






একটি ক্লিকেই ভিডিও ওভারলে যুক্ত করুন
VEED এর অনলাইন ভিডিও এডিটর আপনাকে কেবল একটি ক্লিকেই আপনার ভিডিওগুলোতে ওভারলে যুক্ত করতে দেয়। একটি বোকেহ ইফেক্ট, ফিল্ম বার্ন, লাইট লিক, VHS ওভারলে এবং আরও অনেক কিছু যুক্ত করুন! আপনি পছন্দমত লুক দেওয়ার জন্য ক্যামেরা ফিল্টার যুক্ত করতে পারেন। আপনার ভিডিওর সাধারণ টোন পরিবর্তন করতে আপনি কালার গ্রেডিং যুক্ত করতে পারেন। আমাদের ভিডিও ওভারলেগুলো একদম ফ্রী। এটি খুবই সহজ; কেবল বামদিকের মেনু থেকে ফিল্টারগুলোতে ক্লিক করুন এবং আপনি যে ওভারলে বা ইফেক্ট চান তা নির্বাচন করুন। আর আপনি এ সবই অনলাইনে করতে পারবেন—সরাসরি আপনার ব্রাউজার থেকেই। আপনার ডিভাইসে বড় স্টোরেজ স্পেস দখল করে এমন অ্যাপ্লিকেশন ইনস্টল করার দরকার নেই।
কিভাবে ভিডিও ওভারলে যুক্ত করবেনঃ

ভিডিও আপলোড করুন
আপনি যে ভিডিওতে ইফেক্তগুলো যুক্ত করতে চান, তা আপলোড করুন। ‘ভিডিও সিলেক্ট করুন’ এ ক্লিক করে ফাইল সিলেক্ট করুন বা টেনে এনে ছেড়ে দিন।

ইফেক্ট যুক্ত করুন
‘ফিল্টার’ এ ক্লিক করুন এবং আপনার ভিডিওতে যে ফিল্টার, ইফেক্ট ও কালার গ্রেডিং অপশনগুলো যুক্ত করতে চান, সেগুলো সিলেক্ট করুন।

ডাউনলোড করুন
আপনার ভিডিওর স্টাইল নিয়ে সন্তুষ্ট হলে, শুধু ‘রপ্তানি করুন’ এ ক্লিক করলেই কাজ শেষ!
‘ভিডিওতে ওভারলে যুক্ত করা’র টিউটোরিয়াল
প্রত্যেক নির্মাতার জন্য ভিডিও ইফেক্ট
VEED এর ভিডিও এডিটিং সফ্টওয়্যারটি প্রত্যেক নির্মাতার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। আপনি আপনার ভিডিওর জন্য যেমন নিখুঁত লুক চান, তা তৈরি করতে প্রয়োজনীয় সবগুলো টুল এখানে খুঁজে পান। আমাদের প্রফেশনাল ভাবে ডিজাইন করা ভিডিও ওভারলে ও ইফেক্টগুলো থেকে সিলেক্ট করুন। আপনার ভিডিওটিকে আরও নাটকীয় ও অনন্য দেখানোর জন্য একটি নস্টালজিক ইফেক্ট অর্জন করুন, লাইট লিক যুক্ত করুন, কালার গ্রেডিং ও অন্যান্য ক্যামেরা ইফেক্টও যুক্ত করতে পারেন। এতে কেবল একটি ক্লিক লাগে। আপনি ব্যবসায়িক, শিক্ষাগত বা ব্যক্তিগত ব্যবহারের জন্য ভিডিও তৈরি করলে VEED হল সবচেয়ে উপযুক্ত সফ্টওয়্যার। পিক্সেলেট করুন, অস্পষ্ট করুন, উল্টে ফেলুন, অ্যানিমেট করুন, পছন্দটি আপনার! VEED এর ইফেক্ট এর স্যুটটি আপনার মার্কেটিং এর ভিডিও, ইউটিউব ভিডিও, টিকটক, আইজিটিভি ভিডিও, প্রশিক্ষণ ও ব্যাখ্যাকারী ভিডিওগুলোকে কনভার্ট করবে, আপনি যেমনটা চান!

