







ইন্দোনেশিয়ান সাবটাইটেল পেয়ে যান, দ্রুত ও বিনামূল্যে
ইউটিউব, টিকটক, ইন্সটাগ্রাম, ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনার দর্শকদেরকে এংগেজ করার সবচেয়ে ভাল উপায় হচ্ছে সাবটাইটেল যুক্ত করা। আর VEED ব্যবহার করে আপনি আপনার ভিডিওতে কয়েক সেকেন্ডেই ইন্দোনেশিয়ান সাবটাইটেল যুক্ত করতে পারবেন, একদম বিনামূল্যে। স্পিচ রিকগনিশন সফটওয়্যার অডিওকে স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সক্রাইব করে এবং টেক্সটটিকে আপনার ভিডিওতে ক্যাপশন হিসেবে জুড়ে দেয়। ম্যানুয়াল ট্রান্সক্রিপশন ভুলে যানঃ VEED এর ফ্রী সাবটাইটেল জেনারেটরকে কাজে লাগান!
কিভাবে ইন্দোনেশিয়ান সাবটাইটেল তৈরি করবেনঃ
1ভিডিও আপলোড করুন
অনলাইন ভিডিও এডিটরে যে কোন একটি ভিডিও আপলোড করুন। আপনার কম্পিউটার থেকে একটি ফাইল সিলেক্ট করতে পারেন অথবা টেনে এনে সরাসরি এডিটরে ছেড়ে দিতে পারেন।
2‘অটো সাবটাইটেল’ সিলেক্ট করুন
বামদিকের মেনু থেকে ‘অটো সাবটাইটেল’ সিলেক্ট করুন এবং ইন্দোনেশিয়ান ভাষা সেট করুন। এখন আপনি ‘শুরু করুন’ এ ক্লিক করলে স্বয়ংক্রিয় সাবটাইটেল জেনারেটর কাজ করা শুরু করে দিবে।
3‘রপ্তানি করুন’ এ ক্লিক করুন
টেক্সট ঠিক আছে কিনা তা যাচাই করুন এবং আপনার ব্র্যান্ডের সাথে মানিয়ে নিন। আপনি সন্তুষ্ট হলে আপনার প্রজেক্ট, সাবটাইটেল ও অন্য সবকিছু রেন্ডার করতে ‘রপ্তানি করুন’ এ ক্লিক করুন।

‘কিভাবে স্বয়ংক্রিয়ভাবে ইন্দোনেশিয়ান সাবটাইটেল তৈরি করবেন’ তার টিউটোরিয়াল
আপনাকে শুধু ক্লিক করতে হবে
VEED এর স্বয়ংক্রিয় সাবটাইটেল জেনারেটর আপনার জন্য অনেক কঠোর পরিশ্রম করে। টুলটি অডিও বুঝতে পারে, টেক্সট ট্রান্সক্রাইব করে এবং টেক্সটকে ক্যাপশনে পরিণত করে। আপনাকে শুধু ‘শুরু করুন’ এ ক্লিক করতে হবে। তারপর জাদু দেখুন।
ফ্রী সাবটাইটেল!
আপনি যদি শুধু MP4 ফাইলে বার্ন করা অবস্থায় সঠিক সাবটাইটেল চান, তাহলে টুলটি একদম ফ্রী। কিন্তু আপনার যদি SRT, VTT বা TXT ফাইল প্রয়োজন হয় (বা আপনি সাবটাইটেল এর অনুবাদ চান), তবে আপনি একটি বেসিক বা প্রো অ্যাকাউন্টে আপগ্রেড করতে পারেন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
- আরবি সাবটাইটেল
- ইউক্রেনিয়ান সাবটাইটেল
- ইতালিয়ান সাবটাইটেল
- ইংরেজি সাবটাইটেল
- উর্দু সাবটাইটেল
- কোরিয়ান সাবটাইটেল
- গ্রিক সাবটাইটেল
- চাইনিজ সাবটাইটেল
- চেক সাবটাইটেল
- জাপানিজ সাবটাইটেল
- জার্মান সাবটাইটেল
- ডাচ সাবটাইটেল
- তামিল সাবটাইটেল
- তুর্কি সাবটাইটেল
- তেলেগু সাবটাইটেল
- থাই সাবটাইটেল
- পর্তুগিজ সাবটাইটেল
- পোলিশ সাবটাইটেল
- ফরাসি সাবটাইটেল
- ভিডিও ক্যাপশন জেনারেটর
- ভিয়েতনামী সাবটাইটেল
- মারাঠি সাবটাইটেল
- মালয়ালাম সাবটাইটেল
- রাশিয়ান সাবটাইটেল
- রোমানিয়ান সাবটাইটেল
- স্প্যানিশ সাবটাইটেল
- হাঙ্গেরিয়ান সাবটাইটেল
- হিন্দি সাবটাইটেল
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু ইন্দোনেশিয়ান সাবটাইটেল ছাড়াও আরও অনেক কিছু
আপনি VEED দিয়ে যা যা তৈরি করতে পারেন, তার কোন সীমা নেই। প্রশিক্ষণমূলক ও ব্যাখ্যাকারী ভিডিও, প্রোমোশন, এমনকি বিয়ের মুভিও তৈরি করে ফেলুন। MP4 হিসাবে প্রজেক্ট রেন্ডার করে সেগুলোকে ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক, টুইটারসহ আরও অনেক জায়গায় আপলোড করুন। VEED অনলাইনে উচ্চমানের ভিডিও পাবলিশ করতে অনেক সাহায্য করে।
