ইউটিউব ভিডিও থেকে অডিও সরান
ফ্রী, অনলাইন অডিও রিমুভার। ইউটিউব ভিডিও মিউট করুন








ইউটিউব ভিডিও মিউট করার ফ্রী অনলাইন টুল
অনেক কারণেই আপনি একটি ইউটিউব ভিডিও থেকে সাউন্ড সরাতে চাইতে পারেন। আপনি হয়তো ভিডিওটিকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চান, কিন্তু একই সাথে ফ্ল্যাগ হওয়া বা কপিরাইট ক্লেইম থেকেও বাঁচতে চান। অথবা, আপনি আসল অডিওটিকে অন্য একটি সাউন্ডট্র্যাক দিয়ে প্রতিস্থাপিত করতে চান। আপনি এই কাজে VEED এর অনলাইন অডিও রিমুভার টুল ব্যবহার করতে পারেন। শুধু ইউটিউব লিংকটি পেস্ট করুন এবং সাউন্ড আইকনে ক্লিক করে মিউট করুন। আপনি এরপর চাইলে অন্য একটি অডিও ট্র্যাকও আপলোড করতে পারেন। এটি অনেক দ্রুত ও সহজ!
একটি ইউটিউব ভিডিও থেকে কিভাবে অডিও সরাবেনঃ
1একটি ইউটিউব লিংক পেস্ট করুন
‘একটি ইউটিউব লিংক পেস্ট করুন’ এ ক্লিক করার পর যে URL ফিল্ডটি আসে, ইউটিউব ভিডিওটির লিংক কপি করে সেখানে পেস্ট করে দিন। VEED ইউটিউব ভিডিওটিকে এডিটরে আপলোড করে নিবে।
2ভিডিওটি মিউট করুন
এডিটিং পেন এ থাকা ভিডিওটিকে সিলেক্ট করে এরপর সাউন্ড আইকনে ক্লিক করুন। আপনি এটিকে কাটা অবস্থায় দেখতে পাবেন, যার অর্থ দাঁড়ায় আপনি ইউটিউব ভিডিওটিকে মিউট করতে পেরেছেন।
3আপনার নতুন ভিডিওটি রপ্তানি করুন
‘রপ্তানি করুন’ এ ক্লিক করুন এবং মিউট করা ইউটিউব ভিডিওটি আপনার ডিভাইসে MP4 ফাইল হিসেবে ডাউনলোড হয়ে যাবে।

‘ইউটিউব ভিডিও মিউট করা’র টিউটোরিয়াল
সোশ্যাল মিডিয়াতে কপিরাইট ক্লেইম এড়িয়ে যান
মাঝে মাঝে, আপনি যখন ইউটিউব থেকে ডাউনলোড করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন, তখন এটিকে কপিরাইট ক্লেইমের কারণে সরিয়ে ফেলা হতে পারে। আপনি যদি এই ভিডিওটিকে আপনার নিজের হিসেবে শেয়ার করতে চান, তাহলে আপনি অডিওটি সরিয়ে অন্য একটি সাউন্ডট্র্যাক দিয়ে প্রতিস্থাপিত করতে পারেন, যাতে এটিকে প্ল্যাটফর্মটি থেকে সরিয়ে না ফেলা হয়।
অডিও ট্র্যাকটি প্রতিস্থাপন করুন
আপনি ইউটিউব ভিডিওটিতে অন্য একটি অডিও ট্র্যাক যুক্ত করে এটিকে অনন্য করে তুলতে পারেন। শুধু এডিটরের নিচে ডানদিকে থাকা প্লাস (+) বাটনে ক্লিক করে আপনার অডিও ফাইলটি সিলেক্ট করুন। আপনি বামদিকের মেনু থেকেও ‘আপলোড করুন’ এ ক্লিক করতে পারেন। আপনি চাইলে অনেকগুলো ভিন্ন ভিন্ন সাউন্ডট্র্যাকও যুক্ত করতে পারেন। সাউন্ড আইকনে ক্লিক করে আসল অডিওটি মিউট করতে ভুলবেন না।
সাউন্ড ওয়েভ যুক্ত করুন
আপনি যদি অডিওটিকে অন্য় একটি ট্র্যাক দিয়ে প্রতিস্থাপিত করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আপনি ভিডিওটিকে আরও চমৎকার দেখানোর জন্য ভিডিওটিতে সাউন্ড ওয়েভ বা মিউজিক ভিজুয়ালাইজারও যুক্ত করতে পারেন! আপনি বিভিন্ন স্টাইল ও অ্যানিমেশন থেকে সিলেক্ট করতে পারেন। শুধু ‘এলিমেন্ট’ এ ক্লিক করে স্ক্রল ডাউন করলেই ‘সাউন্ড ওয়েভ’ পেয়ে যাবেন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি অডিও রিমুভার টুল ছাড়াও আরও অনেক কিছু
VEED এটির অডিও রিমুভার ছাড়াও ভিডিও এডিটিং টুলের একটি বিশাল সমাবেশ অফার করে। আপনি একটি অডিও ফাইলের ভলিউম এডিট বা পরিবর্তন করতে পারেন, অডিওটির অংশবিশেষ স্প্লিট, ট্রিম বা ডিলিট করতে পারেন ইত্যাদি। আপনার ভিডিওটিকে অসাধারণ করে তোলার জন্য অনেকগুলো ভিডিও ইফেক্ট ও ক্যামেরা ফিল্টার থেকে পছন্দ করুন। আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের জন্য আপনার ভিডিওগুলোকে রোটেট, রিসাইজ ও ক্রপ করতে পারেন। আপনার ভিডিওগুলোকে ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ও অন্যান্য প্লাটফর্মে আপলোড করুন।
