ভিডিও কোলাজ মেকার
আমাদের অনলাইন ভিডিও মেকার ব্যবহার করে চমৎকার সব ভিডিও কোলাজ তৈরি করুন।








ভিডিও কোলাজ মেকার - বিনামূল্যে ও অনলাইনে
ভিডিও কোলাজ তৈরি করার জন্য একটি দ্রুত ও সহজ টুল খুঁজছেন? তাহলে আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন। সুপার-কুল কোলাজ ভিডিও তৈরির জন্য অনেক রকমের ফ্রী টেমপ্লেট সহ একটি অনলাইন ভিডিও কোলাজ মেকার হচ্ছে VEED। শুধু আপনার ভিডিওগুলোকে টেনে এনে টেমপ্লেট এ ছেড়ে দিন, তাহলেই হবে! এছাড়াও, VEED এ আপনার ভিডিওগুলোকে চমৎকার করে তোলার জন্য অনেক রকমের এডিটিং টুল রয়েছে - ফিল্টার, স্পেশাল ইফেক্ট, ইমোজি, স্টিকার, এমনকি অটোমেটিক সাবটাইটেলস জেনারেটরও আছে! এরই সাথে আপনি কোন অযাচিত দৃশ্য মুছে ফেলতে চাইলে ভিডিও এডিট, কাট, স্প্লিট ও মার্জ করতে পারেন। VEED এর অনলাইন ভিডিও এডিটর অসাধারণ সব ভিডিও কোলাজ তৈরির করার জন্য প্রয়োজনীয় সবগুলো টুলই আপনার নখদর্পণে এনে দেয়। আমাদের আধুনিক, সহজ ও বুদ্ধিমান ইন্টারফেসের কারণে আমাদের কোলাজ মেকার ব্যবহার করা একেবারেই সহজ।
কোন কিছু ডাউনলোড করার দরকার নেই - VEED একটি সম্পূর্ণ অনলাইন ভিডিও এডিটর এবং সরাসরি আপনার ব্রাউজারেই কাজ করে। সাফারি, মাইক্রোসফট এজ, ক্রোম, মজিলা ফায়ারফক্স ইত্যাদি যে কোন ব্রাউজারে VEED ওপেন করুন। বিরক্তিকর সফটওয়্যার ও ঝামেলাপূর্ণ ভিডিও এডিটিং অ্যাপগুলোকে গুডবায় বলে দিন। রেকর্ডিং ফুটেজ থেকে শুরু করে হাই-কোয়ালিটির ভিডিও তৈরির যাত্রাকে সহজ করে দেওয়ার জন্যই আছে VEED। আইফোন বা এন্ড্রয়েড ফোন, ম্যাকবুক, উইন্ডোজ পিসি, লিনাক্স পিসি, যাই বলুন না কেন, যে কোন ডিভাইসে VEED এর অনলাইন ভিডিও এডিটর ওপেন করুন।
কীভাবে আপনার নিজস্ব ভিডিও কোলাজ তৈরি করবেন

ভিডিও আপলোড করুন
VEED এ আপনার ভিডিও ফাইলগুলো আপলোড করুন।. আপনি বিনামূল্যে ৫০ এমবি পর্যন্ত ভিডিও আপলোড করতে পারেন।

কোলাজ তৈরি করুন
ভিডিও ফাইলগুলো আপলোড হয়ে গিয়েছে? চমৎকার, এখন টেমপ্লেট ট্যাব থেকে একটি টেমপ্লেট সিলেক্ট করুন।

ডাউনলোড, শেয়ার ও প্রমোট করুন
ভিডিও কোলাজ প্রস্তুত হয়ে গিয়েছে? চমৎকার, ডাউনলোড ও শেয়ার করতে 'ভিডিও রপ্তানি করুন' এ ক্লিক করুন।
'কীভাবে অনলাইনে একটি ভিডিও এডিট করবেন' তার টিউটোরিয়াল
সহজেই ব্যবহারযোগ্য
VEED কে আপনার প্রয়োজনের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। আমাদের টুল থাকলে অ্যাডোবির মত ঝামেলাপূর্ণ সফটওয়্যার ডাউনলোড করার দরকার নেই এবং অতিরিক্ত টুল কীভাবে ব্যবহার করতে হবে, তা শিখতে গিয়ে সময় ও শক্তি, খরচ করতে হবে না। আমাদের আধুনিক ও সহজ ইউজার ইন্টারফেসটি সহজেই বোধগম্য এবং এটি সহজেই নেভিগেট করা যায়। এতে আমাদের মোবাইল সাইটও আছে, যা আপনাকে দ্রুত চমৎকার সব ভিডিও তৈরি করতে সাহায্য করে! আপনি ভিডিও এডিটিং এ নতুন হন বা প্রফেশনাল হন, VEED আপনার জন্য পারফেক্ট টুল। স্টিকার, ফিল্টার, স্পেশাল ইফেক্ট, সাবটাইটেল এর মত আমাদের সবগুলো ফিচার মাউসের কয়েকটি ক্লিকেই ব্যবহার করা যায়। VEED এর ভিডিও এডিটর অনেক রকম ফাইল টাইপের সাথে কাজ করে - MP4, MOV, AVI, WMV, FLV ইত্যাদি।

