







অনলাইন GIF ইমেজ ক্রপার
আপনি কি খারাপভাবে ক্রপ করা GIF ইমেজগুলোর সাইজ পুনরায় পরিবর্তন করতে চান, যাতে আপনি সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন? আপনার GIF ফাইলগুলোর সাইজ ও আকৃতি ঠিক করতে VEED এর ফ্রী অনলাইন GIF ক্রপার ব্যবহার করুন। কেবল আপনার GIFগুলো ভিডিও এডিটরে আপলোড করেই আপনার অ্যানিমেটেড GIF চিত্রগুলো ক্রপ করা শুরু করতে পারেন। এটি অনেক সহজেই ব্যবহার করা যায় - আপনি ইমেজের সাইজ ঠিক করতে চাইলে কেবল ইমেজের কোণাগুলো টেনে এনে ছেড়ে দিতে পারেন। GIF ইমেজের শুধু একটি নির্দিষ্ট অংশ অন্তর্ভুক্ত করতে চাইলে সিলেক্ট করা অংশটি আপনার মাউস বা ট্র্যাকপ্যাড দিয়ে ইমেজের যে কোন অংশে সরায়ে আনুন।
আমাদের GIF ইমেজ ক্রপার GIF মেকার হিসাবেও কাজ করে - ভিডিও থেকে দুর্দান্ত নতুন অ্যানিমেটেড GIF তৈরি করে ফেলুন। আপনি যে কোন একটি ভিডিও ফাইল আপলোড করুন—নতুন নতুন GIF ইমেজ তৈরি করতে ভিডিও ফাইলটি কাটুন, ট্রিম করুন এবং ভিডিও ক্লিপগুলো একত্রে কম্বাইন করুন। এগুলোকে GIF ফাইল হিসাবে রপ্তানি করুন, যা আপনি সহজেই ফেসবুক বা টুইটারে পোস্ট করতে পারেন, অথবা মেসেঞ্জার ও অন্যান্য মেসেজিং অ্যাপস এ পাঠাতে পারেন।
কিভাবে GIF ইমেজ ক্রপ করতে হয়ঃ
1আপনার GIF ফাইল সিলেক্ট করে আপলোড করুন
‘GIF ফাইল সিলেক্ট করুন’ এ ক্লিক করে আপনার GIF ফাইল যুক্ত করুন ও এরপর আপনার ফোল্ডার থেকে আপনার GIF সিলেক্ট করুন। আপনার অ্যানিমেটেড GIF ইমেজ VEED এ আপলোড হয়ে যাবে। আপনি আপনার ফোল্ডার থেকে আপনার GIF ইমেজটিকে টেকে এনে বক্স এ ছেড়ে দিলেও পারেন।
2আপনার GIF ইমেজ ক্রপ করা শুরু করুন
আপনার অ্যানিমেটেড ইমেজটি ক্রপ করা সহজ ও দ্রুত - ইমেজের যে কোন কোণায় ক্লিক করুন এবং আপনি যে সাইজ ও আকৃতি চান, তা না পাওয়া পর্যন্ত এটিকে একদিকে নিয়ে যাওয়া শুরু করুন। আপনি কেবলমাত্র সেই অংশটি অন্তর্ভুক্ত করতে চাইলে ইমেজের যে কোন জায়গায় সিলেক্ট করা পুরো জায়গাটিকে স্থানান্তর করতে পারেন।
আবার, আপনি সেটিংসে আগে থেকে সেট করা যে কোন আকারও সিলেক্ট করতে পারেন। স্বয়ংক্রিয়ভাবে আপনার ইমেজের সাইজ পরিবর্তন করে দেওয়া হবে।
3আপনার GIF ডাউনলোড করে পোস্ট করুন
আপনার ফাইল রপ্তানি করার সময় আপনি দুটি অপশন দেখতে পাবেন। আপনি এটিকে MP4 বা GIF হিসাবে রপ্তানি করতে পারেন। এটিকে GIF ফাইল হিসাবে রপ্তানি করুন। আপনি এখন এটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন বা এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।

‘GIF ইমেজ ক্রপার ব্যবহার’ এর টিউটোরিয়াল
অনলাইনে অ্যানিমেটেড GIF ইমেজ ক্রপ করুন
আপনার ডিভাইসে আপনাকে GIF তৈরি করার অ্যাপ ইনস্টল করতে হবে না। পুরোটা কাজ অনলাইনে করুন, সরাসরি আপনার ব্রাউজার থেকেই। আমাদের GIF এডিটর ফ্রী ও ব্যবহার করাও সহজ। বাজে ভাবে ক্রপ করা অ্যানিমেটেড GIF এডিট করুন, যাতে পুরো ইমেজটি সোশ্যাল মিডিয়ায় সঠিকভাবে দেখা যায়। আর কোন বেমানান ইমেজ সাইজের দরকার নেই। আপনার বন্ধুবান্ধবের কাছে আপনার দুর্দান্ত GIF গুলো দেখান!
নতুনভাবে তৈরির জন্য GIF কম্বাইন ও স্প্লিট করুন
আমাদের অনলাইন GIF ক্রপিং টুল আপনাকে বর্তমান GIF ফাইলগুলো থেকে চমৎকার সব নতুন নতুন GIF তৈরি করতে সাহায্য করে। আপনি নিজের GIF তৈরি করতে দুই বা তার বেশি GIF ব্যবহার করতে পারেন - আলাদা আলাদা স্প্লিট করে যে অংশগুলো আপনি নিতে চান, সেগুলো একত্রে কম্বাইন করুন। আমাদের সহজ GIF এডিটর ব্যবহার করে GIF এর জাদুকর হয়ে যান!
একটি GIF তৈরি করতে ভিডিও ক্লিপ ব্যবহার করুন
যদি কোন ভিডিও ক্লিপে এমন কোন অংশ থাকে, যা GIF ইমেজ হিসেবে দুর্দান্ত দেখাবে বলে আপনি মনে করেন, তবে এটি আপনিই তৈরি করে ফেলুন না! VEED আপনাকে ভিডিও কাট, ট্রিম ও কম্বাইন করার সুযোগ দেয়, যাতে আপনি একটি নতুন ক্লিপ তৈরি করতে পারেন এবং অ্যানিমেটেড GIF হিসাবে এটিকে রপ্তানি করতে পারেন!
আপনার GIF এর ফাইল সাইজ কমান
VEED আপনাকে আপনার GIFগুলোর প্রকৃত ফাইল সাইজ কমাতে সাহায্য করে। আপনার ফাইল রপ্তানির আগে কেবল কম্প্রেশন এর অপশনগুলো সেট করুন অথবা, আপনি আপনার GIF ইমেজগুলোর আকার পরিবর্তন করে GIF ফাইল হিসাবে রপ্তানি করতে আমাদের ভিডিও এডিটর ব্যবহার করতে পারেন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি GIF ক্রপার থেকেও অনেক বেশি কিছু
VEED আমাদের অনলাইন GIF ক্রপিং অ্যাপ ছাড়াও প্রচুর ভিডিও এডিটিং টুলস সরবরাহ করে। ভিডিও ফাইল দিয়ে মজার মজার নতুন অ্যানিমেটেড GIF তৈরি করুন - VEED বিভিন্ন ভিডিও ফরম্যাট সমর্থন করে। আপনি এটি অন্যভাবেও করতে পারেন - GIF ফাইল থেকে MP4 ভিডিও তৈরি করুন! আপনার ভিডিওগুলোতে শব্দ যুক্ত করুন, ট্রিম করুন, ঘুরিয়ে ফেলুন, ক্রপ করুন এবং আরও অনেক কিছু।
