ভিডিও ব্রাইটনেস এডিটর
আপনার ভিডিওর ব্রাইটনেস, স্যাচুরেশন, কন্ট্রাস্ট ইত্যাদি অ্যাডজাস্ট করুন








অনলাইনে আপনার ভিডিও শার্প করুন, বিনামূল্যে
আপনার ভিডিও কি খুবই অন্ধকার? চিন্তা করবেন না, আশার আলো আছে। VEED দিয়ে আপনি আপনার ভিডিওর ব্রাইটনেস, কন্ট্রাস্ট, কালার ডিস্ট্রিবিউশন, ব্যাকগ্রাউন্ড, স্বচ্ছতা এবং আরও অনেক কিছু অ্যাডজাস্ট করতে পারেন! আপনার ভিডিওগুলোতে রঙ, কাঁপন এবং ফ্লেয়ারের ছটা যুক্ত করুন অথবা, নাটকীয় ইফেক্ট এর জন্য কিছুটা কমিয়ে দিন! আপনার প্রজেক্ট যাই হোক না কেন, আমাদের প্রফেশনাল ব্রাইটনেস এডিটর আপনার ভিডিও থেকে সেরাটি বের করে আনবে। VEED একটি ফ্রী অনলাইন ভিডিও এডিটর, যা আপনার দর্শকদের বিস্মিত করার জন্য আপনার মতো নির্মাতাদেরকে প্রফেশনাল-গ্রেডের ভিডিও তৈরিতে সহায়তা করে। VEED এর এডিটিং টুলের সুবিশাল লাইব্রেরি ব্যবহার করে কয়েক সেকেন্ডেই আপনার ভিডিও এডিটিং শুরু করুন! সহজ, দ্রুত এবং সবার জন্য ব্যবহারযোগ্য।
এছাড়াও, আপনি আপনার ব্রাউজার ত্যাগ না করেই এই সব কিছু করতে পারেন। কারণ, VEED সম্পূর্ণ অনলাইনে ব্যবহার করা যায়! সহজেই আপনার ফাইলটি যে কোন ফর্ম্যাটে আপলোড করুন - MP4, MKV, AVI, ASF ইত্যাদি - এবং কয়েক সেকেন্ডেই আপনার এডিট করা ভিডিওটি ডাউনলোড করুন! কোন অ্যাপ্লিকেশন ডাউনলোডের প্রয়োজন নেই, কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই। VEED ব্যবহার করা একেবারেই সহজ এবং সহজেই ব্যবহারযোগ্য ভিডিও এডিটর। নির্মাতা, ইনফ্লুয়েন্সার এবং সোশ্যাল মিডিয়া মার্কেটারদের জন্য উপযুক্ত। VEED কে সাথে রাখলে, ভিডিও এডিটিং এর ভবিষ্যত আগের চেয়ে বেশ “আলোকিত”!
কিভাবে একটি ভিডিওর ব্রাইটনেস অ্যাডজাস্ট করবেন

একটি ফাইল সিলেক্ট করুন
উপরে থাকা ‘এখনই শুরু করুন’ বাটনে ক্লিক করুন। আপলোড করতে একটি ভিডিও সিলেক্ট করুন বা আপনার ফাইলগুলো থেকে একটি টেনে আনুন।

ব্রাইটনেস অ্যাডজাস্ট করুন
ভিডিও ট্র্যাকটিতে ক্লিক করুন, তারপরে উপরে থাকা ‘অ্যাডজাস্ট করুন’ ট্যাবে স্যুইচ করুন। ‘ব্রাইটনেস’ কী-টিকে বামদিকে বা ডানদিকে টানুন, যতক্ষণ না এটি যথেষ্ট উজ্জ্বল হয়। আপনি কন্ট্রাস্ট, স্যাচুরেশন এবং এক্সপোজারও অ্যাডজাস্ট করতে পারেন।

ডাউনলোড করুন
যথেষ্ট উজ্জ্বল হয়েছে? তাহলে আপনার ভিডিওটি ডাউনলোড করতে ‘রপ্তানি করুন’ এ ক্লিক করুন এবং তাহলেই কাজ শেষ!
‘কিভাবে একটি ভিডিওকে আরও আলোকিত করবেন’ তার টিউটোরিয়াল
ব্যবসায়িক, শিক্ষামূলক, ব্যক্তিগত
আপনি ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, লিংকডইন বা যে কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই পোস্ট করেন না কেন, VEED সর্বদা আপনার নখদর্পণে থাকে। মনোযোগ আকর্ষণকারী কন্টেন্ট তৈরি করতে আমাদের অতি-সরল ভিডিও এডিটর ব্যবহার করুন, যা লাইক, ফলোয়ার ও সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়িয়ে দিবে। আপনি মার্কেটার, ভ্লগার, শিক্ষক বা শখের ভিডিওগ্রাফার- যেই হোন না কেন, VEED এ আপনার জন্য কিছু না কিছু আছেই। আমাদের এডিটিং স্টুডিও আপনার মার্কেটিং এর ভিডিও, ট্র্যাভেল ভ্লগস, রিল, প্রোমো, ট্রেনিং ও শিক্ষামূলক ভিডিওগুলোসহ এমন যে কোন কিছু এডিট করার উপযুক্ত জায়গা, যেখানে চলমান ছবি নিয়ে কাজ করা হয়!

