







ফ্রী , অনলাইন FLV স্প্লিটার
VEED এর ফ্রী অনলাইন FLV স্প্লিটার টুল ব্যবহার করে বড় বড় FLV ফাইলগুলোকে ছোট ছোট অংশে স্প্লিট করুন। এটি ব্যবহার করা একেবারেই সহজ। শুধু স্লাইডার বা ইন্ডিকেটরটিকে টেনে টাইমলাইনে এনে ছেড়ে দিন এবং 'স্প্লিট করুন' বাটনে ক্লিক করুন। আপনি যতবার ইচ্ছা, ততবার এটি করতে পারেন। আপনার অপ্রয়োজনীয় ভিডিও ক্লিপগুলো ডিলিট করুন এবং বাকিটুকু একটি ভিডিও ফাইল হিসেবে সংরক্ষণ করুন। VEED এর ভিডিও এডিটর আপনাকে আপনার ভিডিওগুলোকে এনহেন্স করতে সাহায্য করে, যাতে এগুলো অসাধারণ ও প্রফেশনাল দেখায়। ইফেক্ট, ফিল্টার, টেক্সট, ইমেজ ও আরও অনেক কিছু যুক্ত করুন।
কিভাবে একটি FLV ফাইল স্প্লিট করবেনঃ
1একটি FLV ফাইল আপলোড করুন
আপনার 'FLV' ফাইলটি আপলোড করতে 'FLV ফাইল আপলোড করুন' এ ক্লিক করুন, এরপর আপনার ফোল্ডার থেকে ভিডিও সিলেক্ট করুন। অথবা, আপনি আপনার ফাইলটিকে এডিটরে টেনে এনে ছেড়ে দিলেও পারেন।
2আপনার ভিডিও স্প্লিট করা শুরু করুন
আপনি স্লাইডারটিকে টাইমলাইনে টেনে নিয়ে আপনার ভিডিও স্প্লিট করা শুরু করতে পারেন এবং এটিকে আপনার পছন্দমত লোকেশনে ছেড়ে দিন। 'স্প্লিট করুন' বাটনে ক্লিক করুন বা আপনার কীবোর্ডে 'S' বাটনটি চাপুন। আপনার অপ্রয়োজনীয় ক্লিপগুলো ডিলিট করুন।
3আপনার নতুন ভিডিও রপ্তানি করুন
বাকি ক্লিপগুলোকে একটি ভিডিও ফাইল হিসেবে রপ্তানি করুন। শুধু 'রপ্তানি করুন' এ ক্লিক করুন এবং আপনার ভিডিওটি একটি MP4 ফাইল হিসেবে সংরক্ষিত হয়ে যাবে।

'FLV স্প্লিটার' টিউটোরিয়াল
অনলাইনে FLV ফাইলগুলোকে স্প্লিট, কাট ও ট্রিম করুন, বিনামূল্যে
VEED এর ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পূর্ণ ব্রাউজার-ভিত্তিক। আপনি অনলাইনে আপনার ভিডিওগুলোকে স্প্লিট ও এডিট করতে পারেন, কোন অ্যাপ ইন্সটল না করেই। আমাদের সবগুলো টুলই ফ্রী, তাই আপনাকে ফাইনাল কাট প্রো এর মত ব্যয়বহুল অ্যাপ বা উইন্ডোজ মুভি মেকারের মত জটিল সফটওয়্যার কিনতে গিয়ে টাকা খরচ করতে হবে না।
আপনার ভিডিও ক্লিপগুলোকে এডিট করুন ও পুনরায় সাজান
আপনার ভিডিও স্প্লিট করা হয়ে গেলে, আপনি প্রত্যেকটি ক্লিপকে আপনার পছন্দমত এডিট করতে পারেন এবং টাইমলাইনে এগুলোকে পুনরায় সাজাতে পারেন। অন্য একটি লোকেশনে একটি ক্লিপকে সরাতে চাইলে শুধু এটিকে সিলেক্ট করে এডিটিং পেন এ টেনে নিয়ে ছেড়ে দিন। প্রয়োজনমত ক্লিপগুলোকে সামনে পিছনে সরান।
আরও ভিডিও যুক্ত করে মার্জ করুন
VEED আপনাকে ভিডিওগুলো একত্রে মার্জ করতে দেয়। আরও ক্লিপ যুক্ত করতে চাইলে শুধু এডিটরের নিচে ডানদিকে থাকা প্লাস (+) আইকনে ক্লিক করুন বা বামদিকের মেনু থেকে 'আপলোড করুন' এ ক্লিক করুন। আপনার ভিডিওগুলো সিলেক্ট করুন, আপনার পছন্দমত এগুলোকে এডিট করুন এবং একটি MP4 ফাইল হিসেবে সংরক্ষণ করুন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি FLV স্প্লিটার থেকেও অনেক বেশি
VEED এ এটির FLV স্প্লিটার ছাড়াও প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ ভিডিও এডিটিং টুল রয়েছে। আপনি ক্যামেরা ফিল্টার ও ইফেক্ট যুক্ত করে আপনার ভিডিওগুলোকে দুর্দান্ত ও প্রফেশনাল বানিয়ে তুলতে পারেন। ইমেজ, অডিও ও সাবটাইটেল যুক্ত করুন। সবগুলো টুলই ফ্রী ও অনলাইনে ব্যবহারযোগ্য। এটি সাফারি, ফায়ারফক্স ও ক্রোম সহ সবগুলো জনপ্রিয় ব্রাউজারে নির্বিঘ্নে কাজ করে। এটি উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স এবং সব মোবাইল ডিভাইসে নির্বিঘ্নে কাজ করে।
