







কয়েক সেকেন্ডেই স্বয়ংক্রিয়ভাবে ইংরেজি সাবটাইটেল তৈরি করুন
আপনি যদি আপনার ভিডিওতে ইংরেজি সাবটাইটেল যুক্ত করতে চান, তাহলে VEED এর ফ্রী স্বয়ংক্রিয় ট্রান্সক্রিপশন টুল দ্রুততম উপায়। আপনাকে হাতে লিখতে গিয়ে অডিও ট্রান্সক্রিপশনের পিছনে আর ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করতে হবে না। শুধু আপনার ভিডিওটি আপলোড করুন এবং অটো-ট্রান্সক্রাইবারকে বাকিটুকুর দায়িত্ব দিয়ে দিন। আপনার যদি SRT ফাইলটি বা অনুবাদের দরকার হয়, তাহলে শুধু আপনার একাউন্ট আপগ্রেড করে ফেলুন। আপনি মুভি তৈরি করুন বা টিভির জন্য ইংরেজি সাবটাইটেলই তৈরি করুন না কেন, VEED আপনার জন্য উপযুক্ত টুল।
কিভাবে ইংরেজি সাবটাইটেল তৈরি করবেনঃ
1ভিডিও আপলোড করুন
VEED এ একটি ভিডিও ফাইল আপলোড করুন। আপনার কম্পিউটারের ফোল্ডার থেকে একটি ফাইল সিলেক্ট করতে পারেন — বা টেনে এনে সরাসরি এডিটরে ছেড়ে দিতে পারেন।
2‘অটো সাবটাইটেল’ সিলেক্ট করুন
‘অটো সাবটাইটেল’ সিলেক্ট করুন এবং ইংরেজি (যুক্তরাষ্ট্র) ভাষা সেট করুন। এখন ‘শুরু করুন’ এ ক্লিক করুন। তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার ইংরেজি সাবটাইটেল তৈরি হয়ে যাবে।
3‘রপ্তানি করুন’ এ ক্লিক করুন
ফন্ট, স্টাইল, স্ক্রিন পজিশন, এমনকি অক্ষরের মধ্যবর্তী ফাঁকা স্থান পর্যন্ত কাস্টমাইজ করুন। এরপর আপনি প্রস্তুত হলে, ‘রপ্তানি করুন’ এ ক্লিক করুন। VEED সাবটাইটেল বার্ন করা অবস্থায় আপনার প্রজেক্টটি রেন্ডার করে ফেলবে।

‘কিভাবে স্বয়ংক্রিয়ভাবে ইংরেজি সাবটাইটেল তৈরি করবেন’ তার টিউটোরিয়াল
কয়েক সেকেন্ডেই সাবটাইটেল
কোন টুল VEED এর চেয়ে দ্রুত সাবটাইটেল তৈরি করে না। এডিটরের মধ্যে একটি ফাইল টেনে এনে ছেড়ে দিন, ভাষা হিসেবে ইংরেজি সেট করুন, তারপর সাবটাইটেলগুলো প্রদর্শিত হবে। VEED সব জনপ্রিয় ওয়েব ব্রাউজারেই কাজ করে, তাই ডাউনলোড এর প্রয়োজন নেই।
পছন্দমত স্টাইলিং করুন
আপনার ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া, যে প্লাটফর্মের ভিডিওর জন্যই সাবটাইটেল প্রয়োজন হোক, আপনি যেভাবে চান, ঠিক সেভাবেই টেক্সট এর স্টাইলিং করতে পারেন। VEED এর উন্নত টুলগুলো আপনাকে ফন্ট পরিবর্তন করতে, ছায়া যুক্ত করতে, স্ক্রিন পজিশন সরাতে, এমনকি লাইনের উচ্চতাও সেট করতে দেয়।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
- আরবি সাবটাইটেল
- ইউক্রেনিয়ান সাবটাইটেল
- ইতালিয়ান সাবটাইটেল
- ইন্দোনেশিয়ান সাবটাইটেল
- উর্দু সাবটাইটেল
- কোরিয়ান সাবটাইটেল
- গ্রিক সাবটাইটেল
- চাইনিজ সাবটাইটেল
- চেক সাবটাইটেল
- জাপানিজ সাবটাইটেল
- জার্মান সাবটাইটেল
- ডাচ সাবটাইটেল
- তামিল সাবটাইটেল
- তুর্কি সাবটাইটেল
- তেলেগু সাবটাইটেল
- থাই সাবটাইটেল
- পর্তুগিজ সাবটাইটেল
- পোলিশ সাবটাইটেল
- ফরাসি সাবটাইটেল
- ভিডিও ক্যাপশন জেনারেটর
- ভিয়েতনামী সাবটাইটেল
- মারাঠি সাবটাইটেল
- মালয়ালাম সাবটাইটেল
- রাশিয়ান সাবটাইটেল
- রোমানিয়ান সাবটাইটেল
- স্প্যানিশ সাবটাইটেল
- হাঙ্গেরিয়ান সাবটাইটেল
- হিন্দি সাবটাইটেল
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু ইংরেজি সাবটাইটেল ছাড়াও আরও অনেক কিছু
আপনি VEED দিয়ে স্বয়ংক্রিয়ভাবে তৈরি ইংরেজি সাবটাইটেল ছাড়াও আরও অনেক বেশি কিছু করতে পারেন। আমাদের টুলটি একটি সম্পূর্ণ ভিডিও এডিটিং অ্যাপ, অর্থাৎ আপনি ভিডিও কাটতে, ক্রপ করতে ও ঘুরাতে পারেন। অথবা সহকর্মী ও ক্লায়েন্টদের জন্য শিক্ষামূলক ও ট্রেনিং কন্টেন্ট তৈরি করুন। এমনকি আপনি ইন্সটাগ্রামের জন্য একটি রিল বা টিকটক ভিডিও এডিট করতে পারেন, এই সবকিছুই হবে কয়েক সেকেন্ডে, আপনার ব্রাউজারেই।
