







কয়েক সেকেন্ডেই একদম সঠিক ইতালিয়ান সাবটাইটেল পান
ম্যানুয়াল ট্রান্সক্রিপশন প্রচুর সময় নেয়। তবে আপনি যদি VEED এর অনলাইন অটো সাবটাইটেল জেনারেটর ব্যবহার করেন, তবে আপনি যে কোন ভিডিওতে যে কোন সময় ইতালিয়ান সাবটাইটেল যুক্ত করতে পারেন।এমনকি এর থেকেও ভাল সংবাদ হচ্ছে যে, VEED এর অটো সাবটাইটেলের নির্ভুলতা বেশিরভাগ প্ল্যাটফর্মকে হার মানায়, যেখানে একটি টেক্সট এডিটর আপনাকে চূড়ান্ত এডিট করার সুযোগ দেয়। ঘণ্টার পর ঘণ্টা অডিও ট্রান্সক্রিপশন করা ভুলে যান। যখন আপনার পরবর্তী ভিডিওতে সাবটাইটেল যুক্ত করার সময় আসে, তখন আপনার ইতালিয়ান সাবটাইটেলগুলি বিনামূল্যে তৈরি করুন VEED দিয়ে।
কিভাবে ইতালিয়ান সাবটাইটেল তৈরি করবেনঃ
1ভিডিও আপলোড করুন
প্রথমে আপনার ফোল্ডার থেকে একটি ফাইল সিলেক্ট করে বা সরাসরি এডিটরে টেনে এনে ছেড়ে দিয়ে আপনার ভিডিওটি VEED এ আপলোড করুন।
2'অটো সাবটাইটেল' এ ক্লিক করুন
এরপর, 'অটো সাবটাইটেল' এ ক্লিক করুন, ইতালিয়ান সিলেক্ট করুন। যখন ‘শুরু করুন’ এ ক্লিক করবেন, প্লাটফর্মটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ভিডিওর জন্য সাবটাইটেল তৈরি করে দিবে।
3‘রপ্তানি’ করুন
আপনার প্রজেক্ট রেন্ডার করার পূর্বে সাবটাইটেলের স্টাইল, স্ক্রিন পজিশন ও অক্ষরের মধ্যবর্তী ফাঁকা সেট করে দিন। এরপর ‘রপ্তানি করুন’ এ ক্লিক করুন।

‘কিভাবে ইতালিয়ান সাবটাইটেল অটো তৈরি করবেন’ তার টিউটোরিয়াল
বিনামূল্যে উচ্চমানসম্পন্ন সাবটাইটেল
শুধু ফ্রী মানে এই না যে এগুলো সঠিক নয়। VEED কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আপনার ভিডিওর জন্য বেশ সঠিক ইতালিয়ান সাবটাইটেল তৈরি করে। অর্থাৎ আপনাকে ভুল সংশোধন এর জন্য ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করতে হবে না।
কয়েক সেকেন্ডেই প্রস্তুত
কে বলেছে যে নির্ভুল হতে সময় লাগে? VEED এর স্বয়ংক্রিয় সাবটাইটেল জেনারেটর কয়েক সেকেন্ডেই প্রজেক্ট রেন্ডার করতে পারে, এতে করে প্রজেক্ট তৈরির কয়েক মিনিটের মধ্যেই আপনি ফেসবুক, ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে আপনার ভিডিওটি আপলোড করতে পারবেন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
- আরবি সাবটাইটেল
- ইউক্রেনিয়ান সাবটাইটেল
- ইন্দোনেশিয়ান সাবটাইটেল
- ইংরেজি সাবটাইটেল
- উর্দু সাবটাইটেল
- কোরিয়ান সাবটাইটেল
- গ্রিক সাবটাইটেল
- চাইনিজ সাবটাইটেল
- চেক সাবটাইটেল
- জাপানিজ সাবটাইটেল
- জার্মান সাবটাইটেল
- ডাচ সাবটাইটেল
- তামিল সাবটাইটেল
- তুর্কি সাবটাইটেল
- তেলেগু সাবটাইটেল
- থাই সাবটাইটেল
- পর্তুগিজ সাবটাইটেল
- পোলিশ সাবটাইটেল
- ফরাসি সাবটাইটেল
- ভিডিও ক্যাপশন জেনারেটর
- ভিয়েতনামী সাবটাইটেল
- মারাঠি সাবটাইটেল
- মালয়ালাম সাবটাইটেল
- রাশিয়ান সাবটাইটেল
- রোমানিয়ান সাবটাইটেল
- স্প্যানিশ সাবটাইটেল
- হাঙ্গেরিয়ান সাবটাইটেল
- হিন্দি সাবটাইটেল
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু ইতালিয়ান সাবটাইটেল থেকেও আরও অনেক বেশি কিছু
নির্মাতা, ইনফ্লুয়েন্সার, ও মার্কেটাররা তাদের দর্শকসংখ্যা বাড়ানোর জন্য এবং ফেসবুক, টুইটার, টিকটক, লিংকডইন ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এংগেজমেন্ট গভীর করার জন্য VEED এর অনলাইন ভিডিও এডিটিং প্ল্যাটফর্ম ব্যবহার করেন। আপনার কন্টেন্ট এর পরিকল্পনায় যদি ভিডিও থেকে থাকে, তাহলে VEEDই আপনার প্ল্যাটফর্ম।
