







AVI স্প্লিটার অনলাইন, বিনামূল্যে
অনলাইনে আপনার AVI ভিডিওগুলোকে কয়েকটি ভিডিও ক্লিপে স্প্লিট করুন। আপনি যতগুলো ইচ্ছা, ততগুলো অংশেই এটিকে স্প্লিট করতে পারেন। আপনি যে ক্লিপগুলো সংরক্ষণ করতে চান না, সেগুলো কেটে ফেলুন এবং বাকি ক্লিপগুলোকে একটি ভিডিও ফাইল হিসেবে রপ্তানি করুন। এটি ব্যবহার করা একেবারেই সহজ। এতে মাত্র কয়েকটি ক্লিক লাগে। আমাদের AVI স্প্লিটার ফ্রী ও অনলাইন। আপনি আপনার কম্পিউটার বা মোবাইল ডিভাইসের যে কোন ব্রাউজার থেকেই এটি ব্যবহার করতে পারেন। ফিল্মোরা ভিডিও এডিটর এর মত ব্যয়বহুল বা ভিএলসি মিডিয়া প্লেয়ারের মত ঝামেলাপূর্ণ ও জটিল সফটওয়্যার কিনতে গিয়ে টাকা খরচ করতে হবে না।
কিভাবে AVI স্প্লিটার ব্যবহার করবেনঃ
1আপনার AVI ফাইল সিলেক্ট করুন
'AVI ফাইল সিলেক্ট করুন' এ ক্লিক করে আপনার AVI ফাইল আপলোড করুন, এরপর আপনার ফোল্ডার থেকে ভিডিও সিলেক্ট করুন। আপনি আপনার ভিডিওটিকে বক্সে টেনে এনে ছেড়ে দিলেও পারেন।
2আপনার ভিডিও স্প্লিট করুন
টাইমলাইনের যে কোন জায়গায় ইন্ডিকেটর বা স্লাইডারটিকে সরিয়ে রাখুন এবং 'স্প্লিট করুন' টুল এ ক্লিক করুন! আপনি আপনার কীবোর্ডে 'S' ও চাপতে পারেন। আপনার অপ্রয়োজনীয় ক্লিপগুলো ডিলিট করুন।
3রপ্তানি করুন
'রপ্তানি করুন' এ ক্লিক করুন। আপনার ক্লিপগুলো একটি MP4 ভিডিও হিসেবে আপনার ডিভাইসে রপ্তানি হয়ে যাবে।

'AVI স্প্লিটার' টিউটোরিয়াল
অনলাইন AVI কাটার, স্প্লিটার ও ট্রিমার
আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যার আপনাকে আপনার AVI ফাইলগুলোকে কয়েকটি অংশে কাট, স্প্লিট ও ট্রিম করতে সাহায্য করে। আপনার ভিডিওটি কয়েকটি ক্লিপে স্প্লিট করার পর, আপনি প্রত্যেকটি ক্লিপকে এডিট ও ট্রিম করতে পারেন। ট্রিম করার জন্য একটি ক্লিপের প্রান্ত ধরে বামদিকে টেনে এনে ছেড়ে দিন, তাহলেই এটি ছোট হয়ে যাবে।
ফ্রী ভিডিও এডিটর
VEED একটি সম্পূর্ণ ভিডিও এডিটর, যা আপনি সোশ্যাল মিডিয়াতে ব্যবহারের জন্য অসাধারণ সব ভিডিও তৈরিতে ব্যবহার করতে পারেন। আপনি আপনার ভিডিওগুলোকে প্রফেশনাল দেখানোর জন্য ফিল্টার ও ক্যামেরা ইফেক্ট ব্যবহার করতে পারেন। ইমেজ, সাউন্ড ওয়েভ ও আরও অনেক কিছু যুক্ত করুন!
সোশ্যাল মিডিয়ার জন্য আপনার ভিডিওগুলো রোটেট ও ক্রপ করুন
আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ফিট করার জন্য আপনার ভিডিওগুলোকে রোটেট ও ক্রপ করতে পারেন। শুধু ভিডিও ফ্রেম এর উপর থাকা ছোট ডটগুলোকে টেনে আনুন, যতক্ষণ পর্যন্ত আপানার পছন্দমত সাইজ ও আকৃতিতে না আসে। ফেসবুক, ইন্সটাগ্রাম স্টোরি, টুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটের জন্য আপনার ভিডিওর সাইজ পারফেক্ট করুন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি AVI স্প্লিটার থেকেও অনেক বেশি
আপনার ভিডিওতে ভিন্ন ভিন্ন কাজ করার জন্য অনেক রকমের অ্যাপ ইন্সটল করতে হবে না। আপনার প্রয়োজনীয় সব ভিডিও এডিটিং টুলই এখন VEED এর মাধ্যমে আপনার নখদর্পণে। আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যার দুর্দান্ত কন্ট্রোল ও ফাংশনে পূর্ণ এবং ইউজার-বান্ধব। বেশিরভাগ টুলেই ড্র্যাগ এন্ড ড্রপ ফিচার ব্যবহার করার সুযোগ আছে। কোন ধরণের ভিডিও এডিটিং অভিজ্ঞতার দরকার নেই। এটি ফ্রী ও অনলাইন। যে কোন সময় যে কোন ডিভাইস থেকে আপনার প্রজেক্টগুলো ব্যবহার করুন!
