







অনলাইনে ভিডিও ফিল্টার করুন, বিনামূল্যে
আপনার ভিডিওতে যুক্ত করার জন্য কিছু অসাধারণ ফিল্টার খুঁজছেন? আশ্চর্যজনক ফিল্টার ও ইফেক্টের জন্য VEED এর বিশাল সিলেকশন এর বাইরে কোথাও খুঁজতে হবে না আপনার ভিডিওগুলোকে একটি নতুন থিম, মুড বা ভাইব দেওয়ার জন্য আমাদের প্রিসেট ভিডিও ফিল্টারগুলোর ক্যাটালগ রয়েছে। ফিল্টারগুলো একটি শক্তিশালী যোগাযোগের টুল, যা বিভিন্ন আবেগের আবেশ দিতে ও বিভিন্ন দর্শকের প্রতিক্রিয়া প্রকাশ করতে পারে। ভিনটেজ লুক এর জন্য VHS ফিল্টার বা সেপিয়া, গ্লিচ, স্ট্রোব, কালো ও সাদা- যেমনটি আপনি চান। আপনার ভিডিওগুলো ফুটিয়ে তুলতে ফিল্টার যুক্ত করুন - অত্যাশ্চর্য ইফেক্টগুলোর সাথে ভিজুয়াল আপিল তৈরি করুন এবং আপনার দর্শকদের সাথে গভীর এংগেজমেন্ট তৈরি করুন। আর তাই সব না! VEED দিয়ে কেবল কয়েকটি ক্লিকেই প্রফেশনাল গ্রেড এর ভিডিও তৈরি করার জন্য আমরা আপনাকে শক্তিশালী কালার গ্রেডিং টুল দিচ্ছি। আমাদের ফিল্টারগুলো খুবই বিশ্বস্ত এবং বিশ্বজুড়ে পেশাদার চলচ্চিত্র নির্মাতা ও ইনফ্লুয়েন্সারদের দ্বারা ব্যবহৃত হয়। আপনার ভিডিওগুলোর চেহারা পরিবর্তন করতে ও আপনার দর্শকদের মুগ্ধ করতে আমাদের অনলাইন ভিডিও এডিটরটি ব্যবহার করুন।
সব ফাইল টাইপ - আমাদের অনলাইন ভিডিও এডিটর MP4, MOV, AVI, WMV, WEBM ইত্যাদি সহ সব ধরণের ফাইল ফর্ম্যাট সমর্থন করে। আপনি যে কোন প্রচলিত ভিডিও ফর্ম্যাটে VEED এর এডিটিং টুলগুলো উপভোগ করতে পারেন। উইন্ডোজ, ম্যাক ও মোবাইল ডিভাইসের সাথে সামঞ্জস্য বাড়াতে MP4 বা GIF হিসাবে ডাউনলোড করুন।
কিভাবে ভিডিওতে ফিল্টার যুক্ত করবেনঃ

ভিডিও আপলোড করুন
উপরের দিকে থাকা ‘শুরু করুন’ এ ক্লিক করুন। VEED এ আপনার ভিডিও ফাইলগুলো আপলোড করুন। ফাইলটি/গুলো সিলেক্ট করুন বা টেনে এনে ছেড়ে দিন, এতটাই সহজ!

ভিডিও ফিল্টার করুন
‘ফিল্টার’ ট্যাব এ গিয়ে আগে থেকে সেট করে রাখা অসাধারণ ফিল্টারের সমাবেশ থেকে একটি পছন্দ করুন। আপনি কালার গ্রেডিং এডজাস্ট করতে পারেন, ইফেক্ত যুক্ত করতে পারেন ইত্যাদি।

ডাউনলোড করুন
ভাল দেখাচ্ছে? তাহলে ‘রপ্তানি করুন’ এ ক্লিক করে আপনার নতুন ভিডিও ডাউনলোড করে ফেলুন। তাহলেই কাজ শেষ!
‘কিভাবে ভিডিওতে ফিল্টার যুক্ত করবেন’ তার টিউটোরিয়াল
সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন
আপনার সোশ্যাল মিডিয়া পেজগুলোর জন্য অত্যাশ্চর্য ভিডিও তৈরি করতে VEED একটি নিখুঁত টুল! আমাদের ফিল্টার ও স্পেশাল ইফেক্টগুলো আপনার ভিডিওগুলোকে একটি স্ক্রল-স্টপার করে তুলবে! আপনার কোম্পানির ফেসবুক পেজ, আইজিটিভি, টুইটার ফিড, ইনস্টাগ্রাম- এ সব কিছুর জন্যই VEED এ আপনার এংগেজমেন্ট, ফলোয়ার ও লাইকের সংখ্যা বাড়ানোর জন্য এডিটিং টুলের দুর্দান্ত একটি সিলেকশন রয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য ভিডিও সাইজ পরিবর্তন করতে আমাদের প্রিসেট ক্যানভাস আকারগুলো ব্যবহার করুন। সব বড় সামাজিক মিডিয়া সাইটগুলোতে সামঞ্জস্যতা নিশ্চিত করতে আপনার ভিডিওটি যে কোন ফর্ম্যাটে আপলোড করুন এবং MP4 হিসাবে পুনরায় এনকোড করুন। ‘ওয়াও ফ্যাক্টর’ যুক্ত করতে স্টিকার, লোগো ও ইমোজি দিয়ে ভিডিওকে অলঙ্কৃত করুন। আপনি নতুন বা অভিজ্ঞ যেই হন, নিজের সামর্থ্য থেকেও বেশি করার উদ্দেশ্যে VEED ব্যবহার করুন!

