







অনলাইনে বিনামূল্যে MP4 ফাইল ক্রপ করুন
আমাদের অনলাইন ভিডিও এডিটিং সফটওয়্যারে সহজেই ব্যবহারযোগ্য ভিডিও ক্রপিং টুল রয়েছে, যাতে আপনি কোন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে ফিট করার উদ্দেশ্যে আপনার MP4 ফাইলগুলোকে ক্রপ করতে পারেন। এটি সম্পূর্ণ অনলাইন - আপনার মোবাইল ফোন, ল্যাপটপ বা ডেস্কটপের যে কোন জায়গা থেকে আমাদের ভিডিও কাটার ব্যবহার করুন। আপনার ব্রাউজারে সঠিকভাবে ব্যবহারের জন্য সবগুলো টুল তৈরি আছে!
আপনার ভিডিওগুলোর সাইজ পরিবর্তন করতে ও GIF এ কনভার্ট করতে আপনি VEED এর অনলাইন MP4 ভিডিও ক্রপার ব্যবহার করতে পারেন। VEED একই সাথে একটি ভিডিও এডিটর ও ভিডিও কনভার্টার। আপনার MP4 ভিডিওগুলো এডিট করুন, ক্রপ করুন, সাইজ পরিবর্তন করুন এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে GIF হিসাবে শেয়ার করুন।
কিভাবে একটি MP4 ভিডিও ক্রপ করবেনঃ
1আপনার MP4 ফাইলটি যুক্ত করুন
আপনি ‘MP4 ফাইল সিলেক্ট করুন’ এ ক্লিক করার পর আপনার ফোল্ডারগুলো থেকে আপনার MP4 ফাইলটি সিলেক্ট করুন বা আপনার ভিডিওটি বক্সে টেনে এনে ছেড়ে দিন। এটি VEED এ আপলোড হয়ে যাবে।
2আপনার ভিডিও ক্রপ করুন
ভিডিও ইমেজের কোণাগুলো টেনে আনুন, যতক্ষণ না এটি আপনার পছন্দসই আকারে স্ন্যাপ হয়। অথবা, আপনি সেটিংসে ক্লিক করে আগে থেকে সেট করে রাখা অ্যাসপেক্ট রেশিও থেকে সিলেক্ট করতে পারেন - VEED স্বয়ংক্রিয়ভাবে আপনার ভিডিওকে সিলেক্ট করা সাইজের সাথে ফিট করার জন্য ক্রপ করে ফেলবে।
3আপনার ভিডিও রপ্তানি করুন
আপনার নতুন ভিডিওটি আপনার ডিভাইসে রপ্তানি করুন ও সংরক্ষণ করুন। আপনার ক্রপ করা MP4 ভিডিওটি GIF ফাইল হিসাবে ডাউনলোড করার অপশনও রয়েছে। রপ্তানি অপশনগুলো থেকে কেবল ‘GIF হিসাবে রপ্তানি করুন’ এ ক্লিক করুন।

‘MP4 ভিডিও ক্রপ’ করার টিউটোরিয়াল
ফ্রী অনলাইন MP4 ক্রপিং টুল
আমাদের ভিডিও ক্রপিং টুলটি ফ্রী ও অনলাইন - আপনার ডিভাইসে জায়গা খায়, এমন অ্যাপ ইনস্টল করার দরকার নেই। আপনার MP4 ভিডিও ফাইলগুলো আপনার ওয়েব ব্রাউজার থেকে সরাসরি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য নিখুঁত আকারে পেতে ক্রপ করুন।
একদম সহজ ক্রপিং টুল, কোন অভিজ্ঞতার দরকার নেই
VEED এর MP4 ক্রপারটি ব্যবহার করা খুব সহজ। ভিডিও এডিট করার ক্ষেত্রে আপনার কোন অভিজ্ঞতা থাকার দরকার নেই। কেবল ভিডিওর যে কোন কোণায় ধরে টানুন এবং আপনি যে আকৃতি ও সাইজ চান তেমন করে এনে ছেড়ে দিন। আবার, আপনি সেটিংসে যেতে পারেন এবং আগে থেকে সেট করে রাখা একটি সাইজ - বর্গক্ষেত্র, ল্যান্ডস্কেপ, ইউটিউব, ইনস্টাগ্রাম/ফেসবুক স্টোরি, টিকটক ও আরও অনেক কিছু সিলেক্ট করতে পারেন।
ভিডিও থেকে চমৎকার GIF তৈরি করুন
আপনার ভিডিওগুলো ক্রপ করা ছাড়াও আপনি VEED এর ভিডিও এডিটর ব্যবহার করে ভিডিওগুলো থেকে দুর্দান্ত অ্যানিমেটেড GIF তৈরি করতে পারেন। ভিডিও কাটার টুলটি আপনাকে নতুন GIF তৈরি করার জন্য GIF ও ভিডিও ফাইল উভয়কেই স্প্লিট, কাট ও ক্রপ করতে, এমনকি একত্রে যুক্ত করতে সাহায্য করে। আপনার ভিডিওগুলো GIF ফাইল হিসাবে রপ্তানি করুন এবং সহজেই সেগুলোকে আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন।
VEED - একটি সম্পূর্ণ ভিডিও এডিটর
VEED এ আপনি সহজেই ব্যবহারযোগ্য টুলগুলো ব্যবহার করে সব ধরণের ভিডিও এডিট করতে পারেন। আপনার ভিডিওগুলো ঘুরিয়ে ফেলুন, ট্রিম করুন, টেক্সট, ইমেজ ও সাবটাইটেল যুক্ত করুন। আপনার ভিডিওগুলো প্রফেশনাল দেখানোর জন্য আপনি ফিল্টার ও স্পেশাল ইফেক্ট যুক্ত করতে পারেন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু MP4 ক্রপ করা ছাড়াও আরও অনেক কিছু
VEED এর ভিডিও এডিটিং টুলগুলোতে কেবল আমাদের MP4 ক্রপারটি ছাড়াও আরও অনেক কিছু রয়েছে। আপনার ভিডিওগুলো উন্নত করা ও আপনার অবিশ্বাস্য গল্পগুলো বলতে সাহায্য করার মত ফিচার রয়েছে। সাবটাইটেল, ক্যাপশন, ইমেজ ও শব্দ যুক্ত করা থেকে শুরু করে ঘুরানো, ট্রিম করা, স্প্লিট করা এবং ভিডিও ও অডিও ট্র্যাকগুলো মার্জ করার মত কাজ করুন — VEED একটি সম্পূর্ণ ও দুর্দান্ত ভিডিও এডিটিং সফটওয়্যার এবং সম্পূর্ণ অনলাইন! সরাসরি আপনার ব্রাউজার থেকেই দুর্দান্ত ভিডিও তৈরি করে ফেলুন।
