







স্বয়ংক্রিয় থাই সাবটাইটেল জেনারেটর
VEED এর প্ল্যাটফর্মটি অনলাইনে আপনার ভিডিওতে থাই সাবটাইটেল যুক্ত করার দ্রুততম উপায়। স্পিচ রিকগনিশন সফটওয়্যার অডিওটিকে টেক্সটে পরিণত করে এবং VEED সাবটাইটেল হিসাবে আপনার ভিডিওতে টেক্সটটিকে প্রবেশ করিয়ে দেয়। আপনি সাবটাইটেলগুলি বার্ন করা অবস্থায় MP4 হিসাবে ভিডিওটিকে রেন্ডার করতে পারেন — বা আপনার যদি অন্য ফাইল ফরম্যাটের প্রয়োজন হয়, তবে শুধু একটি প্রিমিয়াম অ্যাকাউন্টে আপগ্রেড করুন এবং আপনার প্রজেক্টটি রপ্তানি করার সময় SRT, TXT বা VTT ফাইল ডাউনলোড করুন।
কিভাবে থাই সাবটাইটেল তৈরি করবেনঃ
1ভিডিও আপলোড করুন
VEED এডিটরে যে কোন ভিডিও আপলোড করুন। এজন্য আপনার কম্পিউটার থেকে ভিডিও বা মুভি আমদানি করুন বা এডিটরে একটি ফাইলকে টেনে এনে ছেড়ে দিন।
2‘অটো সাবটাইটেল’ সিলেক্ট করুন
মেনু থেকে ‘অটো সাবটাইটেল’ সিলেক্ট করুন, ভাষা হিসেবে থাই সেট করুন এবং ‘শুরু করুন’ এ ক্লিক করুন (ট্রান্সক্রাইবার কয়েক সেকেন্ডেই আপনার সাবটাইটেল তৈরি করে দিবে)।
3‘রপ্তানি করুন’ এ ক্লিক করুন
এখন সর্বশেষ এডিট করা ও ক্যাপশন স্টাইল করার সময়। সব ঠিক করা হয়ে গেলে আপনার সাবটাইটেল প্রজেক্টটি রেন্ডার করতে ‘রপ্তানি করুন’ এ ক্লিক করুন।

‘কিভাবে স্বয়ংক্রিয়ভাবে থাই সাবটাইটেল তৈরি করবেন’ তার টিউটোরিয়াল
সবচেয়ে ভাল নির্ভুলতা
দ্রুত, ফ্রী ও উচ্চমানের কোয়ালিটি সম্ভব — শুধু VEED এর স্বয়ংক্রিয় সাবটাইটেল জেনারেটর ব্যবহার করে দেখুন। টুলটি অনেকটাই নির্ভুল থাই সাবটাইটেল তৈরি করে দেয় কয়েক সেকেন্ডের মধ্যেই, যাতে করে আপনি আপনার ভিডিওর মান উন্নত করার পিছনে সময় ব্যয় করতে পারেন।
সহজ ব্যবহার
আপনি কয়েকটি ক্লিকেই স্বয়ংক্রিয়ভাবে সাবটাইটেল তৈরি করতে পারেন। শুধু আপনার ভিডিও আপলোড করুন, ভাষা হিসেবে থাই সেট করুন এবং VEED বাকি কাজগুলো করে দিবে। আপনি যদি কোথাও আটকে যান, তাহলে আমাদের কাস্টমার সাপোর্ট টিম সবসময় আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছে।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
- আরবি সাবটাইটেল
- ইউক্রেনিয়ান সাবটাইটেল
- ইতালিয়ান সাবটাইটেল
- ইন্দোনেশিয়ান সাবটাইটেল
- ইংরেজি সাবটাইটেল
- উর্দু সাবটাইটেল
- কোরিয়ান সাবটাইটেল
- গ্রিক সাবটাইটেল
- চাইনিজ সাবটাইটেল
- চেক সাবটাইটেল
- জাপানিজ সাবটাইটেল
- জার্মান সাবটাইটেল
- ডাচ সাবটাইটেল
- তামিল সাবটাইটেল
- তুর্কি সাবটাইটেল
- তেলেগু সাবটাইটেল
- পর্তুগিজ সাবটাইটেল
- পোলিশ সাবটাইটেল
- ফরাসি সাবটাইটেল
- ভিডিও ক্যাপশন জেনারেটর
- ভিয়েতনামী সাবটাইটেল
- মারাঠি সাবটাইটেল
- মালয়ালাম সাবটাইটেল
- রাশিয়ান সাবটাইটেল
- রোমানিয়ান সাবটাইটেল
- স্প্যানিশ সাবটাইটেল
- হাঙ্গেরিয়ান সাবটাইটেল
- হিন্দি সাবটাইটেল
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু থাই সাবটাইটেল ছাড়াও আরও অনেক কিছু
VEED সাবটাইটেল তৈরি ছাড়াও আরও অনেক কিছুতে সাহায্য করে। আমাদের প্লাটফর্মটি একটি পোস্ট প্রডাকশনের জায়গা হিসেবে কাজ করে, যেখানে আপনি ক্লিপগুলো কাটতে, ক্রপ করতে ও এডিট করতে পারেন। আপনি এমনকি স্পেশাল ইফেক্ট ও ভিজুয়ালাইজারও যুক্ত করতে পারেন, যা আপনাকে কয়েক মিনিটের মধ্যেই ভিডিও শুট করা থেকে অনলাইনে ভিডিওটি দেখতে নিয়ে যায়।
