ভিডিও এডিটর ইফেক্ট
অনলাইনে আপনার ভিডিওগুলোতে VHS, গ্লিচ, ফিল্মিক ইফেক্ট ও আরও অনেক কিছু যুক্ত করুন








ভিডিও ইফেক্ট যুক্ত করুন, অনলাইনে
আপনার ভিডিওগুলোকে দুর্দান্ত করে তোলার জন্য একটি অনলাইন ভিডিও এডিটর খুঁজছেন? আপনি তাহলে সঠিক জায়গায় এসেছেন। VEED এমন একটি অনলাইন ভিডিও এডিটর, যা আপনার ভিডিওগুলোকে চমৎকার ও মনোমুগ্ধকর করে তোলার জন্য অনেক বেশি দুর্দান্ত ইফেক্ট নিয়ে তৈরি করা হয়েছে। VEED একমাত্র অনলাইন ভিডিও এডিটর, যা আপনাকে রিয়েল টাইমে ভিডিও ইফেক্ট যুক্ত করতে দেয়। আপনি VHS, গ্লিচ, স্নো, সাদাকালো, ফিল্মিক ইফেক্ট ও আরও অনেক কিছু যুক্ত করতে পারেন। আপনি আপনার ভিডিওগুলোকে জীবিত করার জন্য প্রগ্রেস বার, ইমোজি, স্পেশাল ইফেক্ট ও স্ন্যাপি টাইটেল যুক্ত করতে পারেন। আপনার গল্প বলার জন্য এবং সঠিক মুড সেট করার জন্য আমাদের ফ্রী ইফেক্টগুলো ব্যবহার করুন। ভিন্ন ভিন্ন স্টাইল মিক্স এন্ড ম্যাচ করে দেখতে থাকুন, যতক্ষণ পর্যন্ত আপনার দর্শকদের সাথে শেয়ার করার মত চমকপ্রদ ভিডিও তৈরি করতে না পারবেন। ভিডিও ইফেক্ট যুক্ত করলে তা আপনার পুরনো কন্টেন্টকে আপডেট করতে, বিভিন্ন সোশ্যাল প্লাটফর্মে পুনরায় ব্যবহার করতে অথবা আপনার ভিডিওকে রিস্টাইল করার জন্য খুবই মজার উপায়। প্রফেশনাল ভিডিও তৈরি করুন এবং এডিটরে কয়েকটি ক্লিক করেই একজন ভিডিও এডিটিং প্রো হয়ে যান! কোন কিছু ডাউনলোড করতে হবে না - শুধু আপনার ব্রাউজারে VEED ওপেন করুন এবং সাথে সাথেই এডিট করা শুরু করে দিন। MP4, MPEG, AVI, FLV ও অন্যান্য যে কোন ফরম্যাটে আপনার ফাইল আপলোড করুন - আপনার পছন্দসই ইফেক্ট যুক্ত করুন এবং সরাসরি আপনার ব্রাউজার থেকেই এডিট করা ভিডিও ডাউনলোড করুন। বিরক্তিকর সফটওয়্যার বা "ফ্রীওয়্যার" ডাউনলোড করতে গিয়ে আপনার সময় নষ্ট করতে হবে না। VEED উইন্ডোজ ৭ ও ১০, ম্যাক, লিনাক্স ও সব মোবাইল ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ।
কিভাবে ভিডিওতে ইফেক্ট যুক্ত করবেন

ভিডিও আপলোড করুন
আপনি যে ভিডিওতে ইফেক্ট যুক্ত করতে চান, তা আপলোড করুন। 'ভিডিও সিলেক্ট করুন' এ ক্লিক করুন। ফাইলটি সিলেক্ট করুন বা টেনে এনে ছেড়ে দিন।

ইফেক্ট যুক্ত করুন
'ফিল্টার' এ ক্লিক করুন এবং আপনি আপনার ভিডিওতে যে ফিল্টার, ইফেক্ট ও কালার গ্রেডিং যুক্ত করতে চান, তা সিলেক্ট করুন।

ডাউনলোড শুরু করুন
আপনি আপনার ভিডিওর স্টাইল নিয়ে সন্তুষ্ট হলে শুধু 'রপ্তানি করুন' বাটনটি ক্লিক করুন এবং তাহলেই কাজ হয়ে যাবে!
'ভিডিওতে ইফেক্ট যুক্ত করা'র টিউটোরিয়াল
যে কোন কন্টেক্সট, যে কোন ক্রিয়েটরের জন্য ইফেক্ট
আপনি একজন নতুন বা প্রফেশনাল যেই হন, VEED আপনার দেখা সবচেয়ে সহজ অনলাইন মুভি মেকারগুলোর একটি। আপনি ব্যবসায়িক, শিক্ষামূলক বা ব্যক্তিগত ব্যবহারের জন্য, যে কারণেই ভিডিও তৈরি করুন না কেন, VEED ক্রিয়েটরদেরকে মনোমুগ্ধকর ইফেক্ট এর একটি বিশাল টুলকীট সরবরাহ করে। অসাধারণ কালার-স্যাচুরেটেড ৯০ এর দশকের ভিডিওর মত তৈরি করতে জনপ্রিয় VHS ফিল্টার যুক্ত করুন। অথবা আমাদের ফিল্মিক ফিল্টারের মাধ্যমে একটি সিনেমাটিক সাইড বের করে আনুন। আপনি যদি দর্শকদেরকে ভয় দেখাতে চান, তাহলে কেন না আমাদের গ্লিচ-স্টাইল ইফেক্ট ব্যবহার করে দেখেন? পিক্সেলেট, ঝাপসা, ইনভার্ট, অ্যানিমেট করুন, পছন্দ আপনার! VEED এর ইফেক্টের স্যুট আপনার মার্কেটিং ভিডিও, ইউটিউব ভিডিও, টিকটক, আইজিটিভি ভিডিও, ট্রেনিং ও এক্সপ্লেইনার ভিডিও, যাই বলুন, সবকিছুকে পরিবর্তন করতে পারে।

