GIF এ টেক্সট যুক্ত করুন
অনলাইনে আপনার অ্যানিমেটেড GIF এ টেক্সট যুক্ত করুন। ব্যবহার করা একদম সহজ।








অনলাইনে আপনার অ্যানিমেটেড GIF এ টেক্সট যুক্ত করুন
আপনি কি আপনার অ্যানিমেটেড GIF এ টেক্সট যুক্ত করতে চান? VEED এর অনলাইন GIF মেকার আপনাকে সহজেই আপনার GIF গুলোতে টেক্সট, আকৃতি ও ড্রইং যুক্ত করতে সাহায্য করে। আপনার GIF ইমেজগুলোকে আরও আকর্ষণীয় দেখানোর জন্য এবং ফেসবুক, টুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে শেয়ার করার জন্য মজার মজার ক্যাপশন যুক্ত করুন। আমাদের ফ্রী ভিডিও এডিটর আপনাকে আপনার GIF ফাইলগুলো এডিটও করতে দেয়। আপনি আপনার GIF গুলোকে রোটেট, ক্রপ ও রিসাইজ করতে পারেন। শুধু বামদিকের মেনু থেকে একটি টুল সিলেক্ট করে এডিটিং শুরু করে দিন। পুরোটাই অনলাইনে—কোন কিছু ইন্সটল করতে হবে না। আপনি সরাসরি আপনার ব্রাউজার থেকেই আপনার পছন্দমত টেক্সট যুক্ত করতে পারেন এবং আপনার GIFগুলোকে এডিট করতে পারেন।
কিভাবে একটি GIF এ টেক্সট যুক্ত করবেনঃ
1আপনার GIF ফাইল সিলেক্ট করুন
‘GIF ফাইল সিলেক্ট করুন’ এ ক্লিক করে আপনার ফোল্ডার থেকে GIF ফাইলটি সিলেক্ট করুন। অথবা আপনি আপনার GIF ইমেজটিকে বক্সে টেনে এনে ছেড়ে দিলেও পারেন।
2টেক্সট যুক্ত করা শুরু করুন
বামদিকের ‘টেক্সট’ টুল এ ক্লিক করে আপনার GIF ইমেজের উপর টেক্সট যুক্ত করা শুরু করুন। বক্সে আপনার টেক্সট যুক্ত করুন। আপনি টেক্সটটি সিলেক্ট করে ও ড্রপডাউন মেনুর অপশনগুলো থেকে পছন্দ করে ফন্ট সাইজ, রঙ ও স্টাইল পরিবর্তন করতে পারেন।
3সংরক্ষণ ও শেয়ার করুন
‘রপ্তানি করুন’ এ ক্লিক করুন এবং অপশনগুলো থেকে ‘GIF হিসেবে রপ্তানি করুন’ সিলেক্ট করতে ভুলবেন না। সোশ্যাল মিডিয়াতে আপনার নতুন GIF শেয়ার করুন!

‘GIF এ টেক্সট যুক্ত করা’র টিউটোরিয়াল
আপনার অ্যানিমেটেড GIF গুলোতে টেক্সট ও ক্যাপশন যুক্ত করুন
আপনার GIF এ টেক্সট ও ক্যাপশন যুক্ত করলে তা মানুষকে আপনার অ্যানিমেটেড GIF ইমেজ বুঝতে সাহায্য করে। আপনি বিশেষ বিশেষ সময়ে ম্যাসেজ ও অভিনন্দন যুক্ত করেও GIF তৈরি করতে পারেন। এতে আপনার GIF আরও আকর্ষণীয় হয়ে উঠবে। আপনার GIF ইমেজগুলোতে টেক্সট ওভারলে যুক্ত করে আরও বেশি ভিউ পান!
ভিডিও থেকে দুর্দান্ত সব নতুন নতুন GIF তৈরি করুন
আপনার কাছে কি এমন ভিডিও ক্লিপ আছে, যা অসাধারণ GIF ইমেজ তৈরি করতে পারে বলে আপনার মনে হয়? তাহলে VEED এর GIF মেকার ব্যবহার করে আপনার ভিডিওগুলোকে GIF এ পরিণত করুন! আপনার ভিডিও ক্লিপ যুক্ত করুন এবং একই GIF এডিটর ব্যবহার করে আপনার ভিডিওটিকে ইচ্ছামত এডিট করে নিন। আপনি এরপর ভিডিওটিকে GIF ফাইল হিসেবে রপ্তানিও করতে পারেন।
GIF এর উপর লিখার জন্য অসাধারণ অ্যাপ
আপনি VEED এর ‘পেন’ টুল ব্যবহার করে আপনার GIF ইমেজগুলোতে লিখতে পারেন। এডিটরে GIF সিলেক্ট করুন এবং বামদিকের মেনু থেকে ‘আঁকুন’ এ ক্লিক করুন। আপনি ব্রাশ স্ট্রোক ও পেন এর স্টাইল সিলেক্ট করতে পারেন। আপনার মাউস দিয়ে ইমেজের উপর আঁকুন। এটি অনেক মজার এবং সহজ!
আপনার টেক্সট কাস্টমাইজ করুন
আপনার GIF ইমেজের টেক্সট কাস্টমাইজ করার অনেক উপায় আছে। আপনি আপনার টেক্সট এর ফন্ট, সাইজ, স্টাইল ও রঙ সিলেক্ট করুন। শুধু টেক্সট সিলেক্ট করে ড্রপডাউনের অপশনগুলো থেকে একটি সিলেক্ট করুন। আপনি টাইটেল বা হেডিং, রেগুলার টেক্সট, এমনকি আপনার টেক্সট এর স্টাইল হিসেবে ‘হ্যান্ডরাইটিং’ও সিলেক্ট করতে পারেন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু GIF এ টেক্সট যুক্ত করা ছাড়াও আরও অনেক কিছু
আপনি আমাদের অনলাইন GIF মেকার ও ভিডিও এডিটর ব্যবহার করে আপনার GIF গুলো নিয়ে অনেক মজার মজার দুর্দান্ত সব কাজ করতে পারেন। এটি একটি স্বয়ংসম্পূর্ণ প্যাকেজ এবং বিনামূল্যে ব্যবহার করা যায়! বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে ফিট করার জন্য আপনার অ্যানিমেটেড GIF ইমেজগুলোকে রোটেট, ক্রপ ও রিসাইজ করুন। ইমেজ, ড্রয়িং, আকৃতি, ইমোজি ইত্যাদি যুক্ত করুন। আপনার চমৎকার সব নতুন GIF ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ও অন্যান্য প্লাটফর্মে শেয়ার করুন। আর এসবই করুন সরাসরি আপনার ব্রাউজার থেকেই!