একটি ভিডিও এডিটরেই প্রয়োজনীয় সব টুল
একটি ক্লিকেই ইফেক্ট যুক্ত করা ছাড়াও, আপনি আপনার ভিডিওতে সব ধরণের এডিট করতে VEED ব্যবহার করতে পারেন। আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এ ফিট করতে আপনার ভিডিওগুলোকে কাটতে, ক্রপ করতে, ঘুরাতে ও রিসাইজ করতে পারেন। আপনার ভিডিওগুলো একাধিক ক্লিপ এ বিভক্ত করুন এবং এগুলোকে আমাদের সাধারণ ড্র্যাগ এবং ড্রপ ফিচার দিয়ে টাইমলাইনে পুনরায় সাজিয়ে নিন। VEED ব্যবহার করে প্রফেশনাল দেখতে ভিডিও তৈরি করার জন্য আপনার কোন ভিডিও এডিটিং অভিজ্ঞতার দরকার নেই! সকল কারণ ও উদ্দেশ্যকে সামনে রেখে ভিডিও তৈরি করতে আমাদের ভিডিও টেমপ্লেট ও স্টক ভিডিওগুলো ব্যবহার করুন। ব্যবসায়িক প্রেজেন্টেশন ভিডিও, মার্কেটিং ভিডিও বা আপনার বন্ধুদের জন্য মজার মজার ভিডিও ইত্যাদি তৈরি করুন!

আপনার সোশ্যাল মিডিয়া পেজগুলোতে আরও বেশি এংগেজমেন্ট পান
আপনার ভিডিওগুলোতে একটি নির্দিষ্ট ট্রেন্ড, মৌসুম, মুড এর সাথে বা সোশ্যাল মিডিয়ার দর্শকদের জন্য মানানসই করতে VEED এর ভিডিও ওভারলে ও ইফেক্টগুলো ব্যবহার করা যায়। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদির জন্য ভিডিও ডাউনলোড করতে আমাদের আগে থেকে সেট করে রাখা ক্যানভাস সাইজগুলো ব্যবহার করে দেখুন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন এর জন্য আপনার ভিডিওগুলো কাস্টমাইজ করতে দৈর্ঘ্য, থাম্বনেইল, অডিও, রেজোলিউশন এবং সাইজ এডিট করুন। অথবা, আপনি যদি আপনার ভিডিওটিকে অল্পবয়স্ক দর্শকদের জন্য আরও আকর্ষণীয় করতে চান, তবে আমাদের “স্ট্রোব এফেক্ট” ব্যবহার করে দেখতে পারেন। আমাদের দুর্দান্ত ইফেক্টগুলো ব্যবহার করে আপনার কন্টেন্ট আপ-টু-ডেট রাখুন।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু ভিডিও ওভারলে যুক্ত করা ছাড়াও আরও অনেক কিছু
VEED সব ধরণের নির্মাতাদের জন্য সম্পূর্ণ ভিডিও এডিটর প্যাকেজ। আপনার প্রয়োজন হতে পারে এমন এডিটিং টুলের কোন অভাব নেই! আমাদের অনলাইন ভিডিও এডিটরে আপনি অত্যাশ্চর্য ভিডিও তৈরি করার জন্য প্রচুর অসাধারণ ফিচারের একটি কালেকশন ব্যবহার করতে পারেন। ওয়াটারমার্ক, লোগো, প্রোগ্রেস বার, ইমোজিস, কার্টুন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাবটাইটেল, অনুবাদ এবং আরও অনেক কিছু যুক্ত করুন! আপনার মত কন্টেন্ট নির্মাতাদের জন্য VEED একটি শক্তিশালী, তবে সহজেই ব্যবহারযোগ্য ভিডিও এডিটর!