টেমপ্লেট
পরিচিত হন... আমাদের নতুন, চমৎকার এবং সুপার-কুল টেমপ্লেট ফ্যামিলির সাথে! আমরা বুঝি। ভিডিও কোলাজ বানানো সহজ কাজ না। তাই আপনার জন্য টেমপ্লেটের একটি সেট তৈরি করে আপনার এই কাজ সহজ করে দিয়েছি! আমাদের বিভিন্ন আকৃতি ও সাইজের টেমপ্লেটগুলো ব্যবহার করুন এবং কয়েক সেকেন্ডেই আপার নিজস্ব ভিডিও কোলাজ তৈরি করা শুরু করুন। আপনার ভিডিওগুলো আপলোড করুন, আপনার প্রিয় টেমপ্লেট সিলেক্ট করুন এবং আপনার ভিডিওগুলোকে টেমপ্লেটে প্রবেশ করানো শুরু করুন। আমাদের ভিডিও কোলাজ মেকার আপনার ভিডিও কোলাজকে আরও ভালভাবে তৈরি করার জন্য ফিল্টার, স্পেশাল ইফেক্ট, স্টিকার, ইমোজি, ট্রানজিশন ইত্যাদির মত টুল দিয়ে পরিপূর্ণ। আমাদের টুল ও ফিচারের পুরো সমাহার ব্যবহার করে আপনার ভিডিও কোলাজকে পারসোনালাইজ করুন। VEED এর ভিডিও কোলাজ মেকার ব্যবহার করা সহজ, আপনি মাত্র কয়েকবার চেষ্টা করেই বুঝতে পারবেন।

বিয়ে, জন্মদিন ও হলিডে
আপনার স্পেশাল স্মৃতিগুলোকে আপনার নিজস্ব পারসোনালাইজ করা ভিডিও কোলাজে কম্পাইল করতে চান? তাহলে VEED ই আপনার জন্য পারফেক্ট ভিডিও এডিটিং টুল। প্রায় সব অনুষ্ঠান ও কন্টেক্সট এর জন্য আমাদের টেমপ্লেটগুলো ব্যবহার করুন। আমাদের স্পেশাল ইফেক্ট, ফিল্টার ও স্টিকার ব্যবহার করে একটি পারসোনাল টাচ যুক্ত করতে চাইলে আপনি আপনার ভিডিও কোলাজটি কাস্টমাইজও করতে পারেন। শুধু যে কোন ফরম্যাটে যে কোন ডিভাইস থেকে আপনার ভিডিওগুলো আপলোড করুন। আপনার ভিডিও কোলাজকে জীবন্ত করে তুলতে আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড নয়েজ যুক্ত করুন! আপনি সহজেই VEED এ একটি অডিও ফাইল আপলোড করতে পারেন এবং এটিকে আপনার ভিডিওতে টেনে এনে ছেড়ে দিতে পারেন। তারপর আমাদের স্টিকার, ইমোজি, ফিল্টার, ট্রানজিশন, স্পেশাল ইফেক্ট ইত্যাদির সমাহার ব্যবহার করতে ভুলবেন না! আপনার পরিবার নিয়ে উপভোগ করার জন্য VEED এর অনলাইন ভিডিও এডিটরের মাধ্যমে আপনার স্পেশাল মুহূর্তগুলোকে দুর্দান্ত সব ভিডিও কোলাজে কম্পাইল করুন।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি ভিডিও কোলাজ মেকার ছাড়াও আরও অনেক কিছু
আপনার ভিডিও কোলাজ থেকে শুরু করে প্রমোশনাল ভিডিও কন্টেন্ট তৈরি পর্যন্ত - আপনি এই সবকিছুই করতে পারেন VEED এর অনলাইন ভিডিও এডিটরে। ইউটিউবের জন্য মিউজিক ভিডিও, প্রোডাক্ট রিলিজ বা প্রোমোর জন্য ভিডিও মন্টেজ এবং আপনার ব্যবসার জন্য টিজার ভিডিও তৈরি করুন। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, মার্কেটার বা নতুন এডিটর হয়ে থাকলে, ব্যক্তিগত, পারিবারিক, ব্যবসায়িক ইত্যাদি - যে কোন প্রেক্ষাপটে হাই-কোয়ালিটির ভিডিও তৈরির জন্য VEED সবচেয়ে ভাল ভিডিও মেকার। এটি ব্যবহার করা একেবারেই সহজ এবং কোন কিছু ডাউনলোড করতে হবে না। আজই বিনামূল্যে ভিডিও তৈরি করা শুরু করুন। কোন ক্রেডিট কার্ডেরও প্রয়োজন নেই।
