







বিনামূল্যে ইউক্রেনিয়ান সাবটাইটেল পেয়ে যান
আপনি যদি আপনার ভিডিও কন্টেন্ট এ ইউক্রেনিয়ান সাবটাইটেল চান, তবে VEED এর ফ্রী অটো-ট্রান্সক্রিপশন টুলটি কয়েক সেকেন্ডেই তা যুক্ত করে দিতে পারে। আর ম্যানুয়ালি ট্রান্সক্রিপশন টাইপ করার দরকার নেই। ভিডিও আপলোড করা, অটো-ট্রান্সক্রাইবারের গতি সেট করা ও ক্যাপশনগুলি বার্ন করে চূড়ান্ত ফাইলটি রপ্তানি করা - কেবল এই তিনটি স্টেপ অনুসরণ করতে হবে। আপনি ইউটিউব বা ক্লায়েন্টদের জন্য কোন ব্যাখ্যাকারী ভিডিও তৈরি করলে VEED ব্যবহার করে সাবটাইটেল যুক্ত করতে ভুলবেন না।
কিভাবে ইউক্রেনিয়ান সাবটাইটেল তৈরি করবেনঃ
1ভিডিও আপলোড করুন
ভিডিও আপলোড করার দুইটি উপায় আছেঃ ১। আপনার কম্পিউটারের ফোল্ডার থেকে সিলেক্ট করুন অথবা ২। ভিডিওটিকে এডিটরে টেনে এনে ছেড়ে দিন।
2‘অটো সাবটাইটেল’ সিলেক্ট করুন
এরপর ‘অটো সাবটাইটেল’ টুলটি খুঁজে বের করুন। ইউক্রেনিয়ান ভাষা সেট করে ‘শুরু করুন’ এ ক্লিক করুন। এরপর বসে দেখুন আপনার সাবটাইটেল জাদুর মত তৈরি হয়ে যাবে।
3‘রপ্তানি করুন’ এ ক্লিক করুন
আপনি টেক্সট এডিট করে স্টাইল সেট করার পর ‘রপ্তানি করুন’ এ ক্লিক করে প্রজেক্টটি ডাউনলোড করতে পারেন। আপনি যখন ভিডিওটি দেখবেন, তখন সাবটাইটেল দেখতে পারবেন।

‘কিভাবে স্বয়ংক্রিয়ভাবে ইউক্রেনিয়ান সাবটাইটেল তৈরি করবেন’ তার টিউটোরিয়াল
বিনামূল্যে সাবটাইটেল পেয়ে যান
‘অটো সাবটাইটেল’ এর ব্যবহার একদমই ফ্রী। VEED এ সাইন আপ করুন, তাহলেই হবে। আপনার যদি কোন নির্দিষ্ট ফাইল (SRT, TXT, VTT) ডাউনলোড করা প্রয়োজন হয় বা আপনার সাবটাইটেল অনুবাদ করার প্রয়োজন হয়, তাহলে আপনি বেসিক বা প্রো একাউন্টে আপগ্রেড করুন।
আপনার ব্র্যান্ডের সাথে স্টাইল মিলিয়ে নিন
ফন্ট পরিবর্তন করুন, রঙ কাস্টমাইজ করুন, ছায়া যুক্ত করুন। এমনকি আপনি স্ক্রিন এর পজিশন ও লাইন এর পুরুত্বও পরিবর্তন করতে পারেন। আপনার ব্র্যান্ডের সাথে মানানসই করার জন্য যা যা করা প্রয়োজন, সবই করুন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
- আরবি সাবটাইটেল
- ইতালিয়ান সাবটাইটেল
- ইন্দোনেশিয়ান সাবটাইটেল
- ইংরেজি সাবটাইটেল
- উর্দু সাবটাইটেল
- কোরিয়ান সাবটাইটেল
- গ্রিক সাবটাইটেল
- চাইনিজ সাবটাইটেল
- চেক সাবটাইটেল
- জাপানিজ সাবটাইটেল
- জার্মান সাবটাইটেল
- ডাচ সাবটাইটেল
- তামিল সাবটাইটেল
- তুর্কি সাবটাইটেল
- তেলেগু সাবটাইটেল
- থাই সাবটাইটেল
- পর্তুগিজ সাবটাইটেল
- পোলিশ সাবটাইটেল
- ফরাসি সাবটাইটেল
- ভিডিও ক্যাপশন জেনারেটর
- ভিয়েতনামী সাবটাইটেল
- মারাঠি সাবটাইটেল
- মালয়ালাম সাবটাইটেল
- রাশিয়ান সাবটাইটেল
- রোমানিয়ান সাবটাইটেল
- স্প্যানিশ সাবটাইটেল
- হাঙ্গেরিয়ান সাবটাইটেল
- হিন্দি সাবটাইটেল
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু ইউক্রেনিয়ান সাবটাইটেল ছাড়াও আরও অনেক কিছু
সাবটাইটেল ছাড়া আরও কিছু খুঁজছেন? VEED দিয়ে আপনি যে কোন ভিডিও এডিট করার কাজ করতে পারেন। কাটা, ক্রপ করা এবং ঘোরানো। স্পেশাল ইফেক্ট ও সাউন্ডট্র্যাকস যুক্ত করুন এবং আরও অনেক কিছু। বিশ্বমানের ব্যাখ্যাকারী ভিডিও, প্রোমো ইত্যাদি তৈরি করতে টুলটি ব্যবহার করুন — এবং সেগুলি আপনার প্রিয় সোশ্যাল মিডিয়া চ্যানেলে প্রকাশ করুন কয়েকটি ক্লিকেই।