টিম প্রজেক্টের জন্য একেবারে উপযুক্ত
VEED একটি অনলাইন ভিডিও এডিটর, যা টিম প্রজেক্টের জন্য একেবারে উপযুক্ত। যে কোন ভিডিও ফরম্যাট (MP4, MOV, WEBM, AVI ইত্যাদি) ব্যবহার করে প্রজেক্টে ও যে কোন উদ্দেশ্যে একত্রে কাজ করুন - সোশ্যাল মিডিয়া মার্কেটিং, শিক্ষামূলক, প্রেজেন্টেশন ইত্যাদি। আপনি অসংখ্য ভিডিও এডিট করতে পারেন (অডিও এডিটিং ও সাউন্ড ইফেক্টসহ) এবং এমনকি আপনার আইফোন বা এন্ড্রয়েড ডিভাইসেও কাজ করুন। আমাদের ওয়েবসাইটে আপনার ভিডিওগুলো সংরক্ষণ করতে একটি একাউন্ট তৈরি করুন, এরপর যে কোন ডিভাইস থেকে যখনই সাইন ইন করবেন, তখনই এগুলোকে খুঁজে পাবেন। অথবা একটি একাউন্ট ছাড়া সহজেই সরাসরি কাজ শুরু করে দিন। VEED কোয়ালিটি, সহজ ব্যবহার, সময় ও পরিশেষে একত্রে কাজ করার কথা মাথায় রেখে পরবর্তী প্রজন্মের ভিডিও এডিটরদের জন্য তৈরি করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ার জন্য নতুন করে ভিডিও তৈরি করুন
ভিন্ন ভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের জন্য মুভি ও ভিডিওগুলোকে নতুন করে তৈরি করার একটি অসাধারণ উপায় হচ্ছে ইফেক্ট তৈরি করা। VEED এর ইফেক্টগুলো আপনার ভিডিওগুলোকে একটি নির্দিষ্ট ট্রেন্ড, মৌসুম, মুড বা দর্শকের জন্য এলাইন করতে ব্যবহৃত হতে পারে। এরপর, আপনি ইউটিউব, ফেসবুক, ইন্সটাগ্রাম ইত্যাদির মত করে ভিডিও ডাউনলোড করার জন্য আমাদের প্রিসেট ক্যানভাস সাইজ ব্যবহার করতে পারেন। ভিন্ন ভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর মত করে আপনার ভিডিওগুলোকে কাস্টমাইজ করতে দৈর্ঘ্য, থাম্বনেইল, অডিও, রেজোলিউশন ও সাইজ এডিট করুন। আপনার "পুরনো ভিডিও কন্টেন্ট" পুনরায় গুছিয়ে আবার আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে রিপোস্ট করতে আপনি আমাদের ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি যদি আপনার ভিডিওকে একটি ক্রিস্টমাস ফিল দেওয়ার জন্য আপনার ভিডিওকে রিপ্যাকেজ করতে চান, তাহলে "স্নোয়ি" ইফেক্ট ব্যবহার করুন। অথবা, আপনি যদি আপনার ভিডিওগুলোকে তরুণ দর্শকদের জন্য আরও এংগেজিং করে তুলতে চান, তাহলে আমাদের "স্ট্রোব ইফেক্ট" ব্যবহার করে দেখুন। আমাদের দুর্দান্ত ইফেক্টগুলোর বিশাল রেঞ্জ ব্যবহার করে আপনার কন্টেন্ট আপ-টু-ডেট রাখুন।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি অনলাইন ভিডিও ইফেক্ট এডিটর ছাড়াও আরও অনেক কিছু!
VEED এ আপনার ভিডিওর জন্য এডিটিং টুল এর অভাব নেই। আমাদের অনলাইন ভিডিও এডিটরে আপনি অসাধারণ ভিডিও তৈরিতে ব্যবহার করার জন্য দুর্দান্ত ফিচারের একটি সিলেকশন পাবেন। ওয়াটারমার্ক, লোগো, প্রোগ্রেস বার, ইমোজি, কার্টুন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাবটাইটেল, অনুবাদ এবং আরও অনেক কিছু যুক্ত করুন! VEED আপনার মত ক্রিয়েটরদের জন্য শক্তিশালী কিন্তু সহজেই ব্যবহারযোগ্য একটি ভিডিও এডিটর! আমরা প্রতিনিয়ত আপনার সৃজনশীল টুলকীটে নতুন নতুন টুল যুক্ত করে যাচ্ছি - যা আপনাকে আগের চেয়ে আরও অনেক বেশি শক্তিশালী ও এংগেজিং ভিডিও কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে। আর, আপনার যদি কোন সাহায্যের প্রয়োজন হয়, তাহলে আমাদের টিম আপনার সাথেই আছে! শুধু আমাদের সাথে লাইভ চ্যাট বা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করুন এবং আমরা আপনার ভিডিও এডিটিং যাত্রায় আপনাকে সহযোগিতা করব!
