







কয়েকটি ক্লিকেই আরবি সাবটাইটেল যুক্ত করুন
VEED এর ফ্রী অনলাইন অটো-ট্রান্সক্রিপশন টুল দিয়ে আপনি তিনটি ক্লিকে যে কোন ভিডিওতে আরবি সাবটাইটেল যুক্ত করতে পারেন। হাত দিয়ে লিখে লিখে অডিও ট্রান্সক্রিপশন তৈরি করা ভুলে যান। কেবল আপনার ভিডিও আপলোড করুন, ‘অটো সাবটাইটেল’ সিলেক্ট করুন এবং আরবিকে ভাষা হিসাবে সেট করার পর অটো-ট্রান্সক্রাইবার আপনার সাবটাইটেল কয়েক সেকেন্ডেই তৈরি করে দিবে। ফেসবুক, ইউটিউব, ইন্সটাগ্রাম, টিকটক ইত্যাদির কন্টেন্ট নির্মাতাদের জন্য উপযুক্ত টুল!
কিভাবে আরবি সাবটাইটেল তৈরি করবেনঃ
1ভিডিও আপলোড করুন
আপনার ফোল্ডার থেকে একটি ফাইল সিলেক্ট করুন বা ভিডিও এডিটরে টেনে এনে ছেড়ে দিন, পছন্দ আপনার।
2‘অটো সাবটাইটেল’ সিলেক্ট করুন
‘অটো সাবটাইটেল’ এ ক্লিক করুন, ভাষা হিসেবে আরবি সেট করুন। ‘শুরু করুন’ এ ক্লিক করার পর আরবি সাবটাইটেল কয়েক সেকেন্ডেই তৈরি হয়ে যাবে।
3‘রপ্তানি করুন’ এ ক্লিক করুন
এখন শুধু ‘রপ্তানি করুন’ এ ক্লিক করুন এবং VEED স্বয়ংক্রিয়ভাবে আপনার ভিডিওতে আরবি সাবটাইটেল বার্ন করে ভিডিও রেন্ডার করে ফেলবে।

‘কিভাবে স্বয়ংক্রিয়ভাবে আরবি সাবটাইটেল তৈরি করবেন’ তার টিউটোরিয়াল
বিনামূল্যে আরবি সাবটাইটেল
ভিন্ন ভিন্ন ভাষায় স্বয়ংক্রিয়ভাবে শত শত সাবটাইটেল তৈরি করতে চাইলে VEED এ একটি একাউন্ট তৈরি করুন। আবার আপনার যদি অনুবাদ প্রয়োজন হয়, অথবা SRT, VTT, বা TXT ফাইল ডাউনলোড করার প্রয়োজন হয়, তাহলে শুধু বেসিক বা প্রফেশনাল একাউন্টে আপগ্রেড করে নিন।
সব সময় সঠিক
VEED শুধু আপনার ভিডিওতে সবচেয়ে দ্রুতগতিতে আরবি সাবটাইটেল যুক্ত করার উপায় নয়। আমাদের অটো সাবটাইটেল জেনারেটর বেশ সঠিকভাবে কাজ করে। অর্থাৎ আপনার সাবটাইটেল তৈরি হয়ে গেলে নামমাত্র কিছু এডিট করা লাগতে পারে।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
- ইউক্রেনিয়ান সাবটাইটেল
- ইতালিয়ান সাবটাইটেল
- ইন্দোনেশিয়ান সাবটাইটেল
- ইংরেজি সাবটাইটেল
- উর্দু সাবটাইটেল
- কোরিয়ান সাবটাইটেল
- গ্রিক সাবটাইটেল
- চাইনিজ সাবটাইটেল
- চেক সাবটাইটেল
- জাপানিজ সাবটাইটেল
- জার্মান সাবটাইটেল
- ডাচ সাবটাইটেল
- তামিল সাবটাইটেল
- তুর্কি সাবটাইটেল
- তেলেগু সাবটাইটেল
- থাই সাবটাইটেল
- পর্তুগিজ সাবটাইটেল
- পোলিশ সাবটাইটেল
- ফরাসি সাবটাইটেল
- ভিডিও ক্যাপশন জেনারেটর
- ভিয়েতনামী সাবটাইটেল
- মারাঠি সাবটাইটেল
- মালয়ালাম সাবটাইটেল
- রাশিয়ান সাবটাইটেল
- রোমানিয়ান সাবটাইটেল
- স্প্যানিশ সাবটাইটেল
- হাঙ্গেরিয়ান সাবটাইটেল
- হিন্দি সাবটাইটেল
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু আরবি সাবটাইটেল ছাড়াও আরও অনেক কিছু
VEED একটি এন্ড-টু-এন্ড অনলাইন ভিডিও এডিটিং প্ল্যাটফর্ম। কাটুন, ক্রপ করুন, ঘুরান। টেক্সট ও মিউজিক ভিজ্যুয়ালাইজার যুক্ত করুন। ব্যাখ্যাকারী ভিডিও বা বিবাহের ভিডিও এবং সোশ্যাল মিডিয়া রিল তৈরি করুন। আপনি ইউটিউব, ইন্সটাগ্রাম, টিকটক, টুইটার বা টুইচ যেখানেই থাকুন না কেন, VEED আপনাকে কন্টেন্ট তৈরিতে সাহায্য করতে পারে।
