







কয়েক সেকেন্ডেই স্প্যানিশ অডিও থেকে সাবটাইটেল তৈরি করুন
আপনি যদি ভিডিও কন্টেন্ট এ স্প্যানিশ সাবটাইটেল যুক্ত করতে চান, তবে এটি করার জন্য VEED এর ফ্রী অনলাইন সাবটাইটলিং টুল দ্রুত, সহজ ও সঠিক উপায়। স্মার্ট প্রতিলিপি সফটওয়্যার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্প্যানিশ অডিওকে টেক্সট এ কনভার্ট করে, যা VEED আপনার ভিডিওতে সাবটাইটেল হিসাবে যুক্ত করে দেয়। ম্যানুয়াল ট্রান্সক্রিপশন এ ঘণ্টার পর ঘণ্টা নষ্ট করা বন্ধ করুন। কঠিন কাজটি করতে আমাদের স্বয়ংক্রিয় সাবটাইটেল জেনারেটর ব্যবহার করুন। তাতে আপনার পছন্দের কাজের দিকে মনোনিবেশ করতে পারবেন।
কিভাবে স্প্যানিশ সাবটাইটেল তৈরি করবেনঃ
1ভিডিও আপলোড করুন
VEED এ যে কোন ভিডিও আপলোড করুন। আপনি আপনার কম্পিউটার থেকে একটি ফাইল সিলেক্ট করতে পারেন অথবা একটি ভিডিওকে এডিটরে টেনে এনে ছেড়ে দিতে পারেন।
2‘অটো সাবটাইটেল’ সিলেক্ট করুন
‘অটো সাবটাইটেল’ সিলেক্ট করুন, ভাষা হিসেবে স্প্যানিশ সেট করুন এবং ‘শুরু করুন’ এ ক্লিক করুন। কয়েক সেকেন্ডেই আপনার সাবটাইটেল তৈরি হয়ে যাবে।
3রপ্তানি করুন
ফন্ট, স্টাইল, স্ক্রিনের পজিশন এবং অক্ষরের মধ্যকার ফাঁকা জায়গা কাস্টমাইজ করুন। কাজ শেষ হয়ে গেলে ফাইলটি রেন্ডার করতে ‘রপ্তানি করুন’ এ ক্লিক করুন।

‘কিভাবে স্বয়ংক্রিয়ভাবে স্প্যানিশ সাবটাইটেল তৈরি করবেন’ তার টিউটোরিয়াল
স্প্যানিশ সাবটাইটেল এখন সহজেই পাওয়া যায়
VEED একটি সম্পূর্ণ প্যাকেজ। আমাদের সার্ভিস আপনার ভিডিওটি রেন্ডার করার পূর্বে সঠিক স্প্যানিশ সাবটাইটেল তৈরি করে (বিনামূল্যে!)। পুর প্রক্রিয়াটি কয়েক সেকেন্ড সময় নেয় এবং যে কারও জন্যই একদম সহজ।
যে কোন প্লাটফর্মে কাজ করে
আপনার যদি একটি ফ্রী VEED একাউন্ট থাকে, তাহলে আপনি আপনার ভিডিও সাবটাইটেল বার্ন করা অবস্থায় MP4 ফাইল হিসেবে রপ্তানি করতে পারেন, যা যে কোন প্লাটফর্মে আপলোড করার উপযোগী। আপনি যদি SRT, TXT বা VTT ফাইল চান, তাহলে আপনার একাউন্ট আপগ্রেড করুন এবং আপনার পছন্দের ফরম্যাট সিলেক্ট করুন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
- আরবি সাবটাইটেল
- ইউক্রেনিয়ান সাবটাইটেল
- ইতালিয়ান সাবটাইটেল
- ইন্দোনেশিয়ান সাবটাইটেল
- ইংরেজি সাবটাইটেল
- উর্দু সাবটাইটেল
- কোরিয়ান সাবটাইটেল
- গ্রিক সাবটাইটেল
- চাইনিজ সাবটাইটেল
- চেক সাবটাইটেল
- জাপানিজ সাবটাইটেল
- জার্মান সাবটাইটেল
- ডাচ সাবটাইটেল
- তামিল সাবটাইটেল
- তুর্কি সাবটাইটেল
- তেলেগু সাবটাইটেল
- থাই সাবটাইটেল
- পর্তুগিজ সাবটাইটেল
- পোলিশ সাবটাইটেল
- ফরাসি সাবটাইটেল
- ভিডিও ক্যাপশন জেনারেটর
- ভিয়েতনামী সাবটাইটেল
- মারাঠি সাবটাইটেল
- মালয়ালাম সাবটাইটেল
- রাশিয়ান সাবটাইটেল
- রোমানিয়ান সাবটাইটেল
- হাঙ্গেরিয়ান সাবটাইটেল
- হিন্দি সাবটাইটেল
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু স্প্যানিশ সাবটাইটেল ছাড়াও আরও অনেক কিছু
VEED স্বয়ংক্রিয়ভাবে সাবটাইটেল তৈরি ছাড়াও আরও অনেক কিছু করতে পারে। মার্কেটিং এর লোকজন, ইনফ্লুয়েন্সার ও সৃজনশীলরা আমাদের অনলাইন ভিডিও এডিটিং প্ল্যাটফর্মটি ভিডিও কাটতে, ক্রপ করতে ও ঘুরাতে ব্যবহার করে, যাতে এগুলো ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, টিকটক ইত্যাদিতে ফিট হয়। আবার এই সব কিছু ব্রাউজারেই কাজ করে, যা জীবন সহজ করে দেয়।
