ইউটিউব ভিডিও স্পিড কন্ট্রোলার
একটি ইউটিউব ভিডিওর গতি পরিবর্তন করুন। কোন কিছু ডাউনলোডের প্রয়োজন নেই।








আপনার ইউটিউব ভিডিওর গতি পরিবর্তন করুন অনলাইনে
আপনি কি একটি ইউটিউব ভিডিওর গতি পরিবর্তন করতে চান এবং এটিকে আপনার মত করে এডিটও করতে চান? প্লেব্যাক এর গতি বাড়াতে বা কমাতে VEED এর অনলাইন ভিডিও এডিটর ব্যবহার করুন। আপনাকে কোন সফটওয়্যার ইন্সটল করতে হবে না। শুধু URL ফিল্ডে একটি ইউটিউব লিংক পেস্ট করুন, গতির অপশনগুলো থেকে একটি সিলেক্ট করুন বা একটি কাস্টম গতি প্রবেশ করান! কাজ শেষ হলে আপনি ভিডিওটি একটি MP4 ফাইল হিসেবে রপ্তানি করতে পারেন। আমাদের ইউটিউব ভিডিও স্পিড কন্ট্রোলারের ব্যবহার সম্পূর্ণ ফ্রী। একটি একাউন্ট তৈরি করা ঐচ্ছিক, কিন্তু এতে করে আপনি একই জায়গায় আপনার সবগুলো প্রজেক্ট সংরক্ষণ করে রাখতে পারেন।
কিভাবে একটি ইউটিউব ভিডিওর গতি পরিবর্তন করবেনঃ:
1একটি ইউটিউব লিংক পেস্ট করুন
ইউটিউব লিংকটি কপি করে তা URL ফীল্ডে পেস্ট করুন। VEED এডিটরে ভিডিওটি আপলোড করে দিবে।
2একটি গতি পছন্দ করুন
এডিটরে ভিডিওতে ক্লিক করে একটি গতি সেট করুন। আপনি 1x, 1.5x, 2x ইত্যাদি থেকে একটি সেট করতে পারেন। অথবা 'কাস্টম' এ ক্লিক করে আপনার পছন্দমত গতি প্রবেশ করান।
3আপনার ভিডিও রপ্তানি করুন
'রপ্তানি করুন' এ ক্লিক করুন। আপনার ভিডিওটি একটি MP4 ফাইল হিসেবে ডাউনলোড হয়ে যাবে।

‘ইউটিউব ভিডিও স্পিড কন্ট্রোলার’ টিউটোরিয়াল
ইউটিউব ভিডিওর গতি বাড়ান বা কমান
আপনি আমাদের অনলাইন ভিডিও স্পিড কন্ট্রোলার ব্যবহার করে একটি ইউটিউব ভিডিওর প্লেব্যাক স্পিড বাড়াতে বা কমাতে পারেন। এটি সরাসরি আপনার ব্রাউজার থেকেই করুন; কোন কিছু ইন্সটল করতে হবে না। VEED গুগল ক্রোম, ফায়ারফক্স ইত্যাদি সহ সবগুলো জনপ্রিয় ব্রাউজারে নির্বিঘ্নে কাজ করে।
ইউটিউব ভিডিওগুলো এডিট করুন
VEED এর ফ্রী ভিডিও এডিটিং টুলগুলো ব্যবহার করে ইউটিউব ভিডিও এডিট করুন। আপনি টেক্সট, ইমেজ ও অডিও যুক্ত করতে পারেন এবং একটি MP4 ফাইল হিসেবে ইউটিউব ভিডিওটি ডাউনলোডও করতে পারেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ফিট করার জন্য ইউটিউব ভিডিওগুলোকে রোটেট, রিসাইজ ও ক্রপ করুন।
ইউটিউব ভিডিও ক্লিপ থেকে GIF তৈরি করুন
আপনি কি একটি ইউটিউব ভিডিওর ক্লিপকে GIF এ কনভার্ট করতে চান? শুধু একটি ইউটিউব লিংক পেস্ট করুন এবং এটিকে আপনার পছন্দমত এডিট করে এরপর একটি GIF ফাইল হিসেবে রপ্তানি করুন। কাজ শেষ হয়ে গেলে অপশন থেকে 'GIF হিসেবে রপ্তানি করুন' সিলেক্ট করুন। ভিডিওটি আপনার ডিভাইসে একটি অ্যানিমেটেড GIF ইমেজ হিসেবে সংরক্ষিত হয়ে যাবে।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি ইউটিউব ভিডিও স্পিড কন্ট্রোলার ছাড়াও আরও অনেক কিছু
VEED দিয়ে আপনি শুধু আপনার ইউটিউব ভিডিওর গতি পরিবর্তন করা ছাড়াও আরও অনেক কিছু করতে পারেন। এটি একটি সম্পূর্ণ অনলাইন ভিডিও এডিটর, যা আপনাকে একজন প্রফেশনালের মত ভিডিও তৈরিতে সাহায্য করে - এমনকি আপনার ভিডিও এডিটিং এর কোন অভিজ্ঞতারও প্রয়োজন নেই। আপনি আপনার ভিডিওগুলোতে টেক্সট, ক্যাপশন ও সাবটাইটেল যুক্ত করতে পারেন। ইমেজ, ড্রয়িং, আকৃতি ও ইমোজি ব্যবহার করে আপনার ভিডিওগুলোকে চমৎকার করে তুলুন। আমাদের ভিডিও এডিটিং টুলগুলো ব্যবহার করে আজই প্রফেশনাল দেখতে ভিডিও তৈরি করুন!
