







অনলাইনে একটি MP4 ভিডিও মিউট করুন, বিনামূল্যে
আমি কি একটি MP4 ভিডিও থেকে অডিও সরাতে চান? তাহলে আপনি VEED এর অডিও রিমুভার টুলটি ব্যবহার করতে পারেন। কয়েকটি ধাপেই ভিডিওর কিছু অংশ বা পুরো ভিডিওটিকে মিউট করে ফেলুন। আপনার অডিও বা ভিডিও এডিট করার অভিজ্ঞতা থাকার দরকার নেই!
আমাদের ভিডিও এডিটর সম্পূর্ণ ব্রাউজার-ভিত্তিক, তাই আপনাকে কোন সফটওয়্যার ইন্সটল করতে হবে না। আপনার ভিডিওটি VEED এ আপলোড করুন, সাউন্ড আইকনে ক্লিক করুন এবং আপনার ভিডিওটি মিউট হয়ে যাবে। আবার, আপনি অন্য একটি অডিও ফাইল দিয়ে আসল ফাইলটিকে প্রতিস্থাপনও করতে পারেন। এ সবই করুন শুধু মাত্র কয়েকটি ক্লিকে!
একটি MP4 ভিডিও থেকে কিভাবে অডিও সরিয়ে ফেলবেনঃ
1আপনার ভিডিও সিলেক্ট করুন
‘MP4 ফাইল সিলেক্ট করুন’ এ ক্লিক করে আপনার MP4 ফাইলটি আপলোড করুন। আপনি ভিডিওটিকে আপনার ফোল্ডার থেকে এডিটরে টেনে এনে ছেড়ে দিলেও পারেন।
2অডিও সরিয়ে ফেলুন
আপনি সাউন্ড আইকনে ক্লিক করে আপনার ভিডিওটি মিউট করতে পারেন, বা তা থেকে অডিও সরিয়ে ফেলতে পারেন। আপনি আইকনটিকে কাটা অবস্থায় দেখতে পাবেন, এর অর্থ আপনি এটিকে মিউট করতে পেরেছেন।
3আপনার ভিডিও ডাউনলোড করুন
কাজ শেষ! ‘রপ্তানি করুন’ এ ক্লিক করলেই আপনার ভিডিওটি আপনার ডিভাইসে সংরক্ষিত হয়ে যাবে।

‘MP4 থেকে অডিও সরানো’র টিউটোরিয়াল
আপনার ভিডিও মিউট করুন এবং অডিও ফাইল দিয়ে প্রতিস্থাপিত করুন
আপনি যদি আপনার ভিডিওর আসল অডিও প্রতিস্থাপিত করতে চান, তাহলে শুধু ভিডিওটি মিউট করুন এবং অন্য একটি অডিও ফাইল যুক্ত করুন। এডিটিং পেন এর নিচে ডানদিকে থাকা প্লাস (+) আইকনে ক্লিক করে একটি অডিও ফাইল যুক্ত করুন। আপনি বামদিক থেকে ‘আপলোড করুন’ এও ক্লিক করতে পারেন।
একটি সাউন্ড মিক্স তৈরি করুন
আপনি একটি অডিও ট্র্যাক এর উপর আরেকটিকে রেখে সাউন্ড মিক্স তৈরি করতে পারেন। আপনি যত ইচ্ছা ততগুলো অডিও ফাইল আপলোড করতে পারেন। এগুলোকে একত্রে মিক্স করতে শুধু প্রত্যেকটি অডিও লেয়ার সিলেক্ট করুন এবং টাইমলাইনে একটিকে আরেকটির উপর রাখুন। আপনি এগুলোকে ভিডিওর বিভিন্ন অংশে টেনে নিয়ে ছেড়ে দিতে পারেন। প্রয়োজন হলে আপনার অডিও ট্র্যাকগুলোকে কাট, ক্লিপ ও ট্রিম করুন। এজন্য শুধু এডিটরের উপরে থাকা ‘স্প্লিট’ টুলটি ব্যবহার করুন।
একটি মিউজিক ভিজুয়ালাইজার যুক্ত করুন
আরও দুর্দান্ত হচ্ছে—আপনি যদি আসল অডিওটিকে অন্য একটি সাউন্ডট্র্যাক দিয়ে প্রতিস্থাপিত করতে চান, তাহলে আপনার ভিডিওতে মিউজিক ভিজুয়ালাইজার যুক্ত করতে পারেন! শুধু বামদিকের মেনু থেকে ‘এলিমেন্ট’ এ ক্লিক করুন। ‘সাউন্ডওয়েভ যুক্ত করুন’ এ ক্লিক করে বিভিন্ন ভিজুয়ালাইজার থেকে পছন্দ করুন। আপনি চাইলে কয়েকটি ভিজুয়ালাইজারও যুক্ত করতে পারেন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
MP4 থেকে অডিও সরানো ছাড়াও অনেক কিছু
VEED এর মাধ্যমে আপনি শুধু MP4 ভিডিও থেকে অডিও সরানো ছাড়াও আরও অনেক কিছু করতে পারেন। আপনি একটি নতুন সাউন্ডট্র্যাক দিয়ে আসল অডিও ফাইলটিকে প্রতিস্থাপন করতে পারেন। ভয়েস রেকর্ডিং, ন্যারেশন, ডাব ও ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করুন। আপনি আপনার অডিও ফাইলগুলো স্প্লিট ও ট্রিমও করতে পারেন। VEED একটি শক্তিশালী ভিডিও এডিটিং সফটওয়্যার, যা আপনাকে আপনার ভিডিও এডিট করতে সাহায্য করে। ইমেজ, টেক্সট ইত্যাদি যুক্ত করুন। আমাদের ভিডিও এডিটিং টুলগুলো ব্যবহার করুন এবং আজই অসাধারণ সব ভিডিও তৈরি করা শুরু করে দিন!
