







অনলাইন MP4 জয়েনার
আমাদের ফ্রী অনলাইন ভিডিও এডিটর ব্যবহার করে কয়েকটি MP4 ভিডিওকে একটি MP4 ফাইলে কম্বাইন করুন। সরাসরি আপনার ব্রাউজার থেকেই আপনার ভিডিওগুলোকে মার্জ করুন। আপনাকে কোন অ্যাপ ডাউনলোড বা ইন্সটল করতে হবে না। VEED আপনাকে আপনার ভিডিওগুলো এডিট করার সুযোগ দেয় - ভিডিও ক্লিপগুলো স্প্লিট করুন, ট্রিম করুন ও পুনরায় সাজান এবং একটি MP4 ভিডিও হিসেবে সংরক্ষণ করুন। একেবারেই নগন্য পরিমাণ কোয়ালিটি হারিয়ে আপনার MP4 ভিডিওগুলো মার্জ করুন। আপনি আপনার ভিডিওগুলোতে ইমেজ, টেক্সট সাবটাইটেল ও আরও অনেক কিছু যুক্ত করতে পারেন। VEED এর ভিডিও এডিটিং সফটওয়্যার ফ্রী ও সহজেই ব্যবহারযোগ্য। আপনার ভিডিওগুলো আপলোড করে আপনার পছন্দমত মার্জ ও এডিট করুন এবং একটি MP4 ফাইল হিসেবে ডাউনলোড করুন।
কিভাবে MP4 ফাইল কম্বাইন করবেনঃ
1আপনার MP4 ফাইলগুলো আপলোড করুন
'MP4 ফাইল সিলেক্ট করুন' এ ক্লিক করার পর দুই বা ততোধিক MP4 ভিডিও সিলেক্ট করে এডিটরে আপলোড করুন। এরপর আপনার ভিডিওগুলো সিলেক্ট করুন। কয়েকটি ফাইল সিলেক্ট করার সময় শিফট কী (ম্যাক এ কমান্ড কী) চাপুন। আপনি এগুলোকে আপনার ফোল্ডার থেকে এডিটর উইন্ডোতে টেনে নিয়ে ছেড়ে দিলেও পারেন।
2আরও ভিডিও এডিট বা যুক্ত করুন
আপনার MP4 ভিডিওগুলো আপলোড করার পর, আপনি ভিডিও এডিটর পেজ দেখতে পাবেন, যেখানে আপনি ভিডিও এডিট করতে পারবেন বা মার্জ করার জন্য আরও ভিডিও যুক্ত করতে পারবেন। আরও ভিডিও যুক্ত করতে, শুধু স্ক্রিনের নিচে ডানদিকে থাকা এডিটিং পেন এর উপর প্লাস (+) সাইনে ক্লিক করুন।
3আপনার নতুন MP4 ফাইলটি রপ্তানি করুন
শুধু 'রপ্তানি করুন' এ ক্লিক করুন এবং আপনার নতুন MP4 ভিডিওটি আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে।

'MP4 জয়েনার' টিউটোরিয়াল
ফ্রী অনলাইন MP4 ফাইল জয়েনার
আমাদের অনলাইন MP4 ভিডিও জয়েনার ফ্রী এবং যে কোন ব্রাউজার থেকে ব্যবহার করা যায়। VEED উইন্ডোজ, ম্যাক, লিনাক্স ও সব মোবাইল ডিভাইসে নির্বিঘ্নে কাজ করে। ফিল্মোরার মত ব্যয়বহুল অ্যাপ কিনতে গিয়ে টাকা খরচ করতে হবে না।
ভিডিও এডিটর ও কনভার্টার
VEED একটি সম্পূর্ণ ভিডিও এডিটিং সফটওয়্যারও বটে। আপনি আপনার ভিডিওগুলোতে সাউন্ড, ইমেজ, টেক্সট যুক্ত করতে, এমনকি আপনার ভিডিওগুলোর উপর আঁকতেও পারেন। এটি একটি ভিডিও কনভার্টারও - AVI, MOV বা WebM এর মত অন্য ভিডিও ফাইল আপলোড করে এগুলোকে MP4 এ কনভার্ট করুন। আপনার ভিডিওগুলোকে সব মিডিয়া প্লেয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলুন!
আপনার ওয়েবক্যাম থেকে নতুন ভিডিও যুক্ত করুন
আপনি আপনার আপলোড করা MP4 ফাইলগুলোর সাথে কম্বাইন করার জন্য আপনার ওয়েবক্যাম থেকেও নতুন ভিডিও রেকর্ড করতে পারেন। শুধু 'আপলোড করুন' এ ক্লিক করুন বা এডিটিং পেন এ থাকা প্লাস (+) আইকনে ক্লিক করুন। এরপর পপআপ উইন্ডো থেকে রেকর্ড করুন সিলেক্ট করুন। আপনি আপনার ওয়েবক্যাম থেকে রেকর্ডিং শুরু করতে পারবেন।
কয়েকটি ফরম্যাটে ভিডিও জয়েন করুন
আপনি MP4, AVI, MOV ইত্যাদি যে কোন ফরম্যাট এ ভিডিও যুক্ত ও কম্বাইন করতে পারেন। আপনার আপলোড করা ভিডিওর ফরম্যাট যাই হোক না কেন, এগুলো একটি MP4 ফাইল হিসেবে রপ্তানি হয়ে যাবে।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি MP4 জয়েনার ছাড়াও আরও অনেক কিছু
আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যার অবিশ্বাস্য রকমের পারদর্শী - এতে শুধু MP4 ফাইল মার্জ করার টুলই নেই, বরং এর মাধ্যমে আপনি ভিডিও এডিট করে প্রফেশনালও দেখাতে পারবেন। দুর্দান্ত সব HD ভিডিও তৈরি করুন, যা আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। আপনি বিভিন্ন ভিডিও-শেয়ারিং প্লাটফর্মের জন্য আপনার ভিডিওগুলো ট্রিম, রোটেট, ক্রপ ও রিসাইজ করতে পারেন। এ সবই করুন আপনার ব্রাউজার থেকে!
