







সহজেই ব্যবহারযোগ্য, ফ্রী গেইম রেকর্ডিং সফটওয়্যার
সহজেই আপনার গেইমগুলো VEED এর শক্তিশালী স্ক্রিন রেকর্ডার ব্যবহার করে রেকর্ড করুন। আপনার গেমিং স্ক্রিন, ডেস্কটপ, ব্রাউজার, এমনকি আপনার ওয়েবক্যামটি কেবল একটি ক্লিকেই রেকর্ড করুন। আপনি সোশ্যাল মিডিয়া ও অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে আপনার গেইমটি স্ট্রিম করতে পারেন। ওবিএস স্টুডিওর বিপরীতে এক্ষেত্রে আপনার কোন সফ্টওয়্যার ইনস্টল করার দরকার নেই। কেবল আপনার ব্রাউজার খুলুন এবং রেকর্ডিং শুরু করুন! বিভিন্ন লেআউট থেকে সিলেক্ট করুন এবং আপনার ভিডিওটি কাস্টমাইজ করুন। আপনি আমাদের সহজ ও ফ্রী ভিডিও এডিটর ব্যবহার করে আপনার রেকর্ডিং এডিট করতে পারেন। সহজে আপনার ব্রাউজার থেকেই গেমিং ভিডিও রেকর্ড করতে আমাদের ক্রোম এক্সটেনশন ইন্সটল করুন!
কিভাবে আপনার গেইম রেকর্ড করবেনঃ
1লেআউট সিলেক্ট করুন
আমাদের লেআউটের তালিকা থেকে পছন্দ করুন (আপনার স্ক্রিন, ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহারের জন্য আপনাকে হয়তো ‘অনুমতি দিন’ এ ক্লিক করতে হতে পারে)। আপনি শুধু আপনার স্ক্রিন, আপনার ওয়েবক্যাম বা উভয়ই একই সাথে রেকর্ড করতে পারেন!
2রেকর্ডিং শুরু করুন
রেকর্ডিং শুরু করার জন্য লাল বাটনটিতে ক্লিক করুন! আপনি রেকর্ডিং শুরুর পূর্বে একটি কাউন্টডাউন দেখতে পাবেন। ভুল হলে দুশ্চিন্তা করবেন না। আপনার কাছে প্রচুর সময় ও সীমাহীন রিটেক আছে। আপনি অন্য পেজগুলোতে ঘুরে দেখতে পারেন এবং দুশ্চিন্তা করবেন না, এখনও রেকর্ড করা হছে।
3রিভিউ, এডিট ও রপ্তানি করুন
রিভিউ করার জন্য আপনি আপনার রেকর্ডিংটি পুনরায় প্লে করে দেখতে পারেন, ‘শেয়ার করুন’ এ ক্লিক করে আপনার বন্ধুবান্ধব ও সহকর্মীদের সাথে শেয়ার করুন, অথবা আপনার ভিডিও এডিট করতে ‘এডিট করুন’ এ ক্লিক করুন (আপনার স্ক্রিন রেকর্ডিং এ টেক্সট, সাবটাইটেল ও প্রফেশনাল ছোঁয়া যুক্ত করার জন্য একদম উপযুক্ত)।

‘গেইম রেকর্ডার’ টিউটোরিয়াল
আপনার গেইম প্লে রেকর্ড করার জন্য সবচেয়ে ভাল টুল!
