







ডেমো ও টিউটোরিয়ালের জন্য আপনার স্ক্রিন রেকর্ড করুন
VEED এর সাধারণ ডেমো ক্রিয়েটর আপনাকে আপনার স্ক্রিন, অডিও এবং ক্যামেরা রেকর্ড করতে দেয়, যাতে আপনি সহজেই ডেমো ও টিউটোরিয়াল তৈরি করতে পারেন। এটি শিক্ষক, শিক্ষার্থী এবং এমনকি ইনফ্লুয়েন্সার ও গেমারদের জন্যও উপযুক্ত! আপনার শখের একটি ব্যাখ্যামূলক ভিডিও বা আপনার প্রিয় গেমের ওয়াকথ্রু রেকর্ড করুন। আপনি আপনার রেকর্ডিং এডিট করতে পারেন এবং আমাদের সহজ ও ফ্রী ভিডিও এডিটর ব্যবহার করে টেক্সট, টীকা, স্লাইড, ইমেজ, ড্রয়িং টুল ইত্যাদি ব্যবহার করতে পারেন। সহজেই আপনার ব্রাউজার থেকে ডেমো তৈরি করতে আমাদের ক্রোম এক্সটেনশন ইন্সটল করুন!
কিভাবে একটি ডেমো তৈরি করবেনঃ
1আপনার ভিডিও ফিল্ম করে আপলোড করুন
আপনার ক্যামেরা বা VEED এর ওয়েবক্যাম ও স্ক্রিন রেকর্ডার ব্যবহার করে আপনার ভিডিও ফিল্ম করুন এবং এটিকে VEED এ আপলোড করুন।
2পারসোনালাইজ করুন
‘এডিট করুন’ এ ক্লিক করে আপনার ভিডিও এডিট করে এটিকে আরও কাস্টমাইজ করে ফেলুন। ইমেজ, মিউজিক, টেক্সট, সাবটাইটেল ইত্যাদি যুক্ত করতে VEED এর ফ্রী ও সহজ ভিডিও এডিটর ব্যবহার করুন!
3শেয়ার করুন
আপনি আপনার ভিডিও শেয়ার করতে প্রস্তুত! আপনার ভিডিও রপ্তানি ও ডাউনলোড করুন, অথবা মুহূর্তেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন।

‘ডেমো ক্রিয়েটর’ টিউটোরিয়াল
ভিন্ন ভিন্ন লেআউট ও ব্যাকগ্রাউন্ড থেকে সিলেক্ট করুন এবং কাস্টমাইজ করুন
আমাদের স্ক্রিন রেকর্ডিং টুলটি আপনাকে একাধিক লেআউট ও ব্যাকগ্রাউন্ড থেকে সিলেক্ট করতে দেয়, যা প্রচুর কাস্টমাইজেশন করতে সাহায্য করে। আপনি কেবল আপনার ক্যামেরা, অডিও, আপনার ক্যামেরা ও স্ক্রিন, কেবল স্ক্রিন রেকর্ড করতে পারেন এবং এমনকি স্লাইডগুলি আপলোডও করতে পারেন! আপনার ক্যামেরা ফিডের আকৃতি সিলেক্ট করুন, আপনার অডিও রেকর্ডিং এর জন্য একটি ভিজ্যুয়ালাইজেশন এবং আপনি যত চান, ততই পারসোনালাইজ করুন! আপনি যদি কাজের জন্য একটি ডেমো তৈরি করেন, তাহলে আপনি আপনার স্লাইডগুলি যুক্ত করে একটি প্রেজেন্টেশন রেকর্ড করতে পারেন।
দৃশ্য যুক্ত করুন এবং যেখানে কাজ শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করুন
আপনি আপনার রেকর্ডিং এর মাঝে বিরতি দিতে পারেন এবং তারপর একাধিক দৃশ্য তৈরি করে পুরোটিকে একটি ভিডিও হিসাবে সংরক্ষণ করতে পারেন। আপনি যখন বিরতি দিয়ে আবার ‘রেকর্ড করুন’ এ ক্লিক করেন, তখন আপনি অন্য একটি দৃশ্য তৈরি হতে দেখবেন। রেকর্ডিং শেষ করার পর আপনি আমাদের শক্তিশালী ভিডিও এডিটিং সফ্টওয়্যারটিতে এই দৃশ্যগুলি এডিট করতে পারেন।
ফ্রী ও সহজ স্ক্রিন ক্যাপচার এবং রেকর্ডিং সফটওয়্যার
আমাদের স্ক্রিন রেকর্ডার ও ভিডিও এডিটর ফ্রী এবং ব্যবহার করা খুবই সহজ। তবে, যদি আপনার দীর্ঘ ভিডিওগুলো রেকর্ড করতে হয়, তাহলে কোন প্ল্যানটি আপনার প্রয়োজন, তা দেখতে আমাদের মূল্যের পৃষ্ঠাটি দেখুন। এটি ব্যবহার করা খুবই সহজ। এতে কেবল কয়েকটি ক্লিক লাগে! আপনার যা কিছু প্রয়োজন, তার সবই শুধু এক ক্লিক দূরেই। আপনি আপনার স্লাইডগুলো আপলোড করতে পারেন; এগুলোকে টেনে এনে ছেড়ে দিতে পারেন বা আপনার ফোল্ডার থেকে সিলেক্ট করতে পারেন। আপনি প্রস্তুত হয়ে গেলে, শুধু ‘রেকর্ড করুন’ এ ক্লিক করলেই হবে!
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি ডেমো ক্রিয়েটর ছাড়াও আরও অনেক কিছু
VEED এমন একটি শক্তিশালী স্ক্রিন রেকর্ডার ও ভিডিও এডিটিং সফটওয়্যার, যা আপনাকে কেবল ডেমো ও টিউটোরিয়াল তৈরি করা ছাড়াও আরও অনেক কাজে সাহায্য করে। এটি মাত্র কয়েকটি ক্লিকেই প্রফেশনাল দেখতে ভিডিও তৈরি করার জন্য পরিপূর্ণ একটি ভিডিও এডিটিং টুল। আপনার কোন ভিডিও এডিটিং এর অভিজ্ঞতা দরকার নেই। চমৎকার ভিডিও তৈরি করুন, যা আপনি কয়েক মিনিটের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন। আপনার ভিডিওতে ইমেজ, অডিও, টেক্সট ও সাবটাইটেল যুক্ত করুন। আমাদের স্টক ভিডিও ব্যবহার করুন ও পারসোনালাইজ করুন, আরও কত কী!