উচ্চ মানসম্পন্ন ভিডিও
VEED আপনাকে মাউসের কয়েকটি ক্লিকেই প্রফেশনাল-গ্রেডের ভিডিও তৈরি করতে দেয়। আমাদের সহজেই ব্যবহারযোগ্য ভিডিও এডিটর ব্যবহার করে আপনি ফ্রেম রেট, রেজোলিউশন, সাইজ, আলো, অডিও কোয়ালিটি এবং আরও অনেক কিছু এডজাস্ট করতে পারেন। আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভয়েস কমেন্টারি, অটো তৈরিকৃত সাবটাইটেল যুক্ত করতে পারেন এবং এমনকি আপনার ভিডিওগুলো থেকে বিরক্তিকর ব্যাকগ্রাউন্ড সাউন্ড সরিয়েও ফেলতে পারেন! আপনার ভিডিওগুলোর কোয়ালিটি বাড়ানোর জন্য আমাদের টুলগুলো উপভোগ করুন। আপনার দর্শকদের অনুপ্রাণিত করতে আপনাকে অত্যাশ্চর্য ভিডিও তৈরির কাজে সহায়তা করার জন্য VEED কে ডিজাইন করা হয়েছে। সব ডিভাইস ও অপারেটিং সিস্টেমের সাথে সামঞ্জস্যতা সর্বাধিক করতে MP4 হিসাবে আপনার ভিডিওগুলোকে ডাউনলোড করুন।

সব জায়গায় কাজ করে
কোন কিছু ডাউনলোডের প্রয়োজন নেই। কোন সাইন আপ প্রয়োজন নেই। আপনার ব্রাউজার ব্যবহার করে ট্রেনে বা আপনার ডেস্কে বসেই VEED ব্যবহার করুন। আপনার আইফোন, অ্যান্ড্রয়েড ডিভাইস, ট্যাবলেট, ল্যাপটপ বা ডেস্কটপে। VEED ক্রোম, সাফারি, মাইক্রোসফ্ট এজ এবং আরও অনেক জনপ্রিয় ব্রাউজারের সাথে সামঞ্জস্যপূর্ণ। সরাসরি শুরু করে দিন, যে কোন ফর্ম্যাটে আপনার অডিও আপলোড করুন এবং একটি ক্লিক বা ট্যাপ দিয়েই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি সরান। আমাদের ক্লাউড সার্ভারে আপনার ফাইলগুলো সংরক্ষণ করতে এবং সেগুলোকে আবার খুঁজে পেতে একটি অ্যাকাউন্ট তৈরি করুন এবং VEED কে আপনার বিশ্বস্ত অডিও এডিটিং টুল বানিয়ে ফেলুন।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি ভিডিও ফিল্টার অ্যাপ ছাড়াও আরও অনেক কিছু!
ভিডিও ফিল্টারগুলো VEED এর অনেকগুলো ফিচারের মধ্যে একটি। প্রচুর দুর্দান্ত টুল রয়েছে, যা আপনি ভিডিও ফিল্টারগুলোর সাথে একত্রে ব্যবহার করে আশ্চর্যজনক ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারেন! উদাহরণস্বরূপ, প্রোগ্রেস বার, স্টিকার, স্মাইলি, টেক্সট, ব্যাকগ্রাউন্ড মিউজিক, তালিকা বিশাল! আমাদের সহজ, কিন্তু শক্তিশালী ভিডিও মেকার সৃজনশীল টুলের একটি অনলাইন স্যুট, যা আপনার সৃজনশীল স্বাধীনতাকে অনুপ্রেরণামূলক কন্টেন্ট তৈরিতে সাহায্য করে। VEED দিয়ে আপনার দর্শকসংখ্যা বৃদ্ধি করুন এবং তাদেরকে এংগেজ করুন। উইন্ডোজ ১০, ক্রোমবুক, ম্যাকবুক এবং মোবাইল ডিভাইসে VEED এর সহজ ও আধুনিক এডিটর উপভোগ করুন। আপনার পকেটে বা স্টুডিওতে, VEED কে আপনার স্থায়ী ভিডিও এডিটিং এর সঙ্গী করে নিন, আমরা হতাশ করব না!