ভিডিও গেমস রেকর্ড করার জন্য VEED সেরা টুল। এটি আপনাকে বিনামূল্যে প্রফেশনাল গেমিং ভিডিও তৈরি করতে প্রচুর কাস্টমাইজেশন ফিচার ব্যবহারের সুযোগ দেয়! আপনার সম্পূর্ণ গেমিং স্ক্রিন, উইন্ডো বা এমনকি আপনার ব্রাউজার ট্যাবও রেকর্ড করুন — যদি আপনি ব্রাউজার-ভিত্তিক গেইম খেলে থাকেন। আপনি আপনার রেকর্ডিংয়ে আপনার ওয়েবক্যাম অন্তর্ভুক্ত করতে পারেন। আপনার ক্যামেরার আকৃতি, সাইজ ও পজিশনিং সিলেক্ট করুন এবং বিভিন্ন স্ক্রিন লেআউট থেকে একটি নির্বাচন করুন। আপনার ইউটিউব চ্যানেল ও একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার ভিডিও পোস্ট করুন। এছাড়াও, আপনি আমাদের ফ্রি ভিডিও এডিটর ব্যবহার করে আপনার ভিডিওটি এডিট করতে পারেন, যেখানে আপনি আমাদের স্টক লাইব্রেরি থেকে রয়্যালটি মুক্ত মিউজিকও যুক্ত করতে পারেন।
সত্যিকারের গেমিংপ্রেমীদের জন্য ফিচার দিয়ে পরিপূর্ণ
আমাদের ফ্রী অনলাইন গেইম ক্যাপচার সফটওয়্যার একই সাথে প্রফেশনাল ও নতুনদের জন্য ব্যবহার করা সহজ। এটি ওবিএস স্টুডিও, উইন্ডোজ স্ক্রিন রেকর্ডার ও এক্সবক্স গেইম বার এর চেয়েও বেশি সহজে ব্যবহার করা যায়! এমন সব ফিচারে পরিপূর্ণ, যা আপনাকে সহজেই প্রফেশনাল ভিডিও তৈরিতে সহায়তা করে, আপনি কোন বাধা ছাড়াই আপনার ভিডিও গেইম ক্যাপচার করতে পারেন। আপনি যখন রেকর্ড শুরু করেন, তখন আপনি ভিডিও ঠিক কখন শুরু হচ্ছে, তা জানার জন্য একটি কাউন্টডাউন টাইমার দেখতে পাবেন। আপনার অডিওটি গৃহীত হচ্ছে তা নিশ্চিত করার জন্য আপনার স্ক্রিনের নিচে ছোট মাইক্রোফোন আইকনটি খেয়াল করুন। আপনার অডিও যে রেকর্ড করা হচ্ছে তা অ্যানিমেশন দিয়ে নির্দেশ করা হবে। এতে কেবল কয়েকটি ক্লিক লাগে!
ফ্রী ও সহজেই ব্যবহারযোগ্য স্ক্রিন রেকর্ডিং টুল
আমাদের স্ক্রিন রেকর্ডার ও ভিডিও এডিটর ফ্রী এবং ব্যবহার করা খুবই সহজ। তবে, যদি আপনার দীর্ঘ ভিডিওগুলো রেকর্ড করতে হয়, তবে আপনাকে আমাদের প্রিমিয়াম প্ল্যানগুলোতে সাবস্ক্রাইব করতে হবে। কোন প্ল্যানটি আপনার প্রয়োজন, তা দেখতে আমাদের মূল্যের পৃষ্ঠাটি দেখুন। এটি ব্যবহার করা খুবই সহজ। এতে কেবল কয়েকটি ক্লিক লাগে!
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি গেইম রেকর্ডার ছাড়াও আরও অনেক কিছু
VEED ভিডিও এডিটিং টুল এর একটি সম্পূর্ণ স্যুট ব্যবহারের সুযোগ দেয়, যা আপনাকে কেবল আপনার গেমিং স্ক্রিন রেকর্ড ও শেয়ার করা ছাড়াও আরও অনেক কাজে সাহায্য করে। এটি একটি প্রফেশনাল অল-ইন-ওয়ান ভিডিও তৈরি ও এডিটিং সফটওয়্যার, যা নতুন ও অভিজ্ঞ সকলের জন্যই খুব উপকারী। কেবল কয়েকটি ক্লিকেই প্রফেশনাল দেখতে ভিডিও তৈরি করে ফেলুন। আপনার কোন ভিডিও এডিটিং এর অভিজ্ঞতার দরকার নেই। চমৎকার সব ভিডিও তৈরি করুন, যা আপনি কয়েক মিনিটের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন। সেইসাথে রয়্যালটি মুক্ত মিউজিক, ভিডিও, ও ইমেজ ব্যবহারের সুযোগ পাবেন। আজই VEED ব্যবহার করে অসাধারণ ভিডিও তৈরি করা শুরু করে দিন!
