







অনলাইনে আপনার MP3 কে টেক্সট ফাইলে কনভার্ট করুন
আপনি কি আপনার MP3 ফাইল থেকে টেক্সট ফাইলে একটি স্পিচ ট্রান্সক্রাইব করতে চান? আপনি VEED এর অনলাইন অটো ট্রান্সক্রিপশন টুলটি ব্যবহার করতে পারেন! এটি দ্রুত ও একেবারে সহজেই ব্যবহার করা যায়। ম্যানুয়ালি টাইপ করা অডিও ট্রান্সক্রিপশনকে বিদায় জানান, যা কয়েক ঘন্টা সময় নিতে পারে এবং স্বয়ংক্রিয় ট্রান্সক্রিপশনকে হ্যালো বলুন, যাতে কেবল কয়েকটি ক্লিক লাগে। এটি সম্পূর্ণ অনলাইন, তাই ডাউনলোড করার জন্য কোন সফ্টওয়্যার নেই।
VEED এর স্পিচ-টু-টেক্সট সার্ভিস কেবল MP3 ফাইলই নয়, বরং WAV, M4A, AAC ও অন্যান্য জনপ্রিয় অডিও ফর্ম্যাটগুলো সমর্থন করে। কেবল আপনার অডিও ফাইলটি আপলোড করুন, অটো ট্রান্সক্রিপশন টুলটিতে ক্লিক করুন এবং কাজ শেষ! আপনি প্রয়োজন অনুযায়ী সহজেই ট্রান্সক্রিপশনটি এডিট করতে পারেন।
কিভাবে MP3 থেকে টেক্সট এ ট্রান্সক্রাইব করবেনঃ
1একটি MP3 ফাইল আপলোড করুন
আপনার MP3 ফাইলটি VEED এ আপলোড করুন। শুধু ‘MP3 ফাইল সিলেক্ট করুন’ এ ক্লিক করে আপনার ফোল্ডার থেকে আপনার অডিও ফাইলটি সিলেক্ট করুন। অথবা, এটিকে এডিটরে টেনে এনে ছেড়ে দিন।
2টেক্সট এ কনভার্ট করুন
‘সাবটাইটেল’ এর অধীনে, ‘অটো ট্রান্সক্রাইব করুন’ এ ক্লিক করুন, আপনার পছন্দের ভাষা সিলেক্ট করুন, তাহলেই হবে! আপনার MP3 ট্রান্সক্রিপ্ট তৈরি হয়ে যাবে।
3আপনার টেক্সট ফাইল ডাউনলোড করুন
সাবটাইটেল পেজ ত্যাগ না করেই ‘অপশন’ এ ক্লিক করুন এবং আপনার পছন্দের ফরম্যাটে আপনার ট্রান্সক্রিপশন ডাউনলোড করুন। আপনি TXT, VTT বা, SRT ফাইল হিসেবে ডাউনলোড করতে পারেন।

‘MP3 থেকে টেক্সট’ টিউটোরিয়াল
MP3 থেকে টেক্সট, অনলাইন
VEED দিয়ে আপনি আপনার ব্রাউজারে আপনার MP3 ফাইলগুলো আপলোড করতে পারেন, কোন সফ্টওয়্যার প্রয়োজন নেই এবং একদম অল্প সময়ে প্রস্তুতকৃত টেক্সট ট্রান্সক্রিপশন পেয়ে যান। শুধু কয়েকটি ক্লিক হলেই চলবে। VEED সব জনপ্রিয় ওয়েব ব্রাউজারে কাজ করে। আপনার ট্রান্সক্রিপশনগুলো ম্যানুয়ালি টাইপ করতে মাইক্রোসফ্ট ওয়ার্ড ব্যবহার করার দরকার নেই।
স্বয়ংক্রিয় ও দ্রুত
আমাদের অতি-দ্রুত, ক্লাউড-ভিত্তিক সার্ভারগুলো আপনার অডিও ফাইলগুলোকে কয়েক সেকেন্ডের মধ্যেই আপলোড ও ট্রান্সক্রাইব করে টেক্সট ফাইলে কনভার্ট করে দিবে। এটা এতটাই সহজ! আপনার MP3 ফাইলগুলো টাইপ করার সময় আপনাকে আর বসে বসে শুনতে হবে না। এখন VEED আপনার MP3 গুলোকে স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সক্রাইব করবে।
আপনার ট্রান্সক্রিপশনগুলো এডিট করুন
আপনি যদি কোন কিছু পরিবর্তন করতে চান বা কোন নোট বা কমেন্ট যুক্ত করতে চান, তবে কেবল ট্রান্সক্রিপশনের একটি লাইনে ক্লিক করুন এবং টাইপ করা শুরু করুন! আপনার অডিওর পুরো সময়কালে কত দূরে দূরে স্পিচ আছে, তার উপর নির্ভর করে VEED বাক্যগুলোকে বিভিন্ন লাইনে পৃথক করে ফেলে। কেবল একটি সেগমেন্টে ক্লিক করুন এবং প্রয়োজন অনুযায়ী এডিট করুন।
বিভিন্ন ভাষা
VEED সারা বিশ্বের সব ভাষাই বুঝতে ও ট্রান্সক্রাইব করতে পারে - ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, চাইনিজ ইত্যাদি। আপনি যখন ‘সাবটাইটেল’ টুলে ক্লিক করেন, তখন টুলবারের একেবারে উপরে ভাষা সিলেক্ট করার একটি অপশন দেখতে পাবেন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি MP3 থেকে টেক্সট ট্রান্সক্রিপশন ছাড়াও আরও অনেক কিছু
আমাদের অডিও ট্রান্সক্রিপশন সার্ভিস VEED প্লাটফর্মে থাকা আপনার ব্যবহারযোগ্য অনেকগুলো টুলের একটি। VEED একটি সম্পূর্ণ ভিডিও এডিটিং অ্যাপ, যাতে এমন অনেক ফিচার আছে যেগুলো আপনি অন্য কোন ফ্রী ভিডিও এডিটরে পাবেন না। আপনি ট্রান্সক্রাইব করার আগে আপনার অডিও ফাইলগুলোকে স্প্লিট, কাট, ও ট্রিম করতে পারেন। আপনি যদি একটি ভিডিও ট্রান্সক্রাইব করেন, তাহলে এটিকে আরও ব্যবহারযোগ্য করতে আপনি সাবটাইটেল যুক্ত করতে পারেন। ভিডিওটি ডাউনলোড করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন। এই সব কিছুই করুন, সরাসরি আপনার ব্রাউজার থেকে!
