






অনলাইনে ভিডিও ট্রিম, ক্রপ ও ক্লিপ করুন
VEED এর ভিডিও ট্রিমার আপনাকে আপনার ভিডিওগুলো সঠিক আকারে ক্রপ করতে দেয়, যাতে এগুলো যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই পোস্ট করতে চান, সেখানেই ঠিকমত ফিট হয়। এটি ব্যবহার করা একদম সহজ - একটি সাধারণ ড্র্যাগ এন্ড ড্রপ প্রক্রিয়া ব্যবহার করে ইনস্টাগ্রাম, ফেসবুক স্টোরি, ফেসবুক কভার, ইউটিউব বা টুইটার, সব প্লাটফর্মের জন্যই আপনি আপনার ভিডিওর সাইজ সঠিক অ্যাসপেক্ট রেশিওর সাথে সেট করতে পারেন। সব অনলাইনে করুন - বিনামূল্যে! কোন অ্যাপ ডাউনলোড করার দরকার নেই। আপনার ব্রাউজার থেকেই আপনার AVI ভিডিওগুলো ক্রপ করুন।
কিভাবে AVI ভিডিও ক্রপ ও ক্লিপ করবেনঃ
1VEED এ আপনার AVI ফাইল আপলোড করুন
‘AVI ফাইল সিলেক্ট করুন’ এ ক্লিক করে ফোল্ডার থেকে আপনার AVI ফাইলটি সিলেক্ট করুন। VEED আপনার লাইব্রেরি থেকে আপনার ভিডিওটি এডিটরের মধ্যে টেনে এনে ছেড়ে দেওয়ারও সুযোগ দেয়।
2সঠিক সাইজে আপনার ভিডিও ক্লিপ ও ক্রপ করুন
আপনি যে প্ল্যাটফর্মে পোস্ট করতে চান, তার প্রয়োজনীয়তার সাথে মিলিয়ে আপনি আপনার AVI ভিডিওর অ্যাসপেক্ট রেশিও সেট করতে পারেন। VEED স্বয়ংক্রিয়ভাবে আপনার ভিডিওটি সেই সাইজের সাথে ফিট করার মত করে ক্রপ করে দিবে। আপনি বর্গাকার (ইন্সটাগ্রামের জন্য), টুইটার ও ফেসবুক ল্যান্ডস্কেপ, পোরট্রেট ও আরও অনেক সাইজ থেকে সিলেক্ট করতে পারেন। প্রজেক্ট সেটিংস থেকে কেবল আপনার পছন্দসই সাইজ সিলেক্ট করুন।
আপনি আপনার ভিডিওটির আকার পরিবর্তন করার জন্য ড্র্যাগ এন্ড ড্রপ ফিচারটি ব্যবহার করে কোন একটি কোণা উল্লম্ব ও আনুভূমিকভাবে সরিয়ে নিতে পারেন। ভিডিওর একটি নির্দিষ্ট অংশ ক্যাপচার করতে উইন্ডোতে শুধু সেই জায়গাটিই সিলেক্ট করুন।
3‘রপ্তানি করুন’ এ ক্লিক করুন
আপনার ভিডিও রপ্তানি করুন এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন।

‘ভিডিও ট্রিম ও ক্রপ করা’র টিউটোরিয়াল
আপনার প্রয়োজনীয় সব টুল নিয়ে তৈরি করা অনলাইন ভিডিও এডিটর
VEED কেবল একটি ভিডিও ক্রপার নয়, বরং এটি একটি সম্পূর্ণ ভিডিও এডিটর - আপনার প্রয়োজনীয় সব এডিটিং টুলসহ তৈরি। আপনার ভিডিওগুলো ঘুরাতে, অডিও যুক্ত ও স্প্লিট করতে, ভিডিও ও অডিও ট্র্যাকগুলো সংযুক্ত করতে, সাবটাইটেল যুক্ত করতে এবং এমন আরও অনেক কিছু করতে পারেন! সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য চমৎকার সব গল্প বলতে আপনার ভিডিওগুলোকে নিয়ে আপনি অনেক কিছু করতে পারেন।
ফ্রী ভিডিও কনভার্টার
আপনার ভিডিওগুলো রপ্তানি করার সময় সেগুলো স্বয়ংক্রিয়ভাবে MP4 এ রূপান্তরিত হয়ে যাবে, এতে করে এগুলো VLC এর মত সব মিডিয়া প্লেয়ারে চলবে। এই ফিচারটি একদম ফ্রী এবং আপনার কোন সফটওয়্যার ইনস্টল করার দরকার নেই।
ইমেইলের জন্য আপনার ভিডিওগুলো কম্প্রেস করুন
আপনার ভিডিওগুলো রপ্তানি করার আগে তাদের ফাইল সাইজ পরিবর্তন করতে কম্প্রেশন সেটিংস থেকে সিলেক্ট করতে পারেন। আপনার AVI ভিডিওগুলো আরও ছোট করুন, যাতে আপনি সহজেই সেগুলোকে ইমেল অ্যাটাচমেন্ট হিসাবে পাঠাতে পারেন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
ভিডিও এডিট করা এখন একদম সহজ
একটি ভিডিও এডিটিং অ্যাপে আপনার যা কিছু প্রয়োজন হয়, তার সবই VEED আপনার নখদর্পণে এনে দেয়। আমাদের সব টুল ব্রাউজার-ভিত্তিক, তাই আপনার ডিভাইসে জায়গা হারানো নিয়ে আপনার দুশ্চিন্তা করার দরকার নেই। আপনার সব প্রজেক্টগুলো অনলাইনে এক জায়গায় সংরক্ষণ করুন এবং যে কোন সময় সেগুলো এডিট করুন। আমাদের অল-ইন-ওয়ান অনলাইন ভিডিও এডিটর ব্যবহার করে ভিডিও ক্রপ, ট্রিম, মার্জ ও কম্বাইন করা ছাড়াও আরও অনেক কিছু করুন!
