







অনলাইনে MKV ফাইল মার্জ করুন, বিনামূল্যে
আপনার কাছে কি এমন কয়েকটি MKV ফাইল আছে, যা আপনি মার্জ করতে চান? তাহলে আপনি VEED এর ফ্রী ভিডিও জয়েনার ব্যবহার করতে পারেন। আপনার যতগুলো ইচ্ছা ততগুলো ভিডিও ফাইল যুক্ত করুন এবং আমাদের এডিটর ব্যবহার করে এগুলোকে কাট, ট্রিম ও স্প্লিট করুন, পুনরায় সাজান এবং একত্রে যুক্ত করুন। আমাদের ভিডিও মার্জার ফ্রী ও অনলাইন। সরাসরি আপনার ব্রাউজার থেকেই আপনার ভিডিওগুলো এডিট ও মার্জ করুন। VEED একটি ভিডিও কনভার্টারও বটে - আপনার মার্জ করা MKV ভিডিওগুলোকে একটি MP4 ফাইল হিসেবে রপ্তানি করুন। এটিকে সব মিডিয়া প্লেয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলুন।
কিভাবে MKV ফাইল মার্জ করবেনঃ
1আপনার MKV ফাইলগুলো সিলেক্ট করুন
'MKV ফাইল সিলেক্ট করুন' এ ক্লিক করার পর দুই বা ততোধিক MKV ইমেজ সিলেক্ট করে এডিটরে আপলোড করুন। কয়েকটি ফাইল সিলেক্ট করার সময় শিফট কী (ম্যাক এ কমান্ড কী) চাপতে ভুলবেন না। আপনি আপনার ভিডিওগুলোকে আপনার ফোল্ডার থেকে এডিটর উইন্ডোতে টেনে নিয়ে ছেড়ে দিন।
2আপনার ভিডিওগুলো মার্জ করুন
আপনি আপনার সবগুলো ভিডিও এডিটিং পেন এ দেখতে পাবেন। আপনি চাইলে এগুলোর প্রত্যেকটিকে এডিট করতে পারেন। ভিডিওগুলোকে আপনার পছন্দমত স্প্লিট করুন ও পুনরায় সাজান। অথবা স্ক্রিনের নিচে ডানদিকে থাকা প্লাস (+) আইকনে ক্লিক করে আরও ভিডিও যুক্ত করতে পারেন।
3আপনার নতুন ভিডিও রপ্তানি করুন
'রপ্তানি করুন' এ ক্লিক করুন। আপনার মার্জ করা ভিডিওগুলো একটি MP4 ফাইল হিসেবে রপ্তানি হয়ে যাবে।

'MKV জয়েনার' টিউটোরিয়াল
ফ্রী অনলাইন MKV জয়েনার
আমাদের অনলাইন MKV ভিডিও জয়েনার ফ্রী এবং যে কোন ডিভাইস ও যে কোন ব্রাউজার থেকে ব্যবহার করা যায়। VEED উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, এন্ড্রয়েড, আইফোন ও সব মোবাইল ডিভাইসে নির্বিঘ্নে কাজ করে। ওয়ান্ডারশেয়ার ইউনিকনভার্টার এর মত ব্যয়বহুল সার্ভিস কিনতে গিয়ে টাকা খরচ করতে হবে না!
ভিডিও স্প্লিটার ও এডিটর
আপনি যদি কম্বাইন করার আগে এগুলোকে স্প্লিট করতে চান, তাহলে আপনাকে শুধু ইন্ডিকেটরটিকে স্টোরিবোর্ড/এডিটিং পেন এ সরিয়ে নিতে হবে এবং এর উপর রাইট ক্লিক করে 'স্প্লিট করুন' সিলেক্ট করতে হবে। আপনি এরপর ক্লিপটিকে ডিলিট করতে পারেন বা টাইমলাইনে সরাতে পারেন। আপনি ভিডিও এডিটিং টুল ব্যবহার করে প্রত্যেকটি ক্লিপকে আপনার পছন্দমত এডিট করুন।
আপনার ওয়েবক্যাম থেকে নতুন ভিডিও জয়েন করুন
আপনি আপনার ওয়েবক্যাম থেকে রেকর্ড করে নতুন ভিডিও যুক্ত করতে পারেন। এজন্য স্ক্রিনের নিচে ডানদিকে থাকা প্লাস (+) আইকনে ক্লিক করুন বা বামদিকের মেনু থেকে 'আপলোড করুন' এ ক্লিক করুন। 'রেকর্ড করুন' এ ক্লিক করে রেকর্ডিং শুরু করুন!
আপনার MKV ফাইলগুলোকে MP4 এ কনভার্ট করুন
আপনার ভিডিওগুলো একটি MP4 ভিডিও ফাইল হিসেবে রপ্তানি হয়ে যাবে। আপনার ফাইল ছোট ও সব মিডিয়া প্লেয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলুন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি MKV জয়েনার ছাড়াও আরও অনেক কিছু
VEED আপনাকে শুধু আপনার MKV ফাইলগুলো কম্বাইন বা মার্জ করা ছাড়াও আরও অনেক কাজে সাহায্য করে। ভিডিও ক্লিপগুলো ট্রিম, স্প্লিট ও কম্বাইন করার জন্য আপনি আপনার ভিডিওগুলোতে টেক্সট, ইমেজ, সাবটাইটেল ও আরও অনেক কিছু যুক্ত করতে পারেন। আপনি বিভিন্ন ভিডিও-শেয়ারিং ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ফিট করার জন্য আপনার ভিডিওগুলোকে ক্রপ, রোটেট ও রিসাইজ করতে পারেন। আমাদের টুলগুলো সম্পূর্ণ অনলাইন। এ সবই করুন সরাসরি আপনার ব্রাউজার থেকেই!
