ভিডিও স্পিড কন্ট্রোলার
একটি ভিডিওর গতি পরিবর্তন করুন। একটি ভিডিওর গতি বাড়ান বা কমান। অনলাইন, বিনামূল্যে।








অনলাইনে ভিডিওর গতি বাড়ান বা কমান
আপনি কি আপনার ভিডিও দ্রুত বা ধীরগতির করতে চান? VEED এর ভিডিও স্পিড কন্ট্রোলার ব্যবহার করে আপনার ভিডিওর গতি বাড়ান বা কমান। আপনি একটি ইউটিউব ভিডিও আপলোড করুন বা এর URL পেস্ট করুন। আপনি এমনকি আপনার অ্যানিমেটেড GIF এর গতিও পরিবর্তন করতে পারেন। আগে থেকে সেট করে রাখা গতির অপশনগুলো থেকে একটি সিলেক্ট করুন বা একটি কাস্টম স্পিড এর সেটিং প্রবেশ করান। আপনি আপনার গতি 0.5x,1x, 1.5x, 2x ইত্যাদিতে সেট করতে পারেন।
সবচেয়ে ভাল বিষয় হচ্ছে, আপনাকে কোন অ্যাপ ইন্সটল করতে হবে না। VEED সরাসরি আপনার ব্রাউজার থেকেই কাজ করে। এটি গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, সাফারি ও অন্যান্য জনপ্রিয় ওয়েব ব্রাউজারে নির্বিঘ্নে কাজ করে। এই টুল ব্যবহারের জন্য ক্রোম এক্সটেনশন ইন্সটল করার প্রয়োজন নেই। এটি ফ্রী, তাই আপনাকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর মত ব্যয়বহুল সফটওয়্যার কিনতে গিয়ে টাকা খরচ করতে হবে না।
কিভাবে একটি ভিডিওর গতি পরিবর্তন করবেনঃ

একটি ভিডিও সিলেক্ট করুন
আপনার ফোল্ডার থেকে একটি ভিডিও সিলেক্ট করে VEED এ আপলোড করুন। অথবা আপনি আপনার ফাইলটিকে এডিটরে টেনে এনে ছেড়ে দিলেও পারেন।

গতি পরিবর্তন করুন
অডিওর অধীনে থাকা স্পিড সেটিংস থেকে একটি গতি সিলেক্ট করুন। আপনি 'কাস্টম' এ ক্লিক করে আপনার পছন্দমত ফিল্ডও সেট করতে পারেন।

রপ্তানি করুন
'রপ্তানি করুন' এ ক্লিক করে আপনার ভিডিওটি ডাউনলোড করুন। আপনার নতুন ভিডিওটি একটি MP4 ফাইল হিসেবে সংরক্ষিত হয়ে যাবে।
‘একটি ভিডিওর গতি বাড়ানো বা কমানো'র টিউটোরিয়াল
একটি স্লো-মোশন বা টাইমল্যাপ্স ইফেক্ট তৈরি করুন
VEED এর ভিডিও স্পিড কন্ট্রোলার দিয়ে আপনি একটি স্লো-মোশন বা টাইমল্যাপ্স ইফেক্ট তৈরি করতে পারেন, এমনকি ঐ সেটিংস এ আসল ভিডিও শ্যুট না করেই। স্লো-মো ভিডিও ড্রামাটিক ইফেক্ট যুক্ত করার জন্য খুবই উপযোগী বা হাউ-টু ভিডিও বা টিউটোরিয়াল তৈরির ক্ষেত্রেও এগুলো কাজে লাগে। এভাবে আপনি কয়েকটি ধাপে জোর দিয়ে আপনার ম্যাসেজ পরিষ্কার করে বুঝাতে পারেন। অন্যদিকে, একটি টাইমল্যাপ্স বি-রোল তৈরির জন্য বা সময়সাপেক্ষ প্রক্রিয়া দ্রুতগতিতে দেখানোর জন্য উপযুক্ত। এটি VEED দিয়ে একেবারেই সহজ!

