







অনলাইন GIF মেকার ও কম্বাইনার
আপনার কাছে কি কয়েকটি অ্যানিমেটেড GIF আছে, যা আপনি কম্বাইন করতে চান? আপনি VEED এর GIF মেকার ও এডিটর ব্যবহার করে এগুলোকে মার্জ করতে পারেন এবং মজার মজার নতুন অ্যানিমেটেড GIF ইমেজ তৈরি করতে পারেন। আপনার GIF ফাইলগুলো আপলোড করুন এবং এগুলোকে ট্রিম, স্প্লিট ও জয়েন করে একটি নতুন মজাদার অ্যানিমেটেড ইমেজ তৈরি করুন। আপনি এ সব কিছুই আপনার ব্রাউজারে করতে পারেন। কোন অ্যাপ ডাউনলোড ও ইন্সটল করার প্রয়োজন নেই। VEED সম্পূর্ণ অনলাইন। আমাদের কাছে প্রচুর ভিডিও এডিটিং টুল আছে, যা দিয়ে আপনি শুধু GIF ই তৈরি করতে পারেন না, বরং দুর্দান্ত ভিডিওও তৈরি করতে পারেন। আপনি চাইলে আপনার GIFগুলোতে অডিও যুক্ত করে এগুলোকে ভিডিওতে পরিণত করতে পারেন - এরপর MP4 হিসেবে রপ্তানি করতে পারেন! আপনি ইমেজ, টেক্সট, সাবটাইটেল ইত্যাদিও যুক্ত করতে পারেন।
কিভাবে কয়েকটি GIF কে কম্বাইন করে একটি GIF তৈরি করবেনঃ
1আপনার GIF ফাইলগুলো আপলোড করুন
'GIF ফাইল সিলেক্ট করুন' এ ক্লিক করার পর দুই বা ততোধিক GIF ইমেজ সিলেক্ট করে এডিটরে আপলোড করুন। এরপর আপনার GIF গুলো সিলেক্ট করুন। কয়েকটি ফাইল সিলেক্ট করার সময় শিফট কী (ম্যাক এ কমান্ড কী) চাপতে ভুলবেন না। অথবা, আপনি আপনার ফাইলটিকে এডিটর উইন্ডোতে টেনে এনে ছেড়ে দিলেও পারেন।
2আর GIF ইমেজ এডিট বা যুক্ত করুন
আপনার GIF ইমেজগুলো আপলোড করার পর, আপনাকে ভিডিও এডিটরে নিয়ে যাওয়া হবে, যেখানে আপনি এডিট বা মার্জ করার জন্য আরও GIF যুক্ত করতে পারেন। আরও ইমেজ যুক্ত করতে, শুধু স্ক্রিনের নিচে ডানদিকে থাকা এডিটিং পেন এর উপর প্লাস (+) সাইনে ক্লিক করুন।
3আপনার নতুন অ্যানিমেটেড GIF রপ্তানি করুন
আপনি এখন আপনার অ্যানিমেটেড ইমেজগুলোকে একটি GIF ফাইল হিসেবে ডাউনলোড করতে পারেন। শুধু 'রপ্তানি করুন' এ ক্লিক করুন এবং আপনার GIF আপনার ডিভাইসে সংরক্ষিত হয়ে যাবে।

'কয়েকটি GIF কম্বাইন করে একটি GIF তৈরি করা'র টিউটোরিয়াল
ফ্রী অনলাইন GIF মেকার, এডিটর ও কম্বাইনার
আমাদের GIF কম্বাইনার অ্যাপ সম্পূর্ণ অনলাইন এবং সহজেই ব্যবহারযোগ্য। চমৎকার সব নতুন GIF তৈরি করার জন্য আপনার কাছে ইতিমধ্যেই থাকা GIF ফাইলগুলো আপলোড করুন - সরাসরি আপনার ব্রাউজার থেকেই। VEED উইন্ডোজ, ম্যাক, আইফোন, এন্ড্রয়েড ও সব মোবাইল ডিভাইসে নির্বিঘ্নে কাজ করে। আপনার কম্পিউটার বা মোবাইল ফোনে কোন সফটওয়্যার ইন্সটল করতে হবে না।
অডিও যুক্ত করুন এবং GIF থেকে ভিডিও তৈরি করুন
নতুন GIF তৈরি করা ছাড়াও, আপনি আমাদের ভিডিও এডিটিং টুলগুলো ব্যবহার করে আপনার GIF থেকে MP4 ভিডিওও তৈরি করতে পারেন। আপনাকে শুধু এডিটিং পেন এ থাকা প্লাস (+) বাটনে ক্লিক করতে হবে বা বামদিকের মেনু থেকে 'আপলোড করুন' এ ক্লিক করতে হবে। আপনি যতগুলো ইচ্ছা, ততগুলো অডিও ক্লিপ যুক্ত করতে পারেন। আপনার অ্যানিমেটেড GIF গুলোকে ভিডিওতে পরিবর্তন হতে দেখুন!
আপনার ওয়েবক্যাম থেকে ফ্রেশ ভিডিও রেকর্ড করুন
ভিডিও এডিটিং টুলের ক্ষেত্রে, VEED আপনাকে আপনার ওয়েবক্যাম থেকেও ভিডিও রেকর্ড করতে দেয়। আপনি কি আপনার GIF গুলোতে ফ্রেশ ভিডিও যুক্ত করে একটি ভিডিও ফাইল তৈরি করতে চান? আমাদের GIF ও ভিডিও এডিটর এই কাজটিকে একেবারেই সহজ করে দিয়েছে! শুধু 'আপলোড করুন' বাটনে ক্লিক করুন এবং পপআপ উইন্ডো থেকে 'রেকর্ড করুন' সিলেক্ট করুন। আপনি আপনার ওয়েবক্যাম থেকে রেকর্ডিং শুরু করতে পারবেন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি GIF কম্বাইনার থেকেও অনেক বেশি
VEED আপনাকে শুধু GIF ফাইল কম্বাইন করে নতুন নতুন দুর্দান্ত সব অ্যানিমেটেড GIF ইমেজই তৈরি করতে সাহায্য করে না। আপনি এটির অডিও ও ভিডিও এডিটর ব্যবহার করে GIF থেকে ভিডিওও তৈরি করতে পারেন। অথবা আপনি উল্টো কাজটিও করতে পারেন। আপনি এক বা একাধিক ভিডিও ফাইল থেকে GIF তৈরি করতে পারেন। এটি একই সাথে একটি সহজেই ব্যবহারযোগ্য অনলাইন ভিডিও কনভার্টার, এডিটর ও কম্প্রেসার!
