






ফ্রী অনলাইন WMV স্প্লিটার
VEED এর ফ্রী ভিডিও স্প্লিটার ব্যবহার করে আপনার WMV ভিডিওগুলোকে স্প্লিট করুন। আপনার ভিডিও আপলোড করুন এবং 'স্প্লিট করুন' বাটনে ক্লিক করুন বা আপনার কীবোর্ডে 'S' বাটনটি চাপুন। আপনার পছন্দমত ভিডিওগুলোকে ট্রিম করুন, কাটুন ও পুনরায় সাজান। আমাদের অনলাইন ভিডিও এডিটর আপনাকে আপনার ভিডিওগুলোকে রোটেট, ক্রপ ও রিসাইজ করতে সাহায্য করে। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য ক্যামেরা ইফেক্ট ও ফিল্টার যুক্ত করুন। সবগুলো টুলই ফ্রী। ফাইনাল কাট প্রো এর মত ব্যয়বহুল অ্যাপ কিনতে গিয়ে টাকা খরচ করতে হবে না।
কিভাবে WMV ফাইল স্প্লিট করবেনঃ
1একটি WMV ফাইল সিলেক্ট করুন
'WMV ফাইল সিলেক্ট করুন' এ ক্লিক করে আপনার WMV ফাইল আপলোড করুন। আপনার ফোল্ডার থেকে ভিডিও সিলেক্ট করুন বা এটিকে এডিটরে টেনে এনে ছেড়ে দিন।
2আপনার ভিডিও স্প্লিট করা শুরু করুন
টাইমলাইন বা এডিটিং পেন এর যে লোকেশনে আপনি ভিডিওটিকে স্প্লিট করতে চান, সেখানে ক্লিক করুন। আপনার কীবোর্ডে 'S' চাপুন বা টাইমলাইনের উপর থাকা ‘স্প্লিট করুন’ বাটনে ক্লিক করুন। আপনি দুই বা ততোধিক অংশে আপনার WMV ফাইলটিকে স্প্লিট করতে পারেন। আপনি যে অংশগুলো সংরক্ষণ করতে চান না, সেগুলো ডিলিট করুন।
3আপনার নতুন ভিডিও রপ্তানি করুন
'রপ্তানি করুন' এ ক্লিক করে আপনার নতুন ভিডিওটি সংরক্ষণ করুন। আপনার ভিডিও ক্লিপটি একটি MP4 ভিডিও হিসেবে রপ্তানি হয়ে যাবে।

'WMV স্প্লিটার' টিউটোরিয়াল
WMV ফাইলগুলোকে স্প্লিট ও কাট করুন
আপনি যদি একটি ভিডিওর অংশবিশেষ আলাদা ভিডিও ফাইল হিসেবে সংরক্ষণ করতে চান, তাহলে আপনি আমাদের WMV স্প্লিটার টুল ব্যবহার করে আপনার অপ্রয়োজনীয় অংশগুলোকে কেটে ফেলতে পারেন। একটি MP4 ফাইল হিসেবে আপনার সিলেক্ট করা ভিডিওটি সংরক্ষণ করুন।
ফ্রী অনলাইন ভিডিও এডিটর
VEED আপনাকে শুধু আপনার ভিডিওগুলোকে স্প্লিট ও কাট করা ছাড়াও আরও অনেক কাজে সাহায্য করে। আপনার ব্যবহারের জন্য আমাদের কাছে ভিডিও ক্রপিং টুলের মত ভিডিও এডিটিং টুলের একটি বিশাল সমাহার রয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের জন্য আপনার ভিডিওগুলোকে রিসাইজ করুন। আপনি টেক্সট, ইমেজ ইত্যাদিও যুক্ত করতে পারেন।
অডিও ও মিউজিক ভিজুয়ালাইজার যুক্ত করুন
আপনি আপনার ভিডিওগুলো নিয়ে আরেকটি মজার কাজ করতে পারেন, তা হচ্ছে সাউন্ড ও মিউজিক ভিজুয়ালাইজার যুক্ত করা। সৃজনশীল হন এবং বিনামূল্যে ব্যবহারযোগ্য ভিন্ন ভিন্ন ভিজুয়ালাইজার স্টাইলগুলো থেকে একটি সিলেক্ট করুন। আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আপনার অডিও ফাইল যুক্ত করতে পারেন বা আপনার ভিডিওর আসল সাউন্ডট্র্যাকটিকে প্রতিস্থাপিত করতে পারেন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি WMV স্প্লিটার থেকেও অনেক বেশি
আমাদের ভিডিও এডিটর আপনাকে শুধু আপনার WMV ভিডিওগুলোকে স্প্লিট, কাট ও ট্রিম করা ছাড়াও আরও অনেক কাজে সাহায্য করে। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য দুর্দান্ত সব ভিডিও তৈরি করতে প্রয়োজনীয় সব টুলই আছে এখানে। ইমেজ, আকৃতি, সাউন্ড ওয়েভ যুক্ত করুন, এমনকি আপনার ভিডিওর উপর আঁকুনও। এটি অনেক দ্রুত এবং ব্যবহার করা একেবারেই সহজ। এই সবই করুন মাত্র কয়েকটি ক্লিকেই!