ভিডিও প্রজেক্টগুলোতে একত্রে কাজ করুন
VEED একটি অনলাইন ভিডিও এডিটর, যা টিমভিত্তিক প্রজেক্টের জন্য উপযুক্ত। যে কোন ভিডিও ফর্ম্যাটে (MP4, MOV, WEBM, AVI ইত্যাদি) এবং যে কোন উদ্দেশ্যে - সোশ্যাল মিডিয়া মার্কেটিং, শিক্ষা, প্রেজেন্টেশন, আপনি এই প্রজেক্টগুলোতে একত্রে কাজ করুন। আপনি অসংখ্য ভিডিও এডিট করতে পারেন (অডিও এডিটিং ও সাউন্ড ইফেক্ট সহ), এমনকি আপনার আইফোন বা অ্যান্ড্রয়েড ডিভাইসেও কাজ করতে পারেন। VEED আপনাকে (আমাদের ইন্ট্রো মেকার দিয়ে) ইন্ট্রো ভিডিও সহ যে কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য অত্যাশ্চর্য ভিডিও তৈরি করতে দেয়। সর্বদা ব্র্যান্ডের সাথে মিল রাখার জন্য আপনার লোগো ও আপনার নিজস্ব ইমেজ যুক্ত করুন। কোন অ্যাকাউন্ট ছাড়াই ব্যবহার করা শুরু করুন, অথবা, আপনার ভিডিওগুলো সংরক্ষণ করতে সাইন আপ করুন এবং যে কোন জায়গা থেকে যে কোনও ডিভাইসে যে কোন সময় ব্যবহার করুন!

সব জায়গায় কাজ করে
আর কখনও অ্যাডোবি বা অ্যাভিডেমাক্সের মতো ব্যয়বহুল বা জটিল সফ্টওয়্যার ডাউনলোড করবেন না। VEED মোবাইল, ট্যাবলেট ও ডেস্কটপ এবং সব বড় অপারেটিং সিস্টেমে কাজ করে। ম্যাকবুক, আইপ্যাড, মাইক্রোসফ্ট সার্ফেস, ক্রোমবুক এবং উইন্ডোজ ১০ ডিভাইসে ব্যবহার করুন। কেবল আপনার ব্রাউজারটি খুলুন, ভিডিও আপলোড করুন এবং সরাসরি এডিটিং শুরু করুন। VEED প্রতিটি ভিডিও ফর্ম্যাট - MP4, AVI, ASF, MKV, MPEG2/4, MPG, M4V, FLV এবং আরও অনেক কিছুর সাথে সামঞ্জস্যপূর্ণ। ইউটিউব URL সহ যে কোন জায়গা থেকে আপনার ফাইলটি আপলোড করুন এবং এখনই কাজ শুরু করে দিন। VEED একটি ফ্রি ভিডিও এডিটর, যা আপনাকে দুর্দান্ত ভিডিও তৈরি করতে সাহায্য করে।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু আপনার ভিডিও উজ্জ্বল করা ছাড়াও আরও অনেক কিছু!
সৌভাগ্যক্রমে, VEED কেবল একটি আলো বা রঙ সংশোধন টুলই নয়। এটি এমন সব টুলের একটি সম্পূর্ণ স্যুট, যা আপনার ভিডিওর দিকে কোন উদাস চোখের মনোযোগও আকর্ষণ করবে! আপনার ভিডিওগুলোকে কনভার্ট করতে এবং তাদেরকে জীবিত করতে দুর্দান্ত ফিচারের একটি সিলেকশন রয়েছে VEED এ। ওয়াটারমার্ক, লোগো, প্রোগ্রেস বার, ইমোজিস, স্টিকার, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাবটাইটেল, অনুবাদ এবং আরও অনেক কিছু যুক্ত করুন! অন্য কথায়, VEED আপনার অনলাইন উপস্থিতি, ফলোয়ার ও লাইকের সংখ্যা বাড়িয়ে তোলার মত ভিডিও তৈরি করতে আপনার উপযুক্ত সঙ্গী। সুতরাং, ভিডিওটি উজ্জ্বল করার পর কেন আপনার ভিডিও এডিটিং এর পুরো ক্যারিয়ারকেই উজ্জ্বল করবেন না? শুধু একটি ধারণা দিলাম মাত্র...
