






ভিডিও ও মুভির জন্য চাইনিজ সাবটাইটেল যুক্ত করুন
ভিডিও, সিনেমা, টিভি শো বা স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলির জন্য আপনার যদি চাইনিজ সাবটাইটেল প্রয়োজন হয়, তবে VEED আপনার জন্য উপযুক্ত। আমাদের ফ্রী অনলাইন অটো-ট্রান্সক্রিপশন টুলটি কয়েক সেকেন্ডেই বিদেশি ভাষার সাবটাইটেল তৈরি করতে পারে, এগুলো সরাসরি একটি MP4 ফাইলে বার্ন করে জুড়ে দেয় — বা আপনাকে পেইড প্ল্যানের অধীনে SRT ফাইল ডাউনলোড করার সুযোগ দেয়। আপনি ইংরেজি, ম্যান্ডারিন বা অন্য যে কোন ভাষাতেই কাজ করেন না কেন, VEED অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে সাবটাইটেল তৈরি করার দ্রুততম উপায় সরবরাহ করে।
কিভাবে চাইনিজ সাবটাইটেল তৈরি করবেনঃ
1ভিডিও আপলোড করুন
একটি ভিডিও ফাইল আপলোড করে শুরু করুন। এজন্য আপনার ফোল্ডারগুলো থেকে একটি ফাইল সিলেক্ট করুন — বা সরাসরি VEED ভিডিও এডিটরে টেনে এনে ছেড়ে দিন।
2‘অটো সাবটাইটেল’ সিলেক্ট করুন
‘অটো সাবটাইটেল’ সিলেক্ট করে ভাষা হিসেবে চাইনিজ সেট করুন। এরপর ‘শুরু করুন’ এ ক্লিক করলে VEED স্বয়ংক্রিয়ভাবে আপনার ভিডিওর জন্য সাবটাইটেল তৈরি করা শুরু করে দিবে।
3‘রপ্তানি করুন’ এ ক্লিক করুন
কয়েক সেকেন্ড পর আপনার সাবটাইটেল তৈরি হয়ে যাবে। আপনি ফন্ট ও স্টাইল ঠিক করতে পারেন বা কোন ভুল থেকে থাকলে সংশোধন করতে পারেন। কাজ শেষ হয়ে গেলে ‘রপ্তানি করুন’ এ ক্লিক করবেন।

‘কিভাবে স্বয়ংক্রিয়ভাবে চাইনিজ সাবটাইটেল তৈরি করবেন’ তার টিউটোরিয়াল
দ্রুত, সঠিক সাবটাইটেল
VEED স্পিচ রিকগনিশন সফটওয়্যার ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে অডিও ট্রান্সক্রাইব করে। এতে করে আপনি ঘণ্টার পর ঘণ্টা ম্যানুয়াল ট্রান্সক্রিপশন করা থেকে মুক্তি পান। আর কৃত্রিম বুদ্ধিমত্তা গ্যারান্টি দেয় যে আমাদের সাবটাইটেল অনেকটাই পারফেক্ট সাবটাইটেল তৈরি করে দিবে, যাতে করে ভুল একদম নগন্য পর্যায়ে থাকে।
আপনার স্টাইলিং করার জন্য ফ্রী
আমরা সাবটাইটেল তৈরি করে দেই। আপনি সেগুলোকে এডিট করবেন। ফন্ট ও লাইনের উচ্চতা পরিবর্তন করুন, এমনকি আপনি অক্ষরের মধ্যবর্তী ফাঁকা স্থানও বাড়াতে পারবেন। আর আপনি চাইলে ছায়া ও বিশেষ রঙও যুক্ত করতে পারেন। আপনার সাবটাইটেল, আপনার স্টাইল।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
- আরবি সাবটাইটেল
- ইউক্রেনিয়ান সাবটাইটেল
- ইতালিয়ান সাবটাইটেল
- ইন্দোনেশিয়ান সাবটাইটেল
- ইংরেজি সাবটাইটেল
- উর্দু সাবটাইটেল
- কোরিয়ান সাবটাইটেল
- গ্রিক সাবটাইটেল
- চেক সাবটাইটেল
- জাপানিজ সাবটাইটেল
- জার্মান সাবটাইটেল
- ডাচ সাবটাইটেল
- তামিল সাবটাইটেল
- তুর্কি সাবটাইটেল
- তেলেগু সাবটাইটেল
- থাই সাবটাইটেল
- পর্তুগিজ সাবটাইটেল
- পোলিশ সাবটাইটেল
- ফরাসি সাবটাইটেল
- ভিডিও ক্যাপশন জেনারেটর
- ভিয়েতনামী সাবটাইটেল
- মারাঠি সাবটাইটেল
- মালয়ালাম সাবটাইটেল
- রাশিয়ান সাবটাইটেল
- রোমানিয়ান সাবটাইটেল
- স্প্যানিশ সাবটাইটেল
- হাঙ্গেরিয়ান সাবটাইটেল
- হিন্দি সাবটাইটেল
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু চাইনিজ সাবটাইটেল ছাড়াও আরও অনেক কিছু
আপনি VEED ব্যবহার করে আপনার ভিডিওতে চাইনিজ সাবটাইটেল যুক্ত করা ছাড়াও আরও অনেক কিছু করতে পারেন। আমাদের প্লাটফর্ম আপনাকে একটি পূর্ণাঙ্গ ভিডিও এডিটিং অ্যাপ সরবরাহ করে, যা আপনাকে ভিডিও কাটতে, ক্রপ করতে ও রোটেট করতে সাহায্য করে। আপনি যদি মার্কেটার, কন্টেন্ট নির্মাতা বা ইনফ্লুয়েন্সার হয়ে থাকেন, তাহলে VEED ছাড়া টিকটক, ইন্সটাগ্রাম, ফেসবুক ও টুইটারে উচ্চ মানসম্পন্ন ভিডিও আপলোড করার আর দ্রুততর কোন উপায় নেই।