একটি ভিডিওর অংশবিশেষ এর গতি বাড়ান বা কমান
আপনি ভিডিওর অংশবিশেষ সিলেক্ট করতে পারেন এবং নির্দিষ্ট ক্লিপের গতি বাড়াতে বা কমাতে পারেন। আপনাকে শুধু ভিডিওটিকে কয়েকটি অংশে স্প্লিট করতে হবে, এরপর ক্লিপগুলোকে সিলেক্ট করে তাদের গতি পরিবর্তন করতে হবে। ভিডিওটিকে কয়েকটি অংশে স্প্লিট করতে স্লাইডারটিকে সরান - নীল ইন্ডিকেটরটিকে আপনার পছন্দমত লোকেশনে নিয়ে আসুন বা 'স্প্লিট' টুল এ ক্লিক করুন। অথবা আপনি রাইট-ক্লিক করে 'স্প্লিট' সিলেক্ট করুন। আপনি যে ক্লিপের গতি বাড়াতে বা কমাতে চান, সেটিংস থেকে সেটির গতি পরিবর্তন করুন। আপনি কিছু ক্লিপ স্লো-মোশন এবং কিছু উচ্চগতিতে রাখতে পারেন। অনেক দুর্দান্ত ব্যাপার!

আরও ভিডিও ইফেক্ট যুক্ত করুন
আপনার ভিডিওকে আরও দুর্দান্ত করে তুলতে, আপনি VEED এর ফ্রী ভিডিও ইফেক্ট ও ক্যামেরা ফিল্টার ব্যবহার করতে পারেন। বামদিকের মেনু থেকে 'ফিল্টার' এ ক্লিক করুন। আপনি আপনার ভিডিওতে কালার-গ্রেডিং যুক্ত করে এটিকে আরও উজ্জ্বল, কম আলোযুক্ত বা সাদা-কালো ইমেজে পরিণত করুন। ফিশ-আই ইফেক্ট, নাইট ভিশন এবং আরও অনেক রকমের মজার মজার ইফেক্ট। আপনি অডিও, ইমেজ ও টেক্সটও যুক্ত করতে পারেন। আপনার ভিডিওকে আরও মনোমুগ্ধকর করে তুলতে ক্যাপশন যুক্ত করুন। আপনার ভিডিওর উপর ব্রাশ টুল দিয়ে আঁকুন - প্রেজেন্টেশন ও টিউটোরিয়াল এর জন্য পারফেক্ট। এমনই আরও অনেক রকমের চমৎকার সব টুল রয়েছে আপনার ব্যবহারের জন্য। এগুলো সবই বিনামূল্যে অনলাইনে ব্যবহার করা যায়!

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি ভিডিও স্পিড কন্ট্রোলার ছাড়াও আরও অনেক কিছু
VEED একটি শক্তিশালী ভিডিও এডিটর, যা অসাধারণ ও দুর্দান্ত সব ভিডিও তৈরির জন্য প্রয়োজনীয় সব রকমের ভিডিও এডিটিং টুল দিয়ে পরিপূর্ণ। আপনি আপনার ভিডিওগুলো স্প্লিট, ট্রিম ও কাট করতে পারেন এবং অপ্রয়োজনীয় ক্লিপগুলো ডিলিট করতে পারেন। আপনার প্রয়োজনমত প্রত্যেকটি ক্লিপ এডিট করুন এবং একটি MP4 ফাইল হিসেবে এগুলোকে রপ্তানি করুন। আপনি টেক্সট, ইমেজ, সাউন্ড ইফেক্ট ইত্যাদি যুক্ত করতে পারেন। এটি অনেক সহজেই ব্যবহারযোগ্য ভিডিও এডিটিং অ্যাপ, যা আপনাকে প্রফেশনালদের মত ভিডিও তৈরি করতে সাহায্য করে।
