







ইউটিউব থেকে ইন্সটাগ্রাম
VEED এর মাধ্যমে কয়েকটি সহজ পদক্ষেপেই ইনস্টাগ্রামে একটি ইউটিউব ভিডিও শেয়ার করুন। শুধু আপনার ইউটিউব ভিডিওর URL ব্যবহার করে আপনার ভিডিওটি আমদানি করুন, আপনার ভিডিওটি স্কয়ার বা উল্লম্বভাবে ক্রপ করুন এবং তারপর আপনার ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করুন। টেক্সট যুক্ত করা, আপনার ভিডিও ট্রিম করা এবং সাবটাইটেল যুক্ত করা ছাড়াও আরও অনেক ভাবে আপনি ইনস্টাগ্রামের জন্য আপনার ভিডিওটি অপটিমাইজ করতে পারেন।
কিভাবে একটি ইউটিউব ভিডিওকে ইন্সটাগ্রামে শেয়ার করবেনঃ
1একটি ইউটিউব ভিডিও আপলোড করুন
আপনার ইউটিউব ভিডিওর URL টি নিয়ে VEED এ প্রবেশ করান এবং আপনার ভিডিওটি মুহূর্তেই ভিডিও এডিটরে লোড হয়ে যাবে। এরপর আমরা ইনস্টাগ্রামের জন্য ইউটিউব ভিডিওর ফর্ম্যাটটি কনভার্ট করব।
2ইন্সটাগ্রামের জন্য ভিডিও ক্রপ করুন
আমাদের ক্যানভাস রিসাইজ বাটন দিয়ে সব বড় সোশ্যাল প্ল্যাটফর্ম অনুযায়ী আপনার ভিডিওটিকে রিসাইজ করুন। আপনি যদি ফিডে ভিডিওটি পোস্ট করতে চান, তবে একটি বর্গাকার, ল্যান্ডস্কেপ বা পোরট্রেইট মোড সিলেক্ট করুন। আপনি যদি আইজিটিভিতে বা স্টোরি হিসাবে আপনার ভিডিওটি পোস্ট করতে চান, তাহলে ড্রপডাউন থেকে “স্টোরি” নির্বাচন করুন।
3আপনার ভিডিও ডাউনলোড ও শেয়ার করুন
আপনি যদি আপনার কন্টেন্টটিকে আরও অপটিমাইজ করতে চান, তবে সাবটাইটেল, টেক্সট ইত্যাদি যুক্ত করুন। কাজ শেষ হলে, কেবল ‘ডাউনলোড করুন’ এ ক্লিক করুন এবং আপনার ভিডিও রেন্ডারিং শুরু হয়ে যাবে।

‘ইউটিউব থেকে ইন্সটাগ্রাম’ টিউটোরিয়াল
সহজেই একটি ইউটিউব URL আমদানি করুন
পাবলিক ভিডিও URL এর মাধ্যমে VEED এ সহজেই ইউটিউব ভিডিও আমদানি করুন। আপনার ভিডিও মুহূর্তেই এডিটরে লোড হয়ে যাবে। তাহলে, আপনাকে ইউটিউব ভিডিওটি আলাদাভাবে ডাউনলোড করে আবার আপলোড করতে হবে না। VEED এটি অবিশ্বাস্যভাবে সহজ করে দিয়েছে!
ইন্সটাগ্রামের জন্য ক্রপ করুন এবং আপনার ভিডিও অপটিমাইজ করুন
ইনস্টাগ্রামের জন্য আপনার ভিডিওটি এক ক্লিকেই ক্রপ করুন। আমাদের কাছে সব আইজি ও আইজিটিভি সাইজের ডিফল্ট রয়েছে যেমন বর্গাকার, উল্লম্ব এবং পোরট্রেট। ইনস্টাগ্রামে আরও ভাল এংগেজমেন্টের জন্য আপনার ভিডিওটি অপটিমাইজ করুন। টেক্সট টাইটেল, সাবটাইটেল, প্রোগ্রেস বার এবং আরও অনেক কিছু যুক্ত করুন। আপনি সাবটাইটেলও যুক্ত করতে পারেন। ইনস্টাগ্রামে বেশিরভাগ ব্যবহারকারীই অডিও ছাড়া ভিডিও দেখেন। VEED আপনাকে স্বয়ংক্রিয়ভাবে আপনার ভিডিওগুলোতে সাবটাইটেল যুক্ত করতেও সাহায্য করে।
আপনার দর্শকসংখ্যা বৃদ্ধি করুন
প্রতিটি প্ল্যাটফর্মের জন্য সহজ ভিডিও অপটিমাইজেশন টুল ব্যবহার করে সোশ্যাল প্ল্যাটফর্ম জুড়ে আপনার দর্শক বাড়ান। আপনি অবশ্যই আরও ফলোয়ার ও সাবস্ক্রাইবার পাবেন। সব প্ল্যাটফর্ম জুড়ে একটি বড় সোশ্যাল মিডিয়া ফলোয়িং তৈরি করুন। ইনস্টাগ্রামে ইউটিউব ভিডিও পোস্ট করার মাধ্যমে একটি বড় ফলোয়ার বেইস তৈরি করতে পারবেন।
আপনার ব্র্যান্ড গড়ে তুলুন ও ডিফাইন করুন
সব সোশ্যাল প্ল্যাটফর্ম জুড়ে আপনার ব্র্যান্ডকে সংজ্ঞায়িত করতে আপনার নিজের ফন্ট ও ব্র্যান্ডের রঙগুলো আপলোড করুন। আরও প্ল্যাটফর্মে থাকলে তা আরও বেশি এংগেজমেন্ট তৈরি করে। আপনার ইউটিউব কন্টেন্টটি ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার ও ফেসবুকে পুনরায় ব্যবহার করুন এবং শেয়ার করুন!
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
তারা VEED সম্পর্কে কি বলে
একটি ইউটিউব থেকে ইন্সটাগ্রাম কনভার্টার ছাড়াও আরও অনেক কিছু
VEED একটি শক্তিশালী অনলাইন ভিডিও এডিটিং সফ্টওয়্যার, যা আপনাকে ইউটিউব ভিডিও থেকে ইনস্টাগ্রামে কনভার্ট করা ছাড়াও আরও অনেক কিছু করতে সাহায্য করে। এটি সব ভিডিও এডিটিং টুল নিয়ে তৈরি, যা আপনাকে আরও উচ্চমানের, প্রফেশনাল দেখতে ভিডিও তৈরি করার সুযোগ দেয়। অন্যান্য অনলাইন ভিডিও এডিটরে VEED এর অনেক ফিচারই বিনামূল্যে পাওয়া যায় না। কেবলমাত্র VEED এই আপনি সাবস্ক্রিপশন ছাড়া এই টুল ও ফিচারগুলো ব্যবহার করতে পারেন। আপনি অতিরিক্ত ফিচারগুলোর জন্য সাবস্ক্রাইব করতে পারেন, তবে এটি সম্পূর্ণ ঐচ্ছিক। আজই আমাদের ভিডিও এডিটরটি ব্যবহার করে দেখুন এবং প্রফেশনালদের মতো ভিডিও তৈরি করা শুরু করুন!
