






উইন্ডোজ মিডিয়া ভিডিও ক্লিপ জয়েনার
আপনার কাছে কি দুই বা ততোধিক WMV ফাইল আছে, যা আপনি মার্জ করতে চান? আপনি VEED এর উইন্ডোজ মিডিয়া ভিডিও মার্জার ব্যবহার করে একটি ভিডিও ফাইল হিসেবে সংরক্ষণ করতে পারেন। আমাদের অনলাইন ভিডিও জয়েনার ফ্রী ও অনেক বেশি ইউজার-বান্ধব। আপনার ভিডিও এডিটিং এর কোন অভিজ্ঞতার দরকার নেই। শুধু আপনার ভিডিও আপলোড করুন, চাইলে এগুলোকে ভিডিও এডিটরে এডিট করুন এবং একটি ভিডিও হিসেবে রপ্তানি করুন। এগুলো একটি MP4 ফাইল হিসেবে রপ্তানি হয়ে যাবে। VEED এর ভিডিও এডিটিং সফটওয়্যার আপনাকে আপনার ভিডিওগুলো কম্বাইন করার আগে স্প্লিট, রোটেট বা ক্রপ করার সুযোগ দেয়। ফিল্টার, ইমেজ, টেক্সট, সাবটাইটেল ইত্যাদি যুক্ত করুন! ভিডিও কোয়ালিটির তেমন কোন ক্ষতি ছাড়াই একটি ভিডিও ফাইল হিসেবে রপ্তানি করুন।
কিভাবে WMV ফাইল কম্বাইন করবেনঃ
1আপনার WMV ফাইলগুলো আপলোড করুন
'WMV ফাইল সিলেক্ট করুন' এ ক্লিক করার পর দুই বা ততোধিক WMV ভিডিও সিলেক্ট করে এডিটরে আপলোড করুন। কয়েকটি ভিডিও সিলেক্ট করার সময় শিফট কী (ম্যাক এ কমান্ড কী) চাপতে ভুলবেন না। আপনি এগুলোকে আপনার ফোল্ডার থেকে এডিটর উইন্ডোতে টেনে নিয়ে ছেড়ে দিলেও পারেন।
2আরও ভিডিও এডিট, মার্জ বা যুক্ত করুন
আপনার WMV ভিডিওগুলো আপলোড করার পর, আপনি ভিডিও এডিটর পেজ দেখতে পাবেন, যেখানে আপনি ভিডিও এডিট করতে পারবেন বা মার্জ করার জন্য আরও ভিডিও যুক্ত করতে পারবেন। আপনি স্ক্রিন এর নিচে ডানদিকে থাকা এডিটিং পেন এ প্লাস (+) সাইনে ক্লিক করে বা বামদিকের মেনু থেকে 'আপলোড করুন' এ ক্লিক করার মাধ্যমে আরও ভিডিও যুক্ত করতে পারেন।
3আপনার ভিডিও রপ্তানি করুন
আপনার ভিডিওগুলো একটি MP4 ফাইল হিসেবে রপ্তানি হয়ে যাবে। শুধু 'রপ্তানি করুন' এ ক্লিক করুন এবং আপনার ভিডিওটি আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে।

'WMV জয়েনার' টিউটোরিয়াল
ফ্রী ভিডিও এডিটর ও কনভার্টার
VEED একটি সম্পূর্ণ ভিডিও এডিটিং সফটওয়্যার, যা আপনাকে আপনার ভিডিও এনহেন্স করে দুর্দান্ত করে তুলতে সাহায্য করে। ফিল্টার, ইফেক্ট, ইমেজ, টেক্সট ইত্যাদি যুক্ত করুন! VEED একটি ভিডিও কনভার্টার হিসেবেও কাজ করে। আপনার WMV ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে MP4 এ কনভার্ট হয়ে যাবে, যা সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ ভিডিও ফাইল টাইপ।
অডিও ফাইল যুক্ত ও মার্জ করুন
আপনি আপনার ভিডিওগুলোতে আরও অডিও ফাইল যুক্ত করে মার্জ করতে পারেন। আপনাকে শুধু এডিটিং পেন এ থাকা প্লাস (+) বাটনে ক্লিক করতে হবে বা বামদিকের মেনু থেকে 'আপলোড করুন' এ ক্লিক করতে হবে। আপনার যতগুলো ইচ্ছা ততগুলো অডিও ক্লিপ যুক্ত করুন। এগুলোকে ট্রিম বা স্প্লিট করুন, স্টোরিবোর্ডের সাজিয়ে রাখুন বা লুপ এ রেখে দিন!
ভিন্ন ভিন্ন ফরম্যাটের ভিডিও জয়েন করুন
আপনি MP4, AVI, MOV ইত্যাদি যে কোন ফরম্যাট এ ভিডিও যুক্ত ও কম্বাইন করতে পারেন। ফাইল টাইপ যাই হোক না কেন, এগুলো একটি MP4 ফাইল হিসেবে রপ্তানি হয়ে যাবে।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি WMV জয়েনার ছাড়াও আরও অনেক কিছু
আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যার আপনাকে শুধু আপনার WMV ফাইলগুলো কম্বাইন ও মার্জ করা ছাড়াও আরও অনেক কাজে সাহায্য করে। আপনি যে কোন ভিডিও-শেয়ারিং ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ফিট করার জন্য আপনার ভিডিওগুলোকে ক্রপ ও রিসাইজ করতে পারেন। আপনার ভিডিওগুলোতে অডিও, টেক্সট, ইমেজ, সাবটাইটেল ইত্যাদি যুক্ত করুন। আর আপনি এই সবকিছুই করতে পারেন সম্পূর্ণ অনলাইনে!
