







এক ক্লিকেই আপনার ভিডিওতে একটি VHS ইফেক্ট যুক্ত করুন
আপনি কি আপনার ভিডিওকে একটি VHS এর মত দেখাতে চান? VEED এর মাধ্যমে আপনি শুধু এক ক্লিকেই আপনার ভিডিওকে পরিবর্তন করতে পারেন। শুধু ফিল্টার মেনুতে গিয়ে আপনার ভিডিওতে VHS ওভারলে ইফেক্ট যুক্ত করুন। বামদিকের প্যানেল থেকে 'ফিল্টার' এ ক্লিক করে 'ইফেক্ট' সিলেক্ট করুন। ক্যামেরা ফিল্টার ও ইফেক্ট এর বিশাল সম্ভার থেকে একটি সিলেক্ট করুন। VHS ওভারলে সিলেক্ট করুন এবং আপনার চোখের সামনে আপনার ভিডিও পরিবর্তিত হতে দেখুন।
কিভাবে ভিডিও ওভারলে যুক্ত করবেন
1আপলোড করুন
VEED এ আপনার ভিডিও আপলোড করুন। আপনি আপনার ফাইলটিকে এডিটরে টেনে এনে ছেড়ে দিলেও পারেন।
2ইফেক্ট প্রয়োগ করুন
VHS ওভারলে বা আপনার পছন্দমত অন্য যে কোন ভিডিও ইফেক্ট সিলেক্ট করুন। শুধু এটিতে ক্লিক করুন, তাহলে আপনার ভিডিওর লুক ও ফিল পরিবর্তিত হয়ে যাবে।
3ডাউনলোড করুন
‘রপ্তানি করুন’ এ ক্লিক করুন এবং আপনার পছন্দমত ফরম্যাটে আপনার ভিডিওটি ডাউনলোড করুন।

'VHS ওভারলে যুক্ত করা'র টিউটোরিয়াল
ফ্রী ভিডিও ইফেক্ট
আপনি আপনার ভিডিওতে ব্যবহার করার জন্য ক্যামেরা ফিল্টার সহ অনেক ধরণের ভিডিও ইফেক্ট থেকে সিলেক্ট করতে পারেন। এটি ফ্রী ও আপনাকে সাইন আপ করতে বা একাউন্ট খুলতে হবে না। শুধু এক ক্লিকেই ইফেক্ট ও ফিল্টার ব্যবহার করুন!
অনলাইন ভিডিও এডিটর
আপনি আপনার ভিডিওগুলোকে প্রফেশনাল দেখানোর জন্য VEED এর ভিডিও এডিটর ব্যবহার করুন। আপনার ভিডিওতে ভিডিও ইফেক্ট যুক্ত করা ছাড়াও, আপনি তাদের লুক ও ফিল সেট করার জন্য আমাদের টুলের বিশাল সম্ভার ব্যবহার করতে পারেন। আপনার ভিডিও ঘুরান, কাটুন ও রিসাইজ করুন। আপনি ইমেজ, অডিও ইত্যাদি যুক্তও করতে পারেন।
ফ্রী স্টক ভিডিও
VEED আপনাকে স্টক ভিডিও ব্যবহারের সুযোগ দেয়, যা আপনি যে কোন উদ্দেশ্যে পুনরায় ব্যবহার করতে পারেন। ব্যবসায়িক ও ব্যক্তিগত উদ্দেশ্যে ভিডিও তৈরি করুন। আপনি হলিডে ভিডিও, ব্যবসায়িক প্রেজেন্টেশন ভিডিও ইত্যাদি তৈরি করতে পারেন। সহজেই এগুলোকে পারসোনালাইজ করুন এবং স্টিকার, টীকা ইত্যাদির মত আপনার প্রয়োজনীয় সব এলিমেন্ট যুক্ত করতে পারেন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি VHS ওভারলে যুক্ত করা ছাড়াও আরও অনেক কিছু
VEED ক্যামেরা ফিল্টার ও ইফেক্ট ছাড়া আরও অনেক ভিডিও এডিটিং টুল দিয়ে পরিপূর্ণ। আপনি যে কোন সোশ্যাল মিডিয়াতে ফিট করার জন্য আপনার ভিডিওগুলোকে আমাদের ভিডিও এডিটর ব্যবহার করে রোটেট, রিসাইজ ও ক্রপ করতে পারেন। আপনার ভিডিওগুলোকে ইন্সটাগ্রাম, ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ করুন। আপনি ইমেজ, অডিও, ব্যাকগ্রাউন্ড মিউজিক, স্টিকার ইত্যাদি যুক্ত করতে পারেন। এটি ফ্রী এবং ব্যবহার করা একদম সহজ!
