুভির জন্য সঠিক সাবটাইটেল তৈরি করে, তারপর এগুলো MP4 ফাইলে সরাসরি উপস্থাপন করে। আপনি আপনার ভিডিওগুলোর জন্য যে বিদেশি ভাষাই পছন্দ করেন, VEED আপনার সাবটাইটেলগুলো সে ভাষাতেই বিনামূল্যে স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে দিবে।
কিভাবে জার্মান সাবটাইটেল তৈরি করবেনঃ
1ভিডিও আপলোড করুন
আপনি হয় আপনার কম্পিউটারের ফোল্ডার থেকে একটি ফাইল সিলেক্ট করুন বা সরাসরি টেনে এনে VEED এর ভিডিও এডিটরে ছেড়ে দিন।
2‘অটো সাবটাইটেল’ সিলেক্ট করুন
‘অটো সাবটাইটেল’ সিলেক্ট করুন এবং ভাষা হিসেবে জার্মান সিলেক্ট করুন। ‘শুরু করুন’ এ ক্লিক করলে স্বয়ংক্রিয় সাবটাইটেল জেনারেটর কাজ করা শুরু করে দিবে।
3‘রপ্তানি করুন’ এ ক্লিক করুন
স্টাইল ঠিক করুন ও শেষ পর্যন্ত কোন ভুল পেলে সংশোধন করুন এবং আপনি সন্তুষ্ট হলে ‘রপ্তানি করুন’ এ ক্লিক করুন। আপনার ভিডিওতে এখন জার্মান সাবটাইটেল পেয়ে যাবেন!

‘কিভাবে স্বয়ংক্রিয়ভাবে জার্মান সাবটাইটেল তৈরি করবেন’ তার টিউটোরিয়াল
দ্রুত ও নির্ভুল
VEED এর সয়ংক্রিয় সাবটাইটেল জেনারেটর ভয়েস রিকগনিশন সফটওয়্যার ব্যবহার করে সব অডিওকে টেক্সটে ট্রান্সক্রাইব করে, এরপর টেক্সটকে সাবটাইটেলে পরিণত করে। এজন্যই আমাদের প্ল্যাটফর্মটি এত দ্রুত ও নির্ভুল — একই সাথে আপনার জীবনকেও সহজ করে দিচ্ছে।
এডিট করা সহজ
VEED সাবটাইটেল তৈরি করে দেওয়ার পর আপনি ভুল থেকে থাকলে সেগুলো সংশোধন করে দিতে পারেন। এজন্য আপনি টেক্সট এডিট করতে পারেন, শব্দগুলো আপনার স্টাইলমত সেট করতে পারেন, টাইমলাইনও এডিট করতে পারেন, যাতে অডিও ও ক্যাপশন একই সাথে মিলে যায়।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
- আরবি সাবটাইটেল
- ইউক্রেনিয়ান সাবটাইটেল
- ইতালিয়ান সাবটাইটেল
- ইন্দোনেশিয়ান সাবটাইটেল
- ইংরেজি সাবটাইটেল
- উর্দু সাবটাইটেল
- কোরিয়ান সাবটাইটেল
- গ্রিক সাবটাইটেল
- চাইনিজ সাবটাইটেল
- চেক সাবটাইটেল
- জাপানিজ সাবটাইটেল
- ডাচ সাবটাইটেল
- তামিল সাবটাইটেল
- তুর্কি সাবটাইটেল
- তেলেগু সাবটাইটেল
- থাই সাবটাইটেল
- পর্তুগিজ সাবটাইটেল
- পোলিশ সাবটাইটেল
- ফরাসি সাবটাইটেল
- ভিডিও ক্যাপশন জেনারেটর
- ভিয়েতনামী সাবটাইটেল
- মারাঠি সাবটাইটেল
- মালয়ালাম সাবটাইটেল
- রাশিয়ান সাবটাইটেল
- রোমানিয়ান সাবটাইটেল
- স্প্যানিশ সাবটাইটেল
- হাঙ্গেরিয়ান সাবটাইটেল
- হিন্দি সাবটাইটেল
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু জার্মান সাবটাইটেল ছাড়াও আরও অনেক কিছু
আপনি শুধু জার্মান সাবটাইটেল তৈরি ছাড়া আরও অন্য কাজেও VEED ব্যবহার করতে পারেন। আমাদের প্লাটফর্মটি একটি পূর্ণাঙ্গ ভিডিও এডিটিং স্যুট, যা আপনাকে কাটা, ক্রপ করা, স্পেশাল ইফেক্ট ও এমনকি সাউণ্ডট্র্যাকও যুক্ত করার সুযোগ দেয়। আপনি যদি সহজ কিন্তু শক্তিশালী একটি ভিডিও এডিটিং টুল খুঁজে থাকেন, তাহলে আপনার খোঁজ শেষ। VEED এ আপনাকে স্বাগতম।
